বিজ্ঞানের অনেক জায়গায় আমরা বিশুদ্ধ জীব ও শংকর জীবের কথাটা শুনেছি। আজকে আমরা জানবো আসলে এই বিশুদ্ধ জীব আর সংকট বলতে কী বোঝায়।
যেমন একসংকর জনন প্রক্রিয়া লম্বা (TT) ও বেটে (tt) মটর গাছ বিশুদ্ধ উদ্ভিদ।
যেমন বিশুদ্ধ বেগুনি (VV) ও বিশুদ্ধ সাদা (vv) ফুল যুক্ত মটর গাছের সংকরায়নের ফলে সৃষ্ট জীব হল শংকর উদ্ভিদ।
বি: দ্র: আমাদের ওয়েবসাইটের লেখক হতে চাইলে ওয়েবসাইটে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপাতত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে লেখা গ্রহণ করা হবে।

বিশুদ্ধ জীব বলতে কি বোঝো
কোন জীব যদি বংশানুক্রমে কোন বৈশিষ্ট্য হুবহু একই রকমভাবে বজায় রাখে তখন সেই বৈশিষ্ট্যের জন্য জীবকে বিশুদ্ধ বা খাঁটি বলা হয় ।যেমন একসংকর জনন প্রক্রিয়া লম্বা (TT) ও বেটে (tt) মটর গাছ বিশুদ্ধ উদ্ভিদ।
সংকর জীব বলতে কী বোঝো
দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীব এর যৌন জনন বা পরনিষেকের ফলে উৎপন্ন জীবকে সংকর জীব বলা হয়।যেমন বিশুদ্ধ বেগুনি (VV) ও বিশুদ্ধ সাদা (vv) ফুল যুক্ত মটর গাছের সংকরায়নের ফলে সৃষ্ট জীব হল শংকর উদ্ভিদ।
বি: দ্র: আমাদের ওয়েবসাইটের লেখক হতে চাইলে ওয়েবসাইটে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপাতত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে লেখা গ্রহণ করা হবে।
Read Also :-
Labels :
#BIOLOGY ,#Class 10 ,#Class 10 LSc ,
Getting Info...