সপ্তম শ্রেণী | পরিবেশ ও বিজ্ঞান | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর মডেল প্রশ্ন উত্তর

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। a) SI পদ্ধতিতে তাপের একক হলো - (i) °C (ii) cal (iii) °F (iv) J উত্তর: cal ( ক্যালোরি ) b) পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীর শীতল হওয়ার জন্য দায়ী (i) বিকিরণ (ii) বাষ্পীভবন (iii) ঘনীভবন (iv) হিমায়ন। উত্তর: বাষ্পীভবন c ) 17Cl35 পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার মান (i) 17,18 (ii) 35,17(iii) 18,17 (iv) 17,35 উত্তর: পরমাণু ক্রমাঙ্ক 17 এবং নিউট্রন সংখ্যা (35-17)=18 d) N2+3H2=2NH3 - বিক্রিয়াটি হলো- (i) বিয়োজন (ii)প্রত্যক্ষ সংযোগ (iii) বিনিময় iii) প্রতিস্থাপন উত্তর: প্রত্যক্ষ সংযোগ e) দুধ ছানা আর হেলথ ড্রিংকস এর পরিবর্তে কোন টি খাওয়া যেতে পারে - (i) ছাতুর শরবত (ii) লেবুর জল (iii) বেলের শরবত (iv) চিনির শরবত উত্তর: ছাতুর শরবত f) ভিটামিন - C এর রাসায়নিক নাম - (i) ফাইলোকুইনন (ii) অ্যাসকরবিক অ্যাসিড (iii) রেটিনল (iv) টোকোফেরল উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড 2. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও a) আপেল এর পরিবর্তে তুমি কি খাবে ? উত্তর: পেয়ারা । অথবা , চোখ টেরা হয় যে মৌলের অভাবে সেটি কি ? b) Al2(SO4)3 অণুতে মোট পরমাণু হল ------------। উত্তর: 17 টি। অথবা , ইউরেনিয়াম এর চিহ্ন কি ? উত্তর: ইউরেনিয়ামের চিহ্ন U c) ঘেমে গেলে কুকুর জিব বের করে লালা নিঃসরণ করে কেন ? উত্তর: কুকুরের দেহে কোন ঘর্মগ্রন্থি থাকেনা।গ্রীস্মের প্রচন্ড উষ্ণতায় কুকুর জিভ দিয়ে তখন লালা ঝরায় ।সেই লালা বাষ্পায়নের মাধ্যমে কুকুরের দেহের তাপমাত্রা কমাতে পারে।এই জন্য কুকুর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য জিব বের করে হাঁপায়। অথবা, সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখ। 3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও। a) হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন ? উত্তর: কারণ আমাদের দেহের উষ্ণতা বরফের চেয়ে বেশি হওয়ায় বরফ এবং দেহের মধ্যে তাপীয় ভারসাম্য অর্জনের জন্য আমাদের ত্বকের মাধ্যমে লীনতাপ বরফের দিকে চলে যায়। ফলে দেহের তাপমাত্রা কমতে থাকে।তখন আমরা শীত অনুভব করি। অথবা, স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন? উত্তর: চলমান বায়ু বাষ্পীভবন এর হার অনেক বেশি হয়। শরীরের ওপরে থাকা জল বিন্দু আমাদের শরীর থেকে লীন তাপ গ্রহণ করে খুব দ্রুত বাষ্পীভূত হতে পারে। এতে তুলনামূলকভাবে অধিক তাড়াতাড়ি দেহ শীতল হতে থাকে ফলে ঠান্ডা বোধ হয়। b) দুটি করে পার্থক্য লেখ : প্রোটন , ইলেকট্রন ,নিউট্রন। উত্তর: অথবা, সংকেত লেখ: (i) ফেরাস সালফেট, (ii) সিলভার নাইট্রেট। উত্তর: ফেরাস সালফেট - FeSO4 ◾ সিলভার নাইট্রেট - AgNO3 । c) জলকে খাদ্য বলা যায় না কেন ? উত্তর : অথবা, রক্তাল্পতা কি ? এটি কি কি কারণে হয়ে থাকে ? উত্তর: মানব দেহে লোহিত রক্ত কণিকা (RBC) এর সংখ্যা বা হিমোগ্লোবিন'এর ঘনত্ব কমে গেলে হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অ্যানিমিয়া বলা হয়। লোহা কম থাকার কারণে পরজীবী সংক্রমণের কারণে অধিক রক্তক্ষরণ এর কারণে । গর্ভাবস্থা এবং অপুষ্টি এর কারণে।
Class 7 এর বিজ্ঞান এর প্রশ্ন- উত্তর । সপ্তম শ্রেনি প্রশ্ন উত্তর । বেড় রাম চন্দ্র পুর হাই স্কুল

চিত্র লোড হচ্ছে...


