ভারত তথা পৃথিবীর বিভিন্ন নদ নদী সম্পর্কে তাদের উৎস, উপনদীর নাম, পতন স্থল, বিশেষ নাম বা উপাধি | List of Important river and there length etc in Bengali। আসন্ন পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি, Railway NTPC ইত্যাদি পরীক্ষার সাথে সাথে সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কোন নদীকে কি বলা হয় | নদী সম্পর্কে প্রশ্ন উত্তর | কোন দেশের কোন দীর্ঘতম নদী
প্রঃ-প্রথিবীর দীর্ঘতম নদী কোনটি ?
উ: - নীলনদ
প্রঃ- পৃথিবীর বৃহত্তম নদী(জলবহনে) কোনটি?
উ: - আমাজন
প্রঃ-এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উ: - ইয়াং সি কিয়াং।
উরোপর দীর্ঘতম নদী কোনটি?
উ: - ভল্গা।
প্রঃ- পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উ: - সিন্ধু।
প্রঃ- আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উ: - হেলমন্দ।
প্রঃ- নেপালের দীর্ঘতম নদী কোনটি?
উ: - কালিগন্ডক।
প্রঃ- ভুটানের দীর্ঘতম নদী কোনটি?
উ: - মানস।
প্রঃ- বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উ: - পদ্মা।
প্রঃ- মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?
উ: - ইরাবতী।
প্রঃ- শ্রীলংকারর প্রধান নদী কোনটি?
উ: - মহাবলি গঙ্গা।
প্রঃ- ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উ: - গঙ্গা।
প্রঃ- গঙ্গার প্রধান শাখানদী কোনটি?।
উ: - ভাগীরথী
প্রঃ- গঙ্গার প্রধান উপনদী কোনটি?
উ: - যমুনা।
প্রঃ- যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উ: - যমুনোত্রী হিমবাহ।
প্রঃ- গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উ: - গঙ্গোত্রী হিমবাহ।
প্রঃ- কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে?
উ: - গোদাবরী।
প্রঃ- কোন নদীকে বিহারের দুঃখ বলে?
উ: - কোশী নদী।
প্রঃ- কোন নদীকে বাংলার দুঃখ বলে?
উ: - দামোদর নদ।
প্রঃ- ভারতের একটি অন্তঃবাহিনী নদীর নাম কি?
উ: - লুনী নদী।
প্রঃ- ভারতের কোন রাজ্যে নদীর সংখ্যা সর্বাধিক?
উ: - কেরালা।
প্রঃ- ভারতের পবিত্র নদী বলা হয় কোন নদীকে?
উ: - গঙ্গা।
প্রঃ- ভারতের রাজধানী দিল্লী কোন নদীর তীরে অবস্থিত?
উ: - যমুনা।
প্রঃ- গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে?
উ: - বঙ্গোপসাগর।
প্রঃ- দক্ষীন ভারতের পবিত্র নদী কোনটি?
উ: - গোদাবরী।
ভারতের বিভিন্ন নদীর নাম , উৎসস্থল , পতনস্থল বা মোহনা দৈর্ঘ্য, ও উপনদীর নাম
নাম | উৎস স্থল | দৈর্ঘ্য (কিমি) | পতন স্থল | উপনদী |
---|---|---|---|---|
গোদাবরী | ত্রিম্বক পর্বত | প্রায় 1400 | বঙ্গোপসাগর | ইরাবতী, প্রানাহিতা, মঞ্জিরা |
কাবেরী | ব্রম্ভ গিরি | প্রায় 805 | বঙ্গোপসাগর | ইমামতি, বেদবতী, ভবানী, সিমুসা |
মহানদী | সিয়াওয়ারা উচ্চভূমি | প্রায় 800 | বঙ্গোপসাগর | হাঁসদা, মন্দ, ইব |
তাপ্তি | মহাদেব পর্বত | প্রায় 725 | কাম্বে উপসাগর | পূর্ণা |
নর্মদা | অমরকন্টক শৃঙ্গ | প্রায় 1300 | কাম্বে উপসাগর | - |
ব্রহ্মপুত্র | চেমায়ুং দুং হিমবাহ | প্রায় 2700 | বঙ্গোপসাগর | তিস্তা, তোর্সা |
কৃষ্ণা | মহাবালেশ্বর শৃঙ্গ | প্রায় 1290 | বঙ্গোপসাগর | তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা |
সিন্ধু | সিন-কা-বাব নামক উষ্ণ প্রস্রবণ | প্রায় 2800 | আরব সাগর | বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু |
লুনী | আনাসাগর | প্রায় 450 | কচ্ছের রন | - |
সুবর্ণরেখা (পূর্ববাহিনী) | ছোটনাগপুর মালভূমি | প্রায় 477 | বঙ্গোপসাগর | কাঞ্চি, খরকাই, দুলুং, করবারি |
ব্রাহ্মণী | ছোটনাগপুর | প্রায় 750 | বঙ্গোপসাগর | - |
বৈতরণী | ছোটনাগপুর | প্রায় 365 | বঙ্গোপসাগর | সালা নদী |
বিতস্তা বা ঝিলাম | কাশ্মীরের ভেনিনাগ পাহাড় | প্রায় 400 | চেনাব নদী | লিডার, পিরপাঞ্জাল, পোহরু |
ভাইগাই | পালনা পর্বত | প্রায় 258 | পক উপসাগর | - |
মাহী | বিন্ধ পর্বত | প্রায় 382 | কাম্বে উপসাগর | - |
সবরমতী | আরাবল্লী পর্বত | প্রায় 416 | খাম্বাত উপসাগর | ওয়াকাল, হরনভ, ওয়াতরক |
কর্ণফুলী | মিজোরাম | প্রায় 144 | বঙ্গোপসাগর | - |
বিপাশা | রোটাং গীরিদার | প্রায় 460 | শতদ্রু নদী | - |
যমুনা | যমুনেত্রী হিমবাহ | প্রায় 1300 | - | গিরি, চম্বল, বেতোয়া |
মুসী নদী | মেডাক জেলা | প্রায় 240 | কৃষ্ণা | আলেরু |
ধানসিঁড়ি | নাগা পাহাড় | প্রায় 354 | ব্রহ্মপুত্র | দিফু, নামবার, কল্যান |
ভীমা | পশ্চিমঘাট পর্বত | প্রায় 283 | কৃষ্ণা | মুলা, মুখাঘোড়, নুয়া |
ঘাটপ্রভা | পশ্চিমঘাট পর্বত | প্রায় 861 | কৃষ্ণা | হিরণ্য, কাশী, মার্কণ্ডেয় |
শতদ্রু | দরমা গীরিধার | প্রায় 1050 | সিন্ধু | - |
দামোদর | খামারপৎ শৃঙ্গ | প্রায় 540 | হুগলি নদী | বরাকর |
ময়ূরাক্ষী | সাঁওতাল পরগনা মালভূমি | প্রায় 241 | ভাগীরথী (দত্তাবাটি) | ব্রাহ্মনী, দ্বারকা, বক্রেশর, কোপাই |
তিস্তা | পয়োহুনরি হিমবাহ | প্রায় 309 | ব্রহ্মপুত্র (রংপুর) | রঙিত, রজনী, খেল, গিশ, কর্ণা |
জলঢাকা | সিকিমের হিমবাহ | প্রায় 186 | ব্রহ্মপুত্র (আলিপুর) | মুক, দিহানা |
তুঙ্গভদ্রা | পশ্চিমঘাট পর্বত | প্রায় 531 | কৃষ্ণা | ভারদা, হবরি |