এই পর্বে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ শিখব।
আমরা জানি, শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত কার্বন-কার্বন একক বন্ধনযুক্ত যৌগসমূহকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এদের অ্যালকেন বলা হয়। অ্যালকেনের নামকে মূল নাম বিবেচনা করে সবরকম জৈব যৌগের নামকরণ করা যায় তাই আমরা শুরুতেই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের নাককরণ শিখব।
হাইড্রোকার্বনের মূল শিকলে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে নামের প্রথম অংশ লিখার পর শেষ অংশে অ্যালকেনের –এন ( -ane ) শব্দটি যুক্ত করে নামকরণ করতে হয়। নিচের উদাহরণ টি লক্ষ্য করি-
এইবার আমরা দেখি হাইড্রোকার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে নামের প্রথম অংশ হিসেবে কি কি শব্দ বসবে।
হাইড্রোকার্বন | কার্বনের সংখ্যা-Cx | নামের প্রথম অংশ |
নাম
|
CH4 | C1 (1 টি কার্বন) | মিথ (-meth) | মিথেন |
CH3-CH3 | C2 (2 টি কার্বন) | ইথ (-eth) | ইথেন |
CH3-CH2-CH3 | C3 (3টি কার্বন) | প্রোপ (-prop) | প্রোপেন |
CH3-(CH2)2-CH3 | C4 (4 টি কার্বন) | বিউট (-but) | বিউটেন |
CH3-(CH2)3-CH3 | C5 ( 5 টি কার্বন) | পেন্ট (-pent) | পেন্টেন |
CH3-(CH2)4-CH3 | C6 (6 টি কার্বন) | হেক্স (-hex) | হেক্সেন |
CH3-(CH2)5-CH3 | C7 (7 টি কার্বন) | হেপ্ট (-hept) | হেপ্টেন |
CH3-(CH2)6-CH3 | C8 (8 টি কার্বন) | অক্ট (-oct) | অক্টেন |
CH3-(CH2)7-CH3 | C9 (9 টি কার্বন) | নন (-non) | ননেন |
CH3-(CH2)8-CH3 | C10 (10 টি কার্বন) | ডেক (-dec) | দেখেন |
CH3-(CH2)9-CH3 | C11 (11 টি কার্বন) | উনডেক (-undec) | উনডেকেন |
CH3-(CH2)10-CH3 | C12 (12 টি কার্বন) | ডোডেক (-dodec) | ডোডেকেন |
শিকলে আটটি কার্বন তাই অক্ট শব্দের সাথে এন যুক্ত হয়ে যৌগটির নাম হয়েছে অক্টেন।