বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

জ্যামিতি বক্স পরিচিতি | ষষ্ঠ শ্রেণীর গণিত geometric tool class 6 mathematics

Geometry tool class 6 mathematics quiz | জ্যামিতি বক্সের অংশ চেনা ষষ্ঠ শ্রেণীর গণিত কুইজ
তুমি কি ষষ্ঠ শ্রেণীতে পড়ো? ষষ্ঠ শ্রেণীর গণিতের এই অধ্যায়ে আমরা জ্যামিতি বক্সের বিভিন্ন যন্ত্র সম্পর্কে জানব তার ব্যবহার সম্পর্কে জানব। সেগুলিকে ব্যবহার করে বিভিন্ন অঙ্কন দক্ষতা কিভাবে বাড়বে সেগুলি নিয়ে আলোচনা করব। 
জ্যামিতি বাক্সের উপকরণ - জ্যামিতিক ধারণা অধ্যায় ১৭


জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা

অধ্যায়: 17 (ষষ্ঠ শ্রেণী গণিত)


জ্যামিতি বক্সের নিচের টুল গুলি চেনো কিনা নিচের কুইজ অংশগ্রহণ করে দেখো।

ষষ্ঠ শ্রেণি – অধ্যায় 17 : জ্যামিতি বাক্সের নানান উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: জ্যামিতি বক্স কি?

উত্তর: জ্যামিতি বক্স হলো একটি বাক্স, যাতে জ্যামিতির জন্য প্রয়োজনীয় বিভিন্ন মাপযন্ত্র একসাথে রাখা হয়।

প্রশ্ন: জ্যামিতি বক্সে কি কি উপকরণ থাকে?

উত্তর: সাধারণত স্কেল, কাটা কম্পাস বা ডিভাইডার, পেন্সিল কম্পাস, চাঁদা (প্রটেক্টর), সেট স্কোয়ার ইত্যাদি থাকে।

প্রশ্ন: জ্যামিতি বক্সের ইতিহাস সংক্ষেপে লেখো।

উত্তর: জ্যামিতি বক্সের যন্ত্রগুলোর উৎপত্তি প্রাচীন সভ্যতার মাপযন্ত্র থেকে, যা ইউক্লিড, আর্কিমিডিস ও ইসলামি গণিতবিদদের মাধ্যমে বিকশিত হয়ে উনবিংশ শতকে স্কুলে একটি বাক্সে সাজানো রূপ পায়। বিংশ শতকে ধাতব ও প্লাস্টিকের বক্স বিদ্যালয়ে মানসম্মত সরঞ্জাম হিসেবে জনপ্রিয় হয়।


প্রশ্ন: স্কেলের দুটি ব্যবহার লেখো।

স্কেল


  • সরল রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়।
  • দুটি বিন্দুকে যুক্ত করে সরলরেখাংশ আঁকা যায়।
  • নির্দিষ্ট দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকা যায়।
  • সরল রেখাংশকে দুদিকে বর্ধিত করা যায়।

প্রশ্ন: স্কেল ও পেন্সিলের সাহায্যে 2.8 সেমি ও 5.3 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকো ও নাম দাও।

উত্তর: স্কেল দিয়ে নির্দিষ্ট দৈর্ঘ্য মেপে পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং নাম দিতে হবে।


প্রশ্ন: জ্যামিতি বক্সে কত রকমের কম্পাস থাকে?

উত্তর: দুটি— কাটা কম্পাস বা ডিভাইডার এবং পেন্সিল কম্পাস।

প্রশ্ন: কাটা কম্পাসের ব্যবহার লেখো।

উত্তর: কাটা কম্পাস দিয়ে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মাপা হয় এবং স্কেলের সাথে মেলিয়ে সেই দৈর্ঘ্য নির্ধারণ করা যায়।

কাটা কম্পাস বা ডিভাইডার



প্রশ্ন: স্কেলের সাহায্যে সরল রেখাংশের দৈর্ঘ্য মাপার সময় কি কি অসুবিধা দেখা দেয়?

