সপ্তম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান সাজেশন | 2025 class vii science 3rd unit

সপ্তম শ্রেণির 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন (3rd Summative Evaluation) - 2025 এর সপ্তম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশ প্রশ্নপত্রের সমাধান নিচে দেওয়া হলো।
Vii science 3rd unit test


Group-A (ভৌতবিজ্ঞান)
1. সঠিক উত্তর নির্বাচন কর:
  1(a). বৈদ্যুতিক পাখার গতি:
    উত্তর: ii) ঘূর্ণন গতি।
    ব্যাখ্যা: পাখা একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘোরে।
  1(b). কোনো বস্তুর মন্দন হল সময়ের সাপেক্ষে বস্তুটির:
    উত্তর: ii) বেগ হ্রাসের হার।
  1(c) কার্যের S.I. একক হল:
    উত্তর: iii) জুল।
  1(d).  নিউটন হল:
    উত্তর: ii) বলের SI একক।
  1(e). মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা:
    উত্তর: ii) $98.4^{0}$F।
  1(f). সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব:
    উত্তর: ii) অসদ ও সমশীর্ষ। (সমতল দর্পণে প্রতিবিম্ব সবসময় সোজা এবং পর্দায় ফেলা যায় না)।
  1(g). নিউট্রনবিহীন পরমাণু হল:
    উত্তর: i) হাইড্রোজেন। (সাধারণ হাইড্রোজেনে বা প্রোটিয়ামে কোনো নিউট্রন থাকে না)।
  1(h). হিমোগ্লোবিন তৈরিতে যে ধাতুর প্রয়োজন তা হলো:
    উত্তর: iii) আয়রণ (লোহা)।
  1(i). কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা 6 হলে তাতে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হবে:
    উত্তর: ii) 6। (কারণ স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়)।
  1(j) মানুষের দেহে ওজনানুপাতিক শতাংশ অনুসারে সর্বাধিক যে মৌল পাওয়া যায়:
    উত্তর: iii) অক্সিজেন।
2. শূন্যস্থান পূরণ কর:
  2(a) কাজ করার সামর্থই হলো _______:
    উত্তর: শক্তি।
  2(b) প্রত্যেক ক্রিয়ারই সমান ও _______ প্রতিক্রিয়া আছে:
    উত্তর: বিপরীত। (নিউটনের তৃতীয় গতিসূত্র)।
  2(c) প্রযুক্ত বল = _______ × এক সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন:
    উত্তর: ভর। (এক সেকেন্ডে বেগের পরিবর্তন হলো ত্বরণ, আর বল = ভর \times ত্বরণ)।
  2(d) সোডাওয়াটারে _______ অ্যাসিড আছে:
    উত্তর: কার্বনিক (H_2CO3)।
  2(e) দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার প্রবণতাকে _______ বলে:
    উত্তর: যোজ্যতা বা রাসায়নিক আসক্তি।
3. যে কোন দশটি প্রশ্নের উত্তর লেখ (সংক্ষিপ্ত উত্তর):
3(a) একটি খালি বালতির ভিতরের তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর ওপর থেকে দেখলে কয়েনটি কিছুটা ওপরে উঠে এসেছে বলে মনে হয় কেন?
  উত্তর: এটি আলোর প্রতিসরণের (Refraction) জন্য হয়। আলোকরশ্মি ঘন মাধ্যম (জল) থেকে লঘু মাধ্যমে (বায়ু) যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়, ফলে কয়েনটির একটি অসদ বা কাল্পনিক প্রতিবিম্ব আসল অবস্থানের কিছুটা উপরে সৃষ্টি হয়।
3(b) থার্মোসেটিং প্লাস্টিক বলতে কী বোঝ? একটি উদাহরণ দাও।
  উত্তর: যে সব প্লাস্টিককে একবার মাত্র তাপ প্রয়োগ করে নির্দিষ্ট আকৃতি দেওয়া যায় এবং পরে তাপ প্রয়োগ করলে আর নরম হয় না বা আকৃতি পরিবর্তন করা যায় না, তাদের থার্মোসেটিং প্লাস্টিক বলে।
  উদাহরণ: বেকেলাইট (Bakelite) বা মেলামাইন।
3(c) সমীকরণ দুটোর সমতা বিধান করো:
  i) 2C + O22CO (প্রশ্নেই এটি সমতা বিধান বা Balanced অবস্থায় আছে)।
  ii) Na2CO3 + 2HCl → 2NaCl + CO2 + H2O(প্রশ্নে এটিও সমতা বিধান করা আছে, শুধু তির চিহ্ন বা সমান চিহ্ন বসবে)।
3(d) দুটি কৃত্রিম পলিমারের নাম লেখো।
  উত্তর: পলিথিন (Polythene) ও পিভিসি (PVC) বা নাইলন।
3(e) নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখ।
  উত্তর: কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয়, ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
3(f) কোন পাখি উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে ভাসতে ভাসতে কী করে এগিয়ে যায়?
