- পরিবেশের জন্য ভাবনা,
- গ্যাসের আচরণ,
- রাসায়নিক গণনা
- তাপের ঘটনাসমূহ,
- আলো,
- চলতড়িৎ,
- পরমাণু নিউক্লিয়াস
- রসায়নপর্যায়
- আয়নীয় ও সমযোজী বন্ধন,
- তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া,
- অজৈব রসায়ন,
- ধাতুবিদ্যা,
- জৈব রসায়ন
পরিবেশের জন্য ভাবনা
- বিশ্ব উন্নয়ন বলতে কি বোঝ ?
- বিশ্ব উন্নয়ন ও গ্রীন হাউস এফেক্ট এর সম্পর্ক কি ?
- গ্রীন হাউস গ্যাস কাকে বলে ? উদাহরণ দাও ?
- C.F.C - এর পুরো নাম লেখ ? ওজোন স্তর ধ্বংসে এর ভূমিকা কি ?
- মেরুজ্যোতি বা মেরুপ্রভা কি ? কোন বায়ু স্তরে দেখা যায় ?
- বায়ুমণ্ডল কে কয়টি ভাগে ভাগ করা হয় ? এবং কি কি ?
- স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে জট বিমান চলাচল করতে পারে কেন ?
- পরিচালন স্রোত কাকে বলে ? ঝড় কিভাবে সৃষ্টি হয় ?
শক্তির যথাযথ ব্যবহার
- মিথেন হাইড্রেট কি ?
- বায়োফুয়েল কি ?
- জীবাশ্ম জ্বালানি কি ‘বা’ জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো ?
- গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে ?
- মিথেনোজেনিক ব্যাকটেরিয়া বলতে কি বুঝো ?
- ভূতাপ শক্তি কি ? ব্যবহার লেখ ?
- জোয়ার ভাটা শক্তি কাকে বলে ? কিভাবে উৎপন্ন করা হয় ?
- বায়োমাস কি ? বায়োমাস শক্তি বলতে কি বুঝ ?
- সৌরবিদ্যুতের ব্যবহার লেখ ?
- মেরুজ্যোতি কিভাবে সৃষ্টি হয় ? সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কাকে বলে ?
গ্যাসের আচরণ
- অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা দাও ?
- অ্যাভোগাড্রো সূত্রের ব্যাখ্যা দাও ?
- পরম শূন্য উষ্ণতা কাকে বলে ? এই উষ্ণতাকে পরম বলা হয় কেন ?
- চার্লসের সূত্র অথবা সংজ্ঞা দাও?
- বয়েলের সূত্র লিখ ?
- আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লিখ ?
- চার্লসের সূত্রের বিকল্প রূপ কি হবে ?
রাসায়নিক গণনা
- “রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিমাপ যোগ্য কোন পরিবর্তন ঘটে না” ব্যাখ্যা করো ?
- ভরের সংরক্ষণ সূত্র কি সর্বদা সঠিক ? আইনস্টাইনের E =me² সমীকরণের সাহায্যে উত্তর দাও ?
- ভরের নিত্যতা সূত্র প্রমাণের জন্য বিজ্ঞানী ল্যাভয়সিয়েঁ কোন পরীক্ষা করেছিলেন ? তার বর্ণনা দাও
তাপের ঘটনাসমূহ
- কঠিনের তাপীয় প্রসারণ কাকে বলে?
- কঠিনের তাপীয় সংকোচন কাকে বলে ?
- তাপের পরিবহন এর সংজ্ঞা দাও ?
- রান্নার পত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় কেন ?
- কেটলির হাতলেবেত জড়ানো থাকে কেন ?
- তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও ?
- তাপীয় রোধাঙ্ক কাকে বলে ? মান–৩
- তাপ সঞ্চালন কাকে বলে ? তাপ সঞ্চালনের কটি পদ্ধতি ও কি কি ? কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না ?
- তাপের সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থের সংজ্ঞা দাও । উভয় প্রকার পদার্থের দুটি করে উদাহরণ দাও ?
- ডেভির নিরাপত্তা বাতি কি ?
আলো
- একটি দর্পণ সমতল, অবতল ও উত্তল কোন প্রকৃতির বা কিভাবে বুঝবে ?
- দর্পণের উন্মেষ প্রধান অক্ষ কাকে বলে ?
- অবতল দর্পণের প্রধান ফোকান কাকে বলে ?
- উত্তল দর্পণের প্রধান ফোকাস কাকে বলে ?
- আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখ ?
- আলোর প্রতিসরণ কাকে বলে ?
- আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে ?
- প্রিজম কাকে বলে ? প্রিজম কয়টি তল থাকে ?
- প্রতিসরণের সূত্র দুটি লেখ ?
- লেন্স কাকে বলে ? লেন্স কয় প্রকার ও কি কি ?
- উত্তল লেন্স অবতল লেন্স কাকে বলে ?
- উত্তল লেন্সকে অভিসারী এবং অবতল লেন্স কে অপসারী লেন্স বলা হয় কেন ?
- মুখ্য ফোকাস কাকে বলে ?
- আলোর বিচ্ছুরণ কাকে বলে। বর্ণালী কাকে বলে ?
- বিচ্ছুরণ এর কারণ কি ?
- শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে ?
- আলোর বিক্ষেপন কাকে বলে ?
- তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে ? এটি কিভাবে সৃষ্টি হয় ?
- তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখ ?
চলতড়িৎ
- ৎ লেপন বলতে কী বোঝো ?
- তড়িৎদ্বার বলতে কী বোঝো ?
অজৈব রসায়ন
- নাইট্রোলিম কি ? এর ব্যবহার লেখ ?
- নাইট্রোজেন ঘটিত দুটি সারের নাম লিখ ?
- লাইকার অ্যামোনিয়া কি ? এর ব্যবহার লেখ ?
- অলিয়াম কি ? ইহার ব্যবহার লেখ ?
- ইউরিয়ার ব্যবহার লেখ ?
- অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া প্রস্তুত করবে ?
ধাতুবিদ্যা
- লোহার দুটি ব্যবহার লেখ ?
- তামার দুটি ব্যবহার লেখ ?
- দস্তার দুটি ব্যবহার লেখ ?
- লোহার একটি ধাতু শংকরের নাম ও ব্যবহার লেখ ?
- ধাতু সংকর কাকে বলে ?
- মরিচা কি ?
- লোহায় মরচে পড়া কিভাবে নিবারণ করা যায় ?
- জারণ -বিজারণ একসঙ্গে ঘটে ইলেকট্রনীয় মতবাদ এর সাহায্যে ব্যাখ্যা করো ?
জৈব রসায়ন
- জৈব যৌগ কাকে বলে ?
- ক্যাটিনেশন ধর্ম কাকে বলে ?
- অ্যালকেন কাকে বলে ?
- অ্যালকাইন কাকে বলে ?
- কার্যকরী মূলক কাকে বলে ?
- ক্রমিক পলিমারের উদাহরণ দাও এর মনোমারের নাম লেখ ? পলিমারের ব্যবহারের একটি অসুবিধা লেখ ?
- সমাবয়বতা কাকে বলে ? কয় প্রকার ও কি কি ?
- LPG কি ? এর একটি ব্যবহার লেখ