  • স্কেল পুরু হলে সঠিকভাবে মাপা যায় না।
  • মাপার সময় চোখ স্কেলের সাথে লম্বভাবে না রাখলে ভুল হয়।

প্রশ্ন: লম্বন ভ্রম বা লম্বন ভুল কি?

উত্তর: সরল রেখাংশের মাপ নেওয়ার সময় চোখ স্কেলের উপর লম্বভাবে না রেখে কোনাকুনি রাখলে সঠিক মাপ পাওয়া যায় না, একে লম্বন ভ্রম বলে।

লম্বন ভ্রম



প্রশ্ন: স্কেল ছাড়া রেখাংশের দৈর্ঘ্য মাপার উপায় কী?

উত্তর: কাটা কম্পাস দিয়ে রেখাংশের দুই প্রান্তের সাথে মিলিয়ে স্কেলের দাগের সাথে মেলানো হয়, তাতে দৈর্ঘ্য জানা যায়।

প্রশ্ন: স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 4.5 সেমি সরলরেখাংশ আঁকার পদ্ধতি লেখো।

উত্তর: স্কেল দিয়ে 4.5 সেমি মাপ নিয়ে কাটা কম্পাস খাতায় বসিয়ে দুটি বিন্দুর দাগ দিয়ে তা সরলরেখা দিয়ে যুক্ত করতে হবে এবং নাম দিতে হবে।

প্রশ্ন: একটি সরলরেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ XY আলাদা কর।

উত্তর: প্রথমে সরলরেখা আঁকতে হবে, তারপর কাটা কম্পাস দিয়ে 6 সেমি মাপ নিয়ে রেখায় বসিয়ে X ও Y বিন্দু চিহ্নিত করতে হবে।

প্রশ্ন: কেলে ও কাটা কম্পাসের সাহায্যে 5 সেমি ও 7 সেমি দুটি সরলরেখাংশ যোগ করে আঁকো।

উত্তর: প্রথমে 5 সেমি রেখাংশ আঁকতে হবে, তারপর সেই রেখার এক প্রান্ত থেকে 7 সেমি যোগ করে সম্পূর্ণ দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে।


নিজে করি 17.4

  1. স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 6 সেমি ও 5.7 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকো ও নাম দাও।
  2. স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 3.6 সেমি ও 2.2 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ AB ও CD আঁকো।

প্রশ্ন: জ্যামিতি বক্সের যে উপকরণটির একদিকে কাটা ও অন্যদিকে পেন্সিল লাগানো যায় তাকে কি বলে?

উত্তর: পেন্সিল কম্পাস।

পেন্সিল কম্পাস


প্রশ্ন: পেন্সিল কম্পাসের ব্যবহার লেখো।

  • নির্দিষ্ট ব্যাসার্ধে বৃত্ত আঁকা যায়।
  • সরলরেখাংশকে দুই ভাগে ভাগ করা যায়।

প্রশ্ন: কোন যন্ত্রের সাহায্যে কোনের পরিমাপ মাপা হয়?

উত্তর: চাঁদা বা প্রটেক্টর।

প্রশ্ন: জ্যামিতি বক্সের অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম কি?

উত্তর: চাঁদা বা প্রটেক্টর।

চাঁদা বা প্রটেক্টর


প্রশ্ন: যে নির্দিষ্ট বিন্দুতে কোন আঁকতে হয় সেই জায়গায় চাঁদার কোন অংশ রাখতে হয়?

উত্তর: ভূমিকেন্দ্র।

প্রশ্ন: চাঁদার বাইরে ও ভিতরে কত থেকে কত পরিমাপ লেখা থাকে?

উত্তর: শূন্য ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি।

প্রশ্ন: চাঁদার বাঁদিকের ও ডানদিকের শূন্য ডিগ্রি যোগ করে কি পাওয়া যায়?

উত্তর: ভূমিরেখা।

প্রশ্ন: ভূমি রেখার মাঝের বিন্দুকে কি বলে?

