মোলের ধারণা | mole concept | Class 9 | Physics

মোলের ধারণা | mole concept | Class 9 | Physics | মোলের ধারণা | mole concept | অ্যাভোগাড্রো সংখ্যা

মোলের ধারণা | mole concept | অ্যাভোগাড্রো সংখ্যা

একই চাপ এবং তাপমাত্রায় আয়তন সকল গ্যাসে সমানসংখ্যক অনু বর্তমান থাকে।আবার এই সূত্রের সাহায্যে প্রমাণ করা হয়েছে যে প্রমাণ চাপ এবং তাপমাত্রায় 1 গ্রাম অনু অর্থাৎ 1 মোল পরিমাণ সব গ্যাসের তার আয়তন 22.4 লিটার।

মোলের ধারণা | mole concept |


এর থেকে সিদ্ধান্ত করা যায় যে বিভিন্ন পদার্থের অণুর ভর ও আয়তন যদিও বিভিন্ন হতে পারে কিন্তু যে কোন পদার্থের 1 গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অনু 1 মোল সমান সংখ্যক অনু বর্তমান থাকে। এই অনু সংখ্যা নির্দিষ্ট এবং অপরিবর্তিত। একে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। বিজ্ঞানী মিলিকান এই সংখ্যাটির মান নির্ণয় করেন। অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022×10^23 ।
1 গ্রাম অনু বা 1 মোল পরিমাণ সকল যৌগে মৌলের যতসংখ্যক অনুপাত এক গ্রাম পরমাণুর পরিমাণ কোন মৌলের যত সংখ্যক পরমাণু বা 1 গ্রাম আয়তন যত সংখ্যক আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে।
আবার অন্যভাবে বলা যায় যেহেতু এস টি পি তে 1 গ্রাম অনু গ্যাসের আয়তন 22.4 লিটার তাই এস টি পি তে 22.4 লিটার আয়তনের গ্যাসের মধ্যে যত সংখ্যক অনু থাকে সেই সংখ্যায় অ্যাভোগাড্রো সংখ্যা।
  1. অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?
  2. অ্যাভোগেড্রো সংখ্যার মান কে নির্ণয় করেন?
  3. অ্যাভোগাড্রো প্রকল্প টি লেখ
  4. গ্যাসের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক লেখ।
  5. এক গ্রাম মোল ইথিন এর ভর কত?
  6. মোল শব্দটির অর্থ কি ?
  7. মোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন ?
  8. মৌলের পারমাণবিক ভর ও প্রকৃত ভর এর মধ্যে সম্পর্ক কি?
  9. সোডিয়াম ক্লোরাইড এর সংকেত ভর কত ?
  10. STP তে 2.8 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত?
  11. STP তে 11.4 লিটার কার্বন ডাই অক্সাইড এর ভর কত?
  12. STP তে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত?
  13. 1 amu = কত গ্রাম ?
  14. 2 মোল কার্বন-ডাই-অক্সাইড সমান কত গ্রাম কার্বন-ডাই-অক্সাইড?
  15. 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড  এ অনুর সংখ্যা কত ?
  16. 0.6 গ্রাম ভরের এক ফোঁটা জলে উপস্থিত জলের অনুর সংখ্যা নির্ণয় করো।
  17. 68 গ্রাম এমোনিয়া কত গ্রাম অনু অ্যামোনিয়ার সমান?
  18. পারমাণবিক ভরের একক কাকে বলে? এর মান কত?

মোলের ধারণা | mole concept | অ্যাভোগাড্রো সংখ্যা

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.