Class 8 Science | রাসায়নিক বিক্রিয়া | জারন-বিজারন এর ধারণা|
- জারণ কাকে বলে ? উদাহরণ দাও
- বিজারণ কাকে বলে ? উদাহরণ দাও।
- কোন যৌগ থেকে অক্সিজেন এর অপসারণ জারণ না বিজারণ বিক্রিয়া?
- কোন যৌগ থেকে হাইড্রোজেন এর অপসারণ জারণ না বিজারণ বিক্রিয়া?
- জারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও ।
- বিজারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও ।
- জারণ বিজারণ একই সাথে ঘটে ব্যাখ্যা করো
- জারণ এর ইলেকট্রনীয় মতবাদ লেখ ।
- বিজারন এর ইলেকট্রনীয় মতবাদ লেখ ।
- জারক পদার্থ ইলেকট্রন ______ করে ।
- বিজারক পদার্থ ইলেকট্রন ____ করে ।
- জারণ বিজারণ একই সাথে ঘটে কেন ?
- পরমাণুর জারণ এ কোন আয়ন উৎপন্ন হয় ?
- পরমাণুর বিজারণ এ কোন আয়ন উৎপন্ন হয় ?
- 2Fe3+ + 2e - → 2Fe 2+ বিক্রিয়াটিতে জারণ বিজারণ এর মধ্যে কোনটি ঘটেছে দেখাও।
- Sn2+→ Sn4+ + 2e- বিক্রিয়াটিতে জারন-বিজারন এর মধ্যে কোনটি ঘটেছে দেখাও।
- কিউপ্রিক অক্সাইড এর সাথে হাইড্রোজেন এর বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে দেখাও।
- মরিচার সংকেত লেখ।
- গ্যালভানাইজেশন কাকে বলে?
- লোহায় মরচে ধরা আটকাতে কি করা হয়?
- ফেরাস আয়ন থেকে ফেরিক আয়ন রূপান্তর জারণ না বিজারণ বিক্রিয়া ?
- ক্লোরিন গ্যাসের সংযোজন জারণ না বিজারণ বিক্রিয়া?