Model Activity task Geography class 5 part 5 | ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভ পার্ট 5 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী পরিবেশ ও ভূগোল 2021|

Model Activity task Geography class 5 part 5 | ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভ পার্ট 5 | পঞ্চম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল

পঞ্চম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল 2021

ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভ

Model Activity task Geography class 5 part 5

পঞ্চম শ্রেণি



Model Activity task Geography class 5 part 5


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১ সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকূলকে রক্ষাকারী ওজোন স্তর আছে –

ক) ট্রপোস্ফিয়ারে
খ) স্ট্যাটোস্ফিয়ারে
গ) আয়নোস্ফিয়ারে
ঘ) এক্সোস্ফিয়ারে
উত্তর: খ) স্ট্যাটোস্ফিয়ারে

১.২. আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো –
ক) পাইন
খ) শাল
গ) মস
ঘ) সেগুন
উত্তর: গ) মস

১.৩ ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো
ঝ) মাটির জলধারণ ক্ষমতা বেশি
খ) মাটিতে লোহার পরিমাণ বেশি
(গ) মাটির জলধারণ ক্ষমতা কম
(ঘ) মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি
উত্তর: (গ) মাটির জলধারণ ক্ষমতা কম

২. শূন্যস্থান পুরণ করো
২.১ সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ____ প্রকৃতির হয়।
উত্তর: সমভাবাপন্ন।

২.২ নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ____ উদ্ভিদ বলে।
উত্তর: পর্ণমোচী

২.৩ সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ____ নামে পরিচিত।
উত্তর: পরিযায়ী।

Model Activity task Geography class 5 part 5

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ বারিমণ্ডল কীভাবে সৃষ্টি হয়েছে?

উত্তর: সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরের দিকটা বেশ ঠাণ্ডা হয়ে যায়। তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টির আকারে পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গা গুলো ভরাট হয়ে সাগর-মহাসাগর তৈরি হয়। এই ভাবেই পৃথিবীর এই বিশাল বারিমন্ডল (hydrosphere) নামক জলভান্ডার সৃষ্টি হয়েছে।

৩.২ ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়?

উত্তর: ভারতবর্ষে শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এই উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই অল্প থাকে কারণ স্থলভাগের উপর দিয়ে বইয়ের স্যার সময় মৌসুমী বায়ুর জলীয় বাষ্প ধারণ করতে পারে না। তাই শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ুর জন্যই ভারতে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী  পরিবেশ ও ভূগোল 2021

৪. বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো।

উত্তর: বায়ুর চাপ ও বায়ু প্রবাহ কোন অঞ্চলের আবহাওয়া কে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে। বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ হলে ঝড়, বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার বায়ুর চাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে পরিষ্কার আকাশ , শান্ত আবহাওয়া দেখা যায়।
      বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। হঠাৎ কোন জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে, বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। তখন ঝড় হয়।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.