1 লিটার আয়তনের একটি বোতল নাউ ।বোতলের গায়ে বিভিন্ন উচ্চতায় তিনটি ফুটো করো। ফুটো তিনটি যেন একই সরলরেখায় না থাকে। এবার তাতে জল ভর্তি করো। এবার ছবির মত করে বোতলটি ধরে রাখ।দেখো তো কোন ফুটো দিয়ে জল বেশি জোরে বেরিয়ে আসছে খুব বেশি দূরে যাচ্ছে।
যেখানে জলের চাপ বেশি সেখানে নিশ্চয়ই জলের চাপ বেশি।এবার বলো তো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে? এই কারণেই জলের চাপ কাটিয়ে সহজে চলার জন্য কোন কোন মাছ চ্যাপ্টা হয়। এবার বন্ধুদের সঙ্গে আলোচনা করো নদী বাঁধের তলদেশ চওড়া হয় কেন ?
![]() |
তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি |
1. এস আই পদ্ধতিতে চাপের একক কি ?
উত্তর: এস আই পদ্ধতিতে চাপের একক হল পাস্কাল বা নিউটন প্রতি বর্গমিটার।
2. বল÷ক্ষেত্রফল = ?
উত্তর: বল ÷ ক্ষেত্রফল = চাপ
3. চাপ ×ক্ষেত্রফল =?
উত্তর: চাপ × ক্ষেত্রফল = বল
4. বার্নোলির নীতি টি লেখ।
উত্তর: কোন তরল বা গ্যাসীয় পদার্থের যে অংশে বেগ বেশি থাকে সেই অংশে ওই তরল বা গ্যাসের চাপ কম হয় এবং যে অংশে বেগ কম হয় সেই অংশে চাপ বেশি হয়।
5.চাপ কাকে বলে?উত্তর: একক ক্ষেত্রফলের উপর কোন বস্তু যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে চাপ বলে। চাপ একটি ভেক্টর রাশি।
উত্তর: মাছেরদেহ চাপটা হওয়ার জন্য মাছ খুব সহজে জলের মধ্যে যাতায়াত করতে পারে এবং বাধার সম্মুখীন হতে হয়।
7. নদী বাঁধের তলদেশ চওড়া হয় কেন ?উত্তর: নদীরবাঁধের তলদেশ চওড়া করা হয় কারণ নদীতে নিচের দিকে গভীরতা জলের চাপ অনেক বেশি ।কারণ জলের চাপ গভীরতার উপর নির্ভরশীল। তাই নিচের দিকে বাঁধ চওড়া করা হয় যাতে বাদ সহজে না ভেঙে যায়।