দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পর্যায় সারণী অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলার কারণ। আজকে আমরা সেই প্রশ্নের সাথে সাথে বেশকিছু এই পর্যায় সারণী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।
Class 10 Physics | হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূ তড়িৎ তড়িৎ বিশ্লেষণের সর্বদাম ক্লোরাইড এর পর্যায় সারণি ও আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন
![]() |
আধুনিক পর্যায় সারণি |
- ত্রই সূত্রের প্রবক্তা কে ?
- ত্রয়ী সূত্রটি লেখ ?
- অষ্টক সূত্রের প্রবক্তা কে ?
- মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ ।
- মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি গুলি লেখ।
- আধুনিক পর্যায় সূত্রটি লেখ ।
- হ্যালোজেন মৌল গুলি কে পর্যায় সারণির কোথায় স্থান দেওয়া হয়
Q: হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন?
Ans. হাইড্রোজেনের 1s কক্ষপথে একটি ইলেকট্রন থাকায় হাইড্রোজেন পর্যায় সারণিতে একটি অবস্থান পায় । তবে হাইড্রোজেনের দ্বৈত আচরণ এর জন্যে ই এরূপ নামকরণ ।হাইড্রোজেন যখন একটি ইলেক্ট্রন হারান তখন H+ ক্যাটায়ন দেয় এবং ক্ষারধাতুর মতো আচরণ করে। এবং যখন এটি একটি ইলেক্ট্রন অর্জন করে এটি H- আয়ন দেয় অর্থাৎ হ্যালোজেনের মতো আচরণ করে।সুতরাং, এটি ক্ষারীয় ধাতু এবং হ্যালোজেন উভয়ের বৈশিষ্ট্যযুক্ত। তাই উপরের যে কোনও একটি গ্রুপে স্থান দিয়ে অসুবিধে হয়। এই কারণেই মেন্ডেলিফ হাইড্রোজেনকে "দুষ্ট মৌল" আখ্যা দিয়েছিলেন।
- ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের কি কি মিল রয়েছে ?
- আয়োনাইজেশন শক্তি কাকে বলে ?
- শ্রেণি ও পর্যায় বরাবর ব্যাসার্ধ বিজারণ ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা ,আয়োনাইজেশন শক্তি, জারন ধর্ম ইত্যাদি ধর্মের কি কি পরিবর্তন হয় ?
- ব্যাসার্ধ অনুযায়ী সাজাও : অক্সিজেন ,ক্লোরিন, নাইট্রোজেন ,নিয়ন ,কার্বন, বোরন, লিথিয়াম ,বেরিলিয়াম।
- পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাও : K,Na,Li,Rb,,Fr
- পার্থক্য লেখ সমযোজী যৌগ ও সমযোজী যৌগ ।
- কোন ধরনের মৌলের অনুর অস্তিত্ব নেই ?
- অষ্টক সূত্র মেনে চলে না এমন একটি যৌগের নাম লেখ।
- জলকে সার্বজনীন দ্রাবক বলে কেন ?
- পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি স্থায়ী ও কেন ?
- নিষ্ক্রিয় গ্যাস রাজনীতিতে অংশগ্রহণ করে না কেন ?
হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন ? কোন মৌলকে দুষ্ট মৌল আখ্যা দেওয়া হয় ? হাইড্রোজেন কেন দুষ্ট মৌল