অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর মডেল প্রশ্ন উত্তর | মেসােজোম কি ও মেসােজোমের কাজ | তড়িৎ আধান পরিমাপের 'গাউস-এর উপায়

মেসােজোম কি ? মেসােজোমের কাজ লেখাে
আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর মডেল প্রশ্ন উত্তর নিয়ে । আমরা পরবর্তীতেও একাধিক মডেল প্রশ্নোত্তর নিয়ে আসব । তাহলে শুরু করা যