Posts

জৈব যৌগের নামকরণ | IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ | প্রথম অধ্যায় | দশম শ্রেণী

IUPAC নামকরণ ইউপ্যাক নামকরণ ইউপ্যাক নামকরণ বাংলায় জৈব যৌগের নামকরণ পদ্ধতি সম্পৃক্ত জৈব যৌগের নামকরণ অসম্পৃক্ত জৈব যৌগের নামকরণ দশম শ্রেণী জৈব যৌগ রসায়ন নামকরণ দ্বাদশ শ্রেণির জৈব যৌগ রসায়ন নামকরণ পদ্ধতি জৈব যৌগের নামকরণ-১ শিখনফল: IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করতে পারবে। এই পর্বে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ শিখব। আমরা জানি, শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত কার্বন-কার্বন একক বন্ধনযুক্ত যৌগসমূহকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এদের অ্যালকেন বলা হয়। অ্যালকেনের নামকে মূল নাম বিবেচনা করে সবরকম জৈব যৌগের নামকরণ করা যায় তাই আমরা শুরুতেই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের নাককরণ শিখব। হাইড্রোকার্বনের মূল শিকলে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে নামের প্রথম অংশ লিখার পর শেষ অংশে অ্যালকেনের –এন ( -ane ) শব্দটি যুক্ত করে নামকরণ করতে হয়। নিচের উদাহরণ টি লক্ষ্য করি- এই যৌগটির নাম পেন্টেন। এটি একটি সরল শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। লক্ষ্য করলে দেখবে এই যৌগের হাইড্রোকার্বন শিকলে ৫টি C পরমাণু আছে। এই ৫টি C পরমাণুর জন্য যৌগের নামের প্রথম অংশ হিসেবে পেন্ট শব্দটি বসেছে আর যেহেতু এটি অ্যালকেন তাই পেন্ট শব্দটির পর এন যোগ করে এর নামকরণ করা হয়েছে পেন্টেন। এইবার আমরা দেখি হাইড্রোকার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে নামের প্রথম অংশ হিসেবে কি কি শব্দ বসবে। হাইড্রোকার্বন কার্বনের সংখ্যা-Cx নামের প্রথম অংশ নাম CH4 C1 (1 টি কার্বন) মিথ (-meth) মিথেন CH3-CH3 C2 (2 টি কার্বন) ইথ (-eth) ইথেন CH3-CH2-CH3 C3 (3টি কার্বন) প্রোপ (-prop) প্রোপেন CH3-(CH2)2-CH3 C4 (4 টি কার্বন) বিউট (-but) বিউটেন CH3-(CH2)3-CH3 C5 ( 5 টি কার্বন) পেন্ট (-pent) পেন্টেন CH3-(CH2)4-CH3 C6 (6 টি কার্বন) হেক্স (-hex) হেক্সেন CH3-(CH2)5-CH3 C7 (7 টি কার্বন) হেপ্ট (-hept) হেপ্টেন CH3-(CH2)6-CH3 C8 (8 টি কার্বন) অক্ট (-oct) অক্টেন CH3-(CH2)7-CH3 C9 (9 টি কার্বন) নন (-non) ননেন CH3-(CH2)8-CH3 C10 (10 টি কার্বন) ডেক (-dec) দেখেন CH3-(CH2)9-CH3 C11 (11 টি কার্বন) উনডেক (-undec) উনডেকেন CH3-(CH2)10-CH3 C12 (12 টি কার্বন) ডোডেক (-dodec) .....ইত্যাদি ডোডেকেন কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে হাইড্রোকার্বনের নামকরণ IUPAC বাংলা Iupac bengali rule chemistry
জৈব যৌগের নামকরণ-১ শিখনফল: IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করতে পারবে।
জৈব যৌগের নামকরণ | IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ | প্রথম অধ্যায় | দশম শ্রেণী

এই পর্বে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ শিখব।
আমরা জানি, শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত কার্বন-কার্বন একক বন্ধনযুক্ত যৌগসমূহকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এদের অ্যালকেন বলা হয়। অ্যালকেনের নামকে মূল নাম বিবেচনা করে সবরকম জৈব যৌগের নামকরণ করা যায় তাই আমরা শুরুতেই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের নাককরণ শিখব।
জৈব যৌগের নামকরণ | IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ | প্রথম অধ্যায় | দশম শ্রেণী

হাইড্রোকার্বনের মূল শিকলে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে নামের প্রথম অংশ লিখার পর শেষ অংশে অ্যালকেনের –এন ( -ane ) শব্দটি যুক্ত করে নামকরণ করতে হয়। নিচের উদাহরণ টি লক্ষ্য করি-

এই যৌগটির নাম পেন্টেন। এটি একটি সরল শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। লক্ষ্য করলে দেখবে এই যৌগের হাইড্রোকার্বন শিকলে ৫টি C পরমাণু আছে। এই ৫টি C পরমাণুর জন্য যৌগের নামের প্রথম অংশ হিসেবে পেন্ট শব্দটি বসেছে আর যেহেতু এটি অ্যালকেন তাই পেন্ট শব্দটির পর এন যোগ করে এর নামকরণ করা হয়েছে পেন্টেন।
এইবার আমরা দেখি হাইড্রোকার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে নামের প্রথম অংশ হিসেবে কি কি শব্দ বসবে।
হাইড্রোকার্বন কার্বনের সংখ্যা-Cx নামের প্রথম অংশ
 নাম
CH4 C1 (1 টি কার্বন) মিথ (-meth) মিথেন
CH3-CH3 C2 (2 টি কার্বন) ইথ (-eth)  ইথেন
CH3-CH2-CH3 C3 (3টি কার্বন) প্রোপ (-prop) প্রোপেন
CH3-(CH2)2-CH3 C4 (4 টি কার্বন) বিউট (-but) বিউটেন
CH3-(CH2)3-CH3 C5 ( 5 টি কার্বন) পেন্ট (-pent) পেন্টেন
CH3-(CH2)4-CH3 C6 (6 টি কার্বন)  হেক্স (-hex) হেক্সেন
CH3-(CH2)5-CH3 C7 (7 টি কার্বন) হেপ্ট (-hept) হেপ্টেন
CH3-(CH2)6-CH3 C8 (8 টি কার্বন) অক্ট (-oct) অক্টেন
CH3-(CH2)7-CH3 C9 (9 টি কার্বন) নন (-non) ননেন
CH3-(CH2)8-CH3 C10 (10 টি কার্বন) ডেক (-dec) দেখেন
CH3-(CH2)9-CH3 C11 (11 টি কার্বন) উনডেক (-undec) উনডেকেন
CH3-(CH2)10-CH3 C12 (12 টি কার্বন) ডোডেক (-dodec) ডোডেকেন
নামকরণের সময় কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে নামের প্রথম অংশ লেখার জন্য এই শব্দ গুলো আমরা মনে রাখব। এইবার আমরা উপরের ছকের হাইড্রোকার্বনগুলির নামকরণ করার চেষ্টা করি। যেমন:

শিকলে আটটি কার্বন তাই অক্ট শব্দের সাথে এন যুক্ত হয়ে যৌগটির নাম হয়েছে অক্টেন।