Class 8 | Physical science | অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর । অন্তর ধৃতি কী। হাইড্রোজেনের সর্ব বৃহৎ শিল্প ব্যবহার কি

অষ্টম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর

১. যদি বায়ুতে কোন বস্তুর ওজন w1 ও তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্লবতা w2 হয়, এক্ষেত্রে ভাষণের কোন শর্ত প্রযোজ্য হবে ?
উ:- W1<W2

২. দুটি আয়না কে এমন ভাবে রাখা হল যাতে তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি । আয়না দুটির মাঝখানে একটি বস্তু রাখলে মোট কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে?

উ:- (360/60)-1=5 টি

৩. ইলেকট্রন কে আবিষ্কার করেন?
উ:- জে জে থমসন

৪. ফসফিন অণুতে উপস্থিত সমযোজী বন্ধন এর সংখ্যা কটি?

উ:- 5টি

৫. একটি টেস্টটিউবে জিংক ও লঘু সালফিউরিক এসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হয় যা শব্দসহ নীল শিখায় জ্বলে ওঠে এবং নিভে যায় ।গ্যাসটির নাম কি?

উ:- হাইড্রোজেন গ্যাস।

৬. কোনটি বায়ো-ডিগ্রেডেবল পালিমার ? PVC/পলিথিন/সেলুলোজ/টেরিলিন ।

উ:- সেলুলোজ।

৭. জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন 12N ।তাহলে ঊর্ধ্বমুখী প্লবতা কত ?

উ:- 12N

৮. দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক ও সমান হলে আপাতত প্রতিসৃত রশ্মির মধ্যে কোণের মান কত?

উ:- 180 ডিগ্রি।

৯. (14N7) ও (14N 6) এরা পরস্পরের ----------- ।

উ:- আইসোবার

১০. হাইড্রোজেনের সর্ব বৃহৎ শিল্প ব্যবহার কি ?

উ:- অ্যামোনিয়া ও সার প্রস্তুতিতে।

১১. কোন পরমাণু থেকে একটি ইলেকট্রন বার করে নিলে তা -------  হয়ে পড়বে।

উ:- ক্যাটায়ন ।

১২. আলোর কোন ধর্মের জন্য সূর্য অস্ত চলে যাওয়ার পরও সূর্যকে আমরা পশ্চিম আকাশে কিছুক্ষণ দেখতে পায়?

উ:- আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য।

১৩. জলের ওপর তেল ভাসে তাহলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি?

উ:-  জলের ঘনত্ব বেশি

১৪. চারকোনের কোন ধর্মের জন্য জল,  বিভিন্ন দ্রবণ ও গ্যাস পরিশোধন করতে ব্যাপকভাবে এটি ব্যবহৃত হয়?

উ:- অধিশোষণ ধর্মের জন্য।

১৫. কার্বন ডাই অক্সাইড এর দুটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার উল্লেখ করো।

উ:- কার্বন ডাই অক্সাইড কে কাঁচামাল হিসেবে ব্যবহার করে ইউরিয়া বিভিন্ন প্রকার ওষুধ কাজ ইত্যাদি প্রস্তুত করা হয়। 

১৬. হাইড্রোজেন সালফাইড ও কার্বন টেট্রাক্লোরাইড অনুর প্রাথমিক গঠন কেমন হবে একে দেখাও।

উ:- 
ভর সংখ্যা কি?

উ:- কোন মৌলের পরমাণুর কেন্দ্রে মোট যতগুলো প্রোটন ও নিউট্রন থাকে তার সমষ্টিকে ওই পরমাণুর

১৭. ভর সংখ্যা বলে। উদাহরণ হিসেবে হিলিয়াম পরমাণুর কেন্দ্রে একটি প্রোটন ও একটি নিউট্রন আছে অর্থাৎ হিলিয়ামের ভর সংখ্যা ১+১=২।

১৮. কার্বন ডাই অক্সাইড এর জারণ ধর্মের সমীকরণ সহ উদাহরণ দাও। 
১৯. অন্তর ধৃতি কী ? 
উ:- যে বিশেষ ধর্মের জন্য প্লাটিনাম প্যালাডিয়াম প্রভৃতি ধাতু হাইড্রোজেন বা অন্য কোন গ্যাস শোষণ করতে পারে এবং উত্তপ্ত করলে আবার তা ছেড়ে দেয়, সেই ধর্মকেই অন্তর ধৃতি বলে।
সাধারণ বাড়ির জল সরবরাহের ট্যাংক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন?
উ:- 

২০. বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখ।

উ:- 

২১. জলের ভিতর বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন?

২১. (ii) দুই বর্গমিটার অঞ্চলজুড়ে 14 নিউটন বল প্রয়োগ করেছে চাপের মান কত?

২২. Al2O3 কে উভধর্মী অক্সাইড বলে কেন?

২৩. টীকা লেখ গ্লোবাল ওয়ার্মিং।

২৪. সংকেত লেখ ফেরাস সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট ক্যালসিয়াম ফসফেট ।