Posts

ভোটের ছবিতে আপনার নামের ইংরেজি বানান সঠিক আছে কিনা কিভাবে জানবেন?

ভোটের ছবি একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আজকের দিনে। অনেকের কাছে এখনো অনেক পুরাতন ভুল তথ্য যুক্ত ভোটের কার্ড রয়ে গেছে। সে ক্ষেত্রে বোঝা যাচ্ছেনা তার নামের বানান ও বিভিন্ন তথ্য সরকারি অনলাইনে সঠিক আছে কিনা। কিছুদিন আগেই তাতে অনেক রকমের সংশোধন করা হয়েছে অনলাইনে। বর্তমানে অফলাইনেও চলছে এই সংশোধনের কাজ। How to see voter name in English Voter card name in English correction English voter list West Bengal Name in English voter list West Bengal পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট এর ইংরেজি নাম সহ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ইংরেজি নাম ও ছবি সহ ভোটার স্লিপ ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল ভোটার ইনফর্মেশন ইংলিশ Voter information English name spelling English name spelling in voter list West Bengal English name check voter list West Bengal English name spelling West Bengal voter Ceo wb voterlist English
ভোটের ছবি একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আজকের দিনে। কিছুদিন আগেই তাতে অনেক রকমের সংশোধন করা হয়েছে অনলাইনে। বর্তমানে অফলাইনেও চলছে এই সংশোধনের কাজ।
অন্যদিকে নতুন বাংলা ভোটার লিস্টে আপনার নামের কেবল বাংলা বানানই দেখা যাচ্ছে।  সে ক্ষেত্রে কিভাবে বুঝবেন আপনার নামের বানান ঠিক আছে কিনা ? আপনার ভোটের ছবিতে কোনো সংশোধন করতে হবে কিনা ?
  আবার অনেকের কাছে এখনো অনেক পুরাতন ভুল তথ্য যুক্ত ভোটের কার্ড রয়ে গেছে। সে ক্ষেত্রে বোঝা যাচ্ছেনা তার নামের বানান ও বিভিন্ন তথ্য সরকারি অনলাইনে সঠিক আছে কিনা।

  আপনার নামের ইংরেজি ও  বাংলা বানান ঠিক আছে কিনা তা দেখার  জন্য নিচে একটি বাটন "এখানে ক্লিক করে পেজ খুলুন " দেওয়া আছে সেটিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনেই সরকারি ওয়েবসাইট এর পেজটি এই পেজের মধ্যে ওপেন হয়ে যাবে। তার নিচের বাটনটি প্রেস করেও  আপনি সরাসরি ওয়েবসাইটে যেতে পারেন। আমি আপনাদের বলবো প্রথম অপশনটি  "এখানে ক্লিক করে পেজ খুলুন "ব্যবহার করার চেষ্টা করুন।

 ABVRP.Com

তারপর আপনাকে আপনার নাম অথবা এপিক নম্বর দিয়ে তথ্য সার্চ করতে হবে।
 পেজটি ওপেন হলে সেখানে আপনাকে আপনার এপিক নম্বর বসাতে হবে। তারপরে ক্যাপচা পুষি সার্চ বাটনে ক্লিক দিতে হবে।

আপনি চাইলে আপনার বিধানসভার নাম সিলেক্ট করে এবং আপনার নাম সিলেক্ট করে আপনার বিধানসভার অন্তর্গত আপনার নামের ব্যক্তির লিস্ট সার্চ করতে পারেন।
 তারপরে পাশের ভিউ বাটনে ক্লিক করে আপনার সমস্ত তথ্য দেখতে পারেন। নিচে একটি পৃন্ট বাটন দেওয়া থাকবে যে টিতে ক্লিক করে আপনি প্রিন্ট অথবা পিডিএফ হিসাবে পেজটি সেভ করে নিতে পারবেন।

ট্যাগ: আপনার ভোটার লিস্টে ইংরেজি নাম দেখুন|| ভোটার লিস্টে ইংরেজি বানান|| WB Voter List English || Voter Card English Name Spelling