স্নায়ুসন্নিধি বা প্রান্তসন্নিকর্ষ কি | নিউরােট্রান্সমিটার কাকে বলে | নিউরো হরমোন কি

দুটি নিউরনের যে সংযােগস্থলে একটি নিউরােনের শেষ এবং অপর নিউরােনের শুরু, তাকে সাইন্যাপস্ বা স্নায়ুসন্নিধি বা প্রান্তসন্নিকর্ষ বলে। সাইন্যাপস এর অবস্থান কোথায় সাইন্যাপস এর গঠন (Structure) কেমন নিউরােট্রান্সমিটার কাকে বলে ? নিউরো হরমোন কি ? সাইন্যাপস এর কাজ কি ? একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। Ans. অ্যাসিটাইল কোলিন। নিউরোট্রান্সমিটার এর কাজ কি? Ansএক নিউরােন থেকে অপর নিউরােনে বা পেশিতে স্নায়ুস্পন্দন প্রবাহিত করা। একটি নিউরো হরমোনের উদাহরণ দাও। Ans অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন (ADH)
দুটি নিউরনের যে সংযােগস্থলে একটি নিউরােনের শেষ এবং অপর নিউরােনের শুরু, তাকে সাইন্যাপস্ বা স্নায়ুসন্নিধি বা প্রান্তসন্নিকর্ষ বলে।

চিত্র লোডিং হচ্ছে


সাইন্যাপস এর অবস্থান কোথায়
দুটি নিউরােনের সংযােগস্থলে সাইন্যাপস অবস্থিত।

সাইন্যাপস এর গঠন (Structure) কেমন

সাইন্যাপস প্রধানত অ্যাক্সনের শেষপ্রান্ত ও ডেনড্রনের শুরু নিয়ে গঠিত। অ্যাক্সন ও ডেনড্রনের সাইন্যাপটিক মিলনস্থলে কিঞ্চিত ফাঁক থাকে, একে সাইন্যাপটিক ক্লেফট বা  সন্নিধি প্রণালি বলে।
অ্যাক্সনের সাইন্যাপটিক ভেসিকলে অ্যাসিটাইল সাইনাপটিক কোলিন নামক নিউরােট্রান্সমিটার থাকে, যাদের মাধ্যমে অ্যাক্সন থেকে স্নায়ুস্পন্দন ডেনড্রনে বাহিত হয়।

নিউরােট্রান্সমিটার কাকে বলে ?

 যেসব রাসায়নিক পদার্থ এক নিউরােন থেকে অপর নিউরােনে বা পেশিতে স্নায়ুস্পন্দন প্রবাহিত করে তাদের নিউরােট্রান্সমিটার বলে। যেমন—অ্যাসিটাইল কোলিন।

নিউরো হরমোন কি ?

 নিউরোহরমােন ও স্নায়ুকোশ থেকে যে হরমােন নিঃসৃত হয় তাকে নিউরােহরমােন বলে। যেমন—ভেসােপ্রেসিন বা ADH ইত্যাদি।

সাইন্যাপস এর কাজ কি ?

সাইন্যাপস-এর মাধ্যমে এক নিউরােন থেকে অপর নিউরােনে স্নায়ুস্পন্দন প্রবাহিত হয়। স্নায়ু- উদ্দীপনা কোশদেহ থেকে অ্যাক্সনের মাধ্যমে প্রান্নিধি স্ফীতিতে পৌছােলে অ্যাসিটাইল, কোলিনপূর্ণ থলিগুলি উদ্দীপিত হয় এবং বিদীর্ণ হয়। ফলে অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে প্রানিধি পর্দা ভেদ করে সন্নিধি প্রণালীতে আসে। সেখান থেকে উদ্দীপনা নিউরােট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরােনে পৌছােয়। স্নায়ুস্পন্দন একমুখী হওয়ায় সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল বলে।

বহুল প্রচলিত কিছু প্রশ্ন উত্তর:


  • একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। 
  • Ans. অ্যাসিটাইল কোলিন।
  • নিউরোট্রান্সমিটার এর কাজ কি?
  • Ansএক নিউরােন থেকে অপর নিউরােনে বা পেশিতে স্নায়ুস্পন্দন প্রবাহিত করা।
  • একটি নিউরো হরমোনের উদাহরণ দাও।
  • Ans অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন (ADH)