উত্তর: ভূমিকেন্দ্র।

প্রশ্ন: চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোন আঁকো ও নাম লেখো।

উত্তর: ভূমিরেখায় ভূমিকেন্দ্র রেখে 60 ডিগ্রি চিহ্নে রেখা টেনে কোন আঁকতে হবে এবং নাম দিতে হবে।

প্রশ্ন: চাঁদার সাহায্যে 210 ডিগ্রি কোন আঁকো।

উত্তর: 360 ডিগ্রি থেকে 210 ডিগ্রি বিয়োগ করলে 150 ডিগ্রি হয়। প্রথমে 150 ডিগ্রি কোন আঁকতে হবে, তার বিপরীত পাশের প্রবৃদ্ধ কোন হবে 210 ডিগ্রি।


কোনের প্রকারভেদ ও উদাহরণ

কোনের নাম পরিমাপের শর্ত উদাহরণ
সূক্ষ্মকোণ শূন্য ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রি এর চেয়ে ছোট 60 ডিগ্রি
সমকোণ 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি
স্থূলকোণ 90 ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট 120 ডিগ্রি
সরলকোণ 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি
প্রবৃদ্ধকোণ 180 ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রি এর চেয়ে ছোট 210 ডিগ্রি
পূর্ণকোণ 360 ডিগ্রি সমান 360 ডিগ্রি

প্রশ্ন: চাঁদার সাহায্যে 38, 42, 60, 75, 90, 110, 145, 180, 200, 270 ডিগ্রি কোন আঁকো ও নাম লেখো।

উত্তর: প্রতিটি ক্ষেত্রে ভূমিরেখায় ভূমিকেন্দ্র রেখে নির্দিষ্ট ডিগ্রি চিহ্নে রেখা টেনে কোন আঁকতে হবে এবং নাম দিতে হবে।

প্রশ্ন:  জ্যামিতি বক্সে ত্রিভুজাকার যে যন্ত্র থাকে তাদের কি বলা হয়? 

সেটস্কয়ার বলা হয়।

প্রশ্ন: জ্যামিতি বক্সে সাধারণত কয় ধরনের সেট স্কয়ার থাকে? 

সাধারণত দুই ধরনের সেট স্কয়ার থাকে। যথা: 60-30 সেটস্কয়ার এবং 45-45 সেট স্কয়ার।

────────────────────────────  

1. প্রশ্ন: জ্যামিতিতে সেট স্কোয়ারের কত রকমের হয়?  

   উত্তর: সাধারণত দুই রকমের সেট স্কোয়ার হয়।  

2. প্রশ্ন: সেট স্কোয়ারগুলোকে কি নামে ডাকা হয়?  

   উত্তর: ৪৫° সেট স্কোয়ার এবং ৩০°-৬০° সেট স্কোয়ার নামে ডাকা হয়।  

3. 30° 60° সেট স্কোয়ার কাকে বলে? 

যে সেট স্কোয়ার এর সমকোণ ছাড়াও অপর দুটি কোণ 30° ও 60° তাকে 30° 60° সেট স্কোয়ার বলে।

30 60 সেট স্কোয়ার


4. 45° সেট স্কোয়ার কাকে বলে? 

যে সেট স্কোয়ার এর সমকোণ ছাড়াও অপর দুটি কোণ প্রত্যেকটি 45° তাকে 45° সেট স্কোয়ার বলে।

45 সেট স্কোয়ার


5. প্রশ্ন: কি কি ধরনের সেট স্কোয়ার থাকে?  

   উত্তর:  

   - ৪৫° সেট স্কোয়ার  

   - ৩০°-৬০° সেট স্কোয়ার  


4. প্রশ্ন: দুটি নির্দিষ্ট সেট স্কোয়ার যুক্ত করে কি পাওয়া যায়?  

   উত্তর:  

   - দুটি ৪৫° সেট স্কোয়ার যুক্ত করলে বর্গক্ষেত্র পাওয়া যায়।  

   - দুটি ৩০°-৬০° সেট স্কোয়ার যুক্ত করলে সমবাহু ত্রিভুজ পাওয়া যায়।  

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.