1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।

a) SI পদ্ধতিতে তাপের একক হলো - (i) °C (ii) cal (iii) °F (iv) J

উত্তর: cal ( ক্যালোরি )

b) পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীর শীতল হওয়ার জন্য দায়ী (i) বিকিরণ (ii) বাষ্পীভবন (iii) ঘনীভবন (iv) হিমায়ন।

উত্তর: বাষ্পীভবন

c ) 17Cl35 পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার মান (i) 17,18 (ii) 35,17(iii) 18,17 (iv)

17,35

উত্তর: পরমাণু ক্রমাঙ্ক 17 এবং নিউট্রন সংখ্যা (35-17)=18

d) N2+3H2=2NH3 - বিক্রিয়াটি হলো- (i) বিয়োজন (ii)প্রত্যক্ষ সংযোগ (iii) বিনিময় iii) প্রতিস্থাপন

উত্তর: প্রত্যক্ষ সংযোগ

e) দুধ ছানা আর হেলথ ড্রিংকস এর পরিবর্তে কোন টি খাওয়া যেতে পারে - (i) ছাতুর শরবত (ii) লেবুর জল (iii) বেলের শরবত (iv) চিনির শরবত

উত্তর: ছাতুর শরবত

f) ভিটামিন - C এর রাসায়নিক নাম - (i) ফাইলোকুইনন (ii) অ্যাসকরবিক অ্যাসিড (iii) রেটিনল (iv) টোকোফেরল

উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড

2. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও

a) আপেল এর পরিবর্তে তুমি কি খাবে ?
উত্তর: পেয়ারা ।
অথবা ,
চোখ টেরা হয় যে মৌলের অভাবে সেটি কি ?

b) Al2(SO4)3 অণুতে মোট পরমাণু হল ------------।

উত্তর: 17 টি।

অথবা ,
ইউরেনিয়াম এর চিহ্ন কি ?

উত্তর: ইউরেনিয়ামের চিহ্ন U

c) ঘেমে গেলে কুকুর জিব বের করে লালা নিঃসরণ করে কেন ?

উত্তর: কুকুরের দেহে কোন ঘর্মগ্রন্থি থাকেনা।গ্রীস্মের প্রচন্ড উষ্ণতায় কুকুর জিভ দিয়ে তখন লালা ঝরায় ।সেই লালা বাষ্পায়নের মাধ্যমে কুকুরের দেহের তাপমাত্রা কমাতে পারে।এই জন্য কুকুর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য জিব বের করে হাঁপায়।

অথবা,
সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখ।
উত্তর:
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও।

a) হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন ?

উত্তর: কারণ আমাদের দেহের উষ্ণতা বরফের চেয়ে বেশি হওয়ায় বরফ এবং দেহের মধ্যে তাপীয় ভারসাম্য অর্জনের জন্য আমাদের ত্বকের মাধ্যমে লীনতাপ বরফের দিকে চলে যায়। ফলে দেহের তাপমাত্রা কমতে থাকে।তখন আমরা শীত অনুভব করি।

অথবা,

স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন?

উত্তর: চলমান বায়ু বাষ্পীভবন এর হার অনেক বেশি হয়। শরীরের ওপরে থাকা জল বিন্দু আমাদের শরীর থেকে লীন তাপ গ্রহণ করে খুব দ্রুত বাষ্পীভূত হতে পারে। এতে তুলনামূলকভাবে অধিক তাড়াতাড়ি দেহ শীতল হতে থাকে ফলে ঠান্ডা বোধ হয়।

b) দুটি করে পার্থক্য লেখ : প্রোটন , ইলেকট্রন ,নিউট্রন।

উত্তর:
বৈশিষ্ট্য   ইলেকট্রন    প্রোটন  নিউট্রন
আবিষ্কারক  জে জে থমসন  রাদারফোর্ড  চ্যাডউইক 
সন   1897 1911   1932
 অবস্থান পরমাণুর কক্ষপথে   নিউক্লিয়াসে নিউক্লিয়াসে 
 প্রতীক p/H+   n
আধানের প্রকৃতি    ঋণাত্মক ধনাত্মক   নিরপেক্ষ 
 আধানের পরিমাণ   -1.6×10-19 C
-4.8×10-10 esu
1.6×10-19 C
4.8×10-10 esu 
 0
 আপেক্ষিক আধান -1  +1 
 ভর 9.11×10-28 gm  1.672×10-24 gm  1.675×10-24 gm 
পারমাণবিক স্কেলে ভর  5.488×10-4 amu  1.00757 amu  1.0089 amu 
 প্রোটনের তুলনায় ভর  1/1836  1    1
প্রোটনের তুলনায় চার্জ -1 +1 

অথবা,

সংকেত লেখ: (i) ফেরাস সালফেট, (ii) সিলভার নাইট্রেট।

উত্তর: ফেরাস সালফেট - FeSO4

◾ সিলভার নাইট্রেট - AgNO3 ।

c) জলকে খাদ্য বলা যায় না কেন ?
উত্তর : জল মানবদেহের জন্য অপরিহার্য। দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ জল ছাড়া চলতে পারে না কিন্তু জল দেহকে শক্তি সরবরাহ করতে পারে না।শুধু অন্য খাদ্য উপাদানকে বিশ্লিষ্ট হতে সাহাজ্য করে। তাই জলকে খাদ্য বলা যায় না।
অথবা,

রক্তাল্পতা কি ? এটি কি কি কারণে হয়ে থাকে ?

উত্তর: মানব দেহে লোহিত রক্ত কণিকা (RBC) এর সংখ্যা বা হিমোগ্লোবিন'এর ঘনত্ব কমে গেলে হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অ্যানিমিয়া বলা হয়।

  • লোহা কম থাকার কারণে
  • পরজীবী সংক্রমণের কারণে
  • অধিক রক্তক্ষরণ এর কারণে ।
  • গর্ভাবস্থা এবং অপুষ্টি এর কারণে।

প্রশ্ন পত্রের নির্মাতা : Md Hasanujjaman , Teacher , Brc Pur High School