Class 8 Science | রাসায়নিক বিক্রিয়া | জারন-বিজারন এর ধারণা

জারণ বিজরণ ক্লাস এইট অষ্টম শ্রেণী জারণ কাকে বলে জারণ বিজারও zero to infinity class 8 science Aslam mondal জারণ কাকে বলে ? উদাহরণ দাও বিজারণ কাকে বলে ? উদাহরণ দাও। কোন যৌগ থেকে অক্সিজেন এর অপসারণ জারণ না বিজারণ বিক্রিয়া? কোন যৌগ থেকে হাইড্রোজেন এর অপসারণ জারণ না বিজারণ বিক্রিয়া? জারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও । বিজারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও । জারণ বিজারণ একই সাথে ঘটে ব্যাখ্যা করো জারণ এর ইলেকট্রনীয় মতবাদ লেখ । বিজারন এর ইলেকট্রনীয় মতবাদ লেখ । জারক পদার্থ ইলেকট্রন ______ করে । বিজারক পদার্থ ইলেকট্রন ____ করে । জারণ বিজারণ একই সাথে ঘটে কেন ? পরমাণুর জারণ এ কোন আয়ন উৎপন্ন হয় ? পরমাণুর বিজারণ এ কোন আয়ন উৎপন্ন হয় ? 2Fe3+ + 2e - → 2Fe 2+ বিক্রিয়াটিতে জারণ বিজারণ এর মধ্যে কোনটি ঘটেছে দেখাও। Sn2+→ Sn4+ + 2e- বিক্রিয়াটিতে জারন-বিজারন এর মধ্যে কোনটি ঘটেছে দেখাও। কিউপ্রিক অক্সাইড এর সাথে হাইড্রোজেন এর বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে দেখাও। মরিচার সংকেত লেখ। গ্যালভানাইজেশন কাকে বলে? লোহায় মরচে ধরা আটকাতে কি করা হয়? ফেরাস আয়ন থেকে ফেরিক আয়ন রূপান্তর জারণ না বিজারণ বিক্রিয়া ? ক্লোরিন গ্যাসের সংযোজন জারণ না বিজারণ বিক্রিয়া?

Class 8 Science | রাসায়নিক বিক্রিয়া | জারন-বিজারন এর ধারণা| 

রাসায়নিক বিক্রিয়া | জারন-বিজারন এর ধারণা|

  1. জারণ কাকে বলে ? উদাহরণ দাও
  2. বিজারণ কাকে বলে ? উদাহরণ দাও।
  3. কোন যৌগ থেকে অক্সিজেন এর অপসারণ জারণ না বিজারণ বিক্রিয়া?
  4. কোন যৌগ থেকে হাইড্রোজেন এর অপসারণ জারণ না বিজারণ বিক্রিয়া?
  5. জারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও ।
  6. বিজারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও ।
  7. জারণ বিজারণ একই সাথে ঘটে ব্যাখ্যা করো
  8. জারণ এর ইলেকট্রনীয় মতবাদ লেখ ।
  9. বিজারন এর ইলেকট্রনীয় মতবাদ লেখ ।
  10. জারক পদার্থ ইলেকট্রন ______ করে ।
  11. বিজারক পদার্থ ইলেকট্রন ____ করে ।
  12. জারণ বিজারণ একই সাথে ঘটে কেন ?
  13. পরমাণুর জারণ এ কোন আয়ন উৎপন্ন হয় ?
  14. পরমাণুর বিজারণ এ কোন আয়ন উৎপন্ন হয় ?
  15. 2Fe3+ + 2e - → 2Fe 2+ বিক্রিয়াটিতে জারণ বিজারণ এর মধ্যে কোনটি ঘটেছে দেখাও।
  16. Sn2+→ Sn4+ + 2e- বিক্রিয়াটিতে জারন-বিজারন এর মধ্যে কোনটি ঘটেছে দেখাও।
  17. কিউপ্রিক অক্সাইড এর সাথে হাইড্রোজেন এর বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে দেখাও।
  18. মরিচার সংকেত লেখ।
  19. গ্যালভানাইজেশন কাকে বলে?
  20. লোহায় মরচে ধরা আটকাতে কি করা হয়?
  21. ফেরাস আয়ন থেকে ফেরিক আয়ন রূপান্তর জারণ না বিজারণ বিক্রিয়া ?
  22. ক্লোরিন গ্যাসের সংযোজন জারণ না বিজারণ বিক্রিয়া?

1 comment

  1. very nice for Bangali
Please Comment , Your Comment is Very Important to Us.