Class 10 Physics | পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ | হাইড্রোজেন সালফাইড না , নাইট্রোজেন , হাইড্রোক্লোরিক অ্যাসিড , সালফিউরিক অ্যাসিড এর শিল্প উৎপাদন
 • Class 10 Physics | পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ | হাইড্রোজেন সালফাইড না , নাইট্রোজেন , হাইড্রোক্লোরিক অ্যাসিড , সালফিউরিক অ্যাসিড এর শিল্প উৎপাদন


 1. হাইড্রোজেন সালফাইড এর গন্ধ কেমন ?
 2. পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির শর্ত লেখ ।
 3. হাইড্রোজেন সালফেট বিশুদ্ধিকরন এ কি ব্যবহার করা হয়?
 4. হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি সময় কি সাবধানতা অবলম্বন করা উচিত? 
 5. হাইড্রোজেন সালফাইড বায়ুর চেয়ে কতগুণ ভারী?
 6. হাইড্রোজেন সালফেট এর বিজারণ ধর্মের কারণ কি?
 7. আম্লীক পটাশিয়াম ডাইক্রোমেট এর সঙ্গে হাইড্রোজেন সালফেট এর বিক্রিয়া সমীকরণসহ লেখ।
 8. লেড নাইট্রেট এর জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে কি ঘটবে সমীকরণসহ লেখ।
 9. পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতি শর্ত লেখ।
 10. নাইট্রোলিম কি ? Ans ক্যালসিয়াম সায়ানামাইড এক ধরনের অজৈব যৌগ যার সংকেত হল CaCN₂ । এটি সায়ানামাইড অ্যানিয়নের ক্যালসিয়াম লবণ।  এই রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত হয় এবং বাণিজ্যিকভাবে এটি নাইট্রোলাইম হিসাবে পরিচিত।  এটি প্রথম সংশ্লেষিত হয়েছিল 1898 সালে অ্যাডলফ ফ্র্যাঙ্ক এবং নিকডেম ক্যারো দ্বারা।
 11. নাইট্রোজেনে সমযোজী ______ বন্ধন দেখা যায় ।
 12. হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া সমীকরণ সহ দেখাও।
 13. কোন পদ্ধতিতে হাইড্রোক্লোরিক এসিডের শিল্পোৎপাদন করা হয়?
 14. কোন পদ্ধতিতে নাইট্রিক এসিডের শিল্প উৎপাদন করা হয়
 15. পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়?
 16. হেবার পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতি লেখ
 17. পরীক্ষাগারে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত লেখ।
 18. সর্বোত্তম উষ্ণতা কাকে বলে?
 19. ওলিয়ামের সংকেত লেখ।
 20. ওলিয়ামের ব্যবহার লেখ।
 21. শিল্প উৎপাদনের ক্ষেত্রে কোন পদ্ধতিতে  সালফেট উৎপন্ন করা হয়?