  উত্তর: এটি 'গতিজাড্য' (Inertia of motion) এর কারণে হয়। ওড়ার সময় পাখির শরীরে যে গতির সৃষ্টি হয়, ডানা ঝাপটানো বন্ধ করলেও সেই গতিজাড্যের প্রভাবেই পাখিটি বাতাসের বাধাকে কাটিয়ে কিছুদূর এগিয়ে যেতে পারে।
3(g) প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
  উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অণু মধ্যস্থ কোনো মৌল বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
  উদাহরণ: Fe + CuSO_4 → FeSO_4 + Cu (লোহা কপার সালফেটের দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করে)।
3(h) অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্মের তুলনা লেখ।
  অ্যাসিড: স্বাদে টক হয় এবং নীল লিটমাসকে লাল করে।
  ক্ষার: স্বাদে কষা বা তেতো হয় এবং লাল লিটমাসকে নীল করে।
3(i) সিমেন্ট-বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন?
  উত্তর: সিমেন্ট জমাট বাঁধার সময় জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে (যাকে হাইড্রেশন বলে) এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। জল দিলে সিমেন্টের 'কিউরিং' (Curing) ভালো হয়, ফাটল ধরে না এবং ঢালাই শক্ত হয়।
3(j) আমরা খাবার জন্য কতরকম লবন ব্যবহার করি ও কী কী?
  উত্তর: প্রধানত আমরা সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাদ্যলবণ ব্যবহার করি। এছাড়াও বিট লবণ (Black Salt) এবং সৈন্ধব লবণ (Rock Salt) ব্যবহার করা হয় যাতে সামান্য পরিমাণে পটাশিয়াম ক্লোরাইড ও অন্যান্য খনিজ থাকে।
3(k) সাবান ও ডিটারজেন্ট এর পার্থক্য লেখ।
  উত্তর: সাবান খর জলে (Hard water) ফেনা তৈরি করতে পারে না এবং কাপড় ভালো পরিষ্কার করে না। কিন্তু ডিটারজেন্ট খর জলেও সমানভাবে ফেনা তৈরি করতে পারে এবং ময়লা পরিষ্কার করতে পারে।
Group-B (জীবনবিজ্ঞান)
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:
  1(a) লোহিত রক্তকণিকায় যে প্রোটিন থাকে সেটি হলো:
    উত্তর: b) হিমোগ্লোবিন।
  1(b) গলগন্ড এই রোগের সঙ্গে যে খনিজ মৌল সম্পর্কিত সেটি হলো:
    উত্তর: c) আয়োডিন।
  1(c) ম্যালেরিয়া রোগের বাহক হলো:
    উত্তর: (প্রশ্নে সঠিক অপশনটি অস্পষ্ট, তবে সঠিক উত্তর হবে 'মশা' বা স্ত্রী অ্যানোফিলিস মশা)। প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'মাছি' বা 'ইঁদুর' ম্যালেরিয়া ছড়ায় না।
  1(iv) WHO-শব্দটির পূর্ণরূপ হলো:
    উত্তর: b) World Health Organization.
  1(v) সাধারণ সর্দিকাশি ছড়ায়:
    উত্তর: c) বায়ুর মাধ্যমে (হাঁচি-কাশির ড্রপলেট থেকে)।
2. নির্দেশ অনুসারে উত্তর দাও:
2.1 সঠিক উত্তর মেলাও (বাম স্তম্ভ ও ডান স্তম্ভ):
  (a) মোটর গাড়ী চালানো \rightarrow (iii) পিঠে ও ঘাড়ে ব্যথা (দীর্ঘক্ষণ বসে চালানোর ফলে)।
  (b) ফুসফুসে কয়লার গুঁড়ো জমে যাওয়া \rightarrow (ii) খনিতে কাজ করা (এর ফলে 'ব্ল্যাক লাং' রোগ হয়)।
  (c) ল্যাবরেটরিতে কাজ করা \rightarrow (i) ক্যানসার (বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে)।
2.2 সত্য অথবা মিথ্যা নির্ণয় কর:
  d) গঙ্গার শুশুক এই প্রাণীর থেকে পাওয়া যায় মৃগনাভি:
    উত্তর: মিথ্যা। (মৃগনাভি কস্তুরী মৃগ বা হরিণ থেকে পাওয়া যায়)।
  e) ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলি হলো A, D, E, K:
    উত্তর: সত্য।
  অথবা: ভিটামিন A-এর অভাবে হাড়গুলো বেঁকে যায়:
    উত্তর: মিথ্যা। (ভিটামিন D-এর অভাবে রিকেট বা হাড় বেঁকে যাওয়া রোগ হয়। ভিটামিন A-এর অভাবে রাতকানা হয়)।
3. সংক্ষিপ্ত উত্তর দাও (বাছাই করা প্রশ্নের উত্তর):
3.1) ক্যারাটিনয়েডসের মানবদেহে কি ভূমিকা?
  উত্তর: ক্যারাটিনয়েডস এক ধরণের রঞ্জক যা আমাদের দেহে ভিটামিন-এ তৈরিতে সাহায্য করে। এটি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের জ্যোতি ভালো রাখতে সাহায্য করে।
3.2) বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝ?
  উত্তর: গ্রিনহাউস গ্যাস (যেমন কার্বন ডাই-অক্সাইড, মিথেন) বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা Global Warming বলে।
3.৫) মাছি কিভাবে রোগ ছড়ায়?
  উত্তর: মাছির পায়ে ও গায়ে অসংখ্য রোম থাকে। মাছি যখন নোংরা আবর্জনায় বসে, তখন সেখানে থাকা রোগজীবাণু তাদের গায়ে ও পায়ে আটকে যায়। পরে ওই মাছি যখন আমাদের খাবারে বসে, তখন জীবাণুগুলো খাবারে মিশে যায় এবং সেই খাবার খেলে রোগ ছড়ায়।
অথবা: পাস্তুরাইজেশন কি?
  উত্তর: পাস্তুরাইজেশন হলো তরল খাবারকে (যেমন দুধ) জীবাণুমুক্ত করার একটি পদ্ধতি। এই পদ্ধতিতে দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় ফুটিয়ে হঠাৎ করে ঠান্ডা করা হয়, যার ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় এবং দুধ বেশিক্ষণ ভালো থাকে।
৪. নিচের প্রশ্নের উত্তর দাও (বড় প্রশ্ন):
৪.1) মশা নিয়ন্ত্রণের তিনটি উপায় লেখ।
  বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া (কারণ জমা জলে মশা ডিম পাড়ে)।
  নর্দমা বা জমা জলে ব্লিচিং পাউডার বা মশা মারার তেল স্প্রে করা।
  শোয়ার সময় মশারি ব্যবহার করা এবং জানালায় নেট লাগানো।
অথবা: ব্যাকটিরিয়াঘটিত তিনটে রোগের নাম লেখ ও সেগুলি কীভাবে সংক্রামিত হয়?
  কলেরা: দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়ায়।
  যক্ষ্মা (TB): বায়ুর মাধ্যমে (হাঁচি-কাশির ড্রপলেট) ছড়ায়।
  টাইফয়েড: দূষিত জল বা খাবারের মাধ্যমে ছড়ায়।
৪.2) খাদ্যজাল কাকে বলে? একটি শব্দচিত্রের মাধ্যমে খাদ্যজাল দেখাও।
  খাদ্যজাল: কোনো বাস্তুতন্ত্রে একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পর ওতপ্রোতভাবে জড়িয়ে যে জালের মতো গঠন তৈরি করে, তাকে খাদ্যজাল (Food Web) বলে।
  শব্দচিত্র: ঘাস → ফড়িং \rightarrow ব্যাঙ → সাপ → বাজপাখি। আবার, ঘাস → হরিণ → বাঘ। এই দুটি শৃঙ্খল মিলে জালের সৃষ্টি করে।
৪.3) রক্তাল্পতা কি? কি কারণে রক্তাল্পতা হয়?
  রক্তাল্পতা (Anemia): রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বা লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে রক্তাল্পতা বলে।
  কারণ:
    খাবারে আয়রন বা লোহা, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি-12 এর অভাব।
    অতিরিক্ত রক্তক্ষরণ (দুর্ঘটনা বা অন্য কারণে)।
    কৃমির সংক্রমণ।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.