CLASS 5 EXAM TEST QUESTION PRINTABLE MATH AND SCIENCE

গণিত পূর্ণ মান-১০ ১। ভাজক ভাগশেষের চেয়ে -------------। মান ১ ২। ৩০০৩ ÷ ৩ মান ৩ ৩। ভাজ্য = ভাজক × ------------- + -----------। মান ২ ৪। হা শ দ এ ৫। ৩,০,০,২,৫ দ্বারা পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর । মান ১ ৬। চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা কত ? মান ১ ৭। গুণফল নির্ণয় করঃ ৪৫৭×২৩ মান ২ বিজ্ঞান পূর্ণ মান-১০ ১। লিগামেন্ট কাকে বলে ? মান ২ ২। অস্থি মজবুত রাখতে ----------- দরকার । মান ১ ৩। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে ? মান ১ ৪। রক্তের কাজ কি ? মান ২ ৫। যক্ষ্মা রোগের জীবাণু কবে আবিষ্কার হয় ? মান ১ ৬। যক্ষ্মা রোগে কোন টীকা দেওয়া হয় ? মান ১ ৭। কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ শোণা যায় ? মান ১ ৮। গণ্ডারের খড়গ আসলে ------ । মান ১ class 5 question answer west bengal

বাংলা (Bengali) গণিত (Math) ইংরেজি (English) ইতিহাস (History)
পরিবেশ ও ভূগোল পরিবেশ ও বিজ্ঞান মক টেস্ট (MCQ) -

ছাত্র-ছাত্রীদের পোড়ানোর সাথে সাথে মাঝে মাঝে তাদের পরীক্ষা নেওয়া উচিত যে তারা কতটা শিখলো। কিন্তু সব সময় প্রশ্নপত্র তৈরি করা সময় সাপেক্ষ হয়ে পড়ে।তাই শিক্ষকদের তথা ছাত্রদের সুবিধার্তে প্রশ্নপত্র গুলোকে এইভাবে আপলোড করা হলো যাতে আপনারা এগুলো প্রিন্ট করে আপনাদের ছাত্রদের পরীক্ষা নিতে পারেন। ছাত্রদের সার্বিক উন্নয়ন হোক এই কথা ভেবেই এই প্রচেষ্টা। #CLASS-5_TEST-2


ABVRP EDUCATION

গণিত      পূর্ণ মান-১০

১।  ভাজক ভাগশেষের চেয়ে -------------।        মান ১

২। ৩০০৩ ÷ ৩      মান ৩
৩। ভাজ্য = ভাজক × ------------- + -----------।      মান ২

৫। ৩,০,০,২,৫   দ্বারা পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর ।      মান ১

৬। চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা কত ?       মান ১

৭।  গুণফল নির্ণয় করঃ  ৪৫৭×২৩      মান ২

বিজ্ঞান   পূর্ণ মান-১০

১। লিগামেন্ট কাকে বলে ?     মান ২

২। অস্থি মজবুত রাখতে ----------- দরকার ।   মান ১

৩। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে ?   মান ১

৪। রক্তের কাজ কি ?   মান ২

৫। যক্ষ্মা রোগের জীবাণু কবে আবিষ্কার হয় ? মান ১

৬। যক্ষ্মা রোগে কোন টীকা দেওয়া হয় ?    মান ১

৭।  কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ শোণা যায় ?    মান ১

৮। গণ্ডারের খড়গ আসলে ------  ।   মান ১