কোষ পর্দা ও কোষ প্রাচীর এর পার্থক্য । অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান সেল মেমব্রেন ও সেল ওয়াল এর পার্থক্য

কোষ পর্দার প্রাচীরের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব আজকে। কোষ পর্দা ও কোষ প্রাচীর কোষের খুবই গুরুত্বপূর্ণ অংশ হলেও কাজের দিক দিয়ে বেশ কয়েকটি মিল রয়েছে । কোষ পর্দা ও কোষ প্রাচীর এর মধ্যে তফাৎ রয়েছে অনেক।
কোষ পর্দা ও কোষ প্রাচীর কোষের খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রায় সব কোষের কোষ পর্দা থাকে কিন্তু কোষপ্রাচীর সব কোষে থাকে না। কাজের দিক দিয়ে অনেক মিল থাকলেও কোষ পর্দা ও কোষ প্রাচীর এর পার্থক্য রয়েছে অনেক। আজকে আমরা কোষ পর্দা ও কোষ প্রাচীর এর মধ্যে বেশকিছু তফাৎ নিয়ে আলোচনা করব।

কোষ পর্দা ও কোষ প্রাচীর এর পার্থক্য


কোষ পর্দা ও কোষ প্রাচীর এর পার্থক্য লেখ


কোষ পর্দাকোষ প্রাচীর
1. কোষ পর্দা সজীব1. কোষ প্রাচীর মৃত
2. সকল উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ পর্দা থাকে।2. কেবলমাত্র উদ্ভিদ কোষ , ব্যাকটেরিয়া ও ছত্রাকের কোষে কোষ প্রাচীর থাকে
3. কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা।3. কোষ প্রাচীর অভেদ্য শক্ত প্রাচীর।
4. দুটি প্রোটিন স্তরের মাঝে একটি লিপিডের স্তর থাকে।4. তিনটি স্তরে বিন্যস্ত।
5. প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত।5. সেলুলোজ , হেমিসলুলোজ ইত্যাদি দ্বারা গঠিত।
6. কোষ পর্দা থেকে বিভিন্ন কোষীয় অঙ্গানু সৃষ্টি হয়।6. কোষ প্রাচীর থেকে কোন কোষীয় অঙ্গানু সৃষ্টি হয় না।
7. প্রধান কাজ হলো কুসংগন ওকে রক্ষা করা এবং বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করা।7. প্রধান কাজ হলো কোষের দৃঢ়তা প্রদান ,আকার ও আয়তন নিয়ন্ত্রণ।

ট্যাগঃ কোশ পর্দা ও কোশ প্রাচীর এর বৈশিষ্ট । Cell membrane vs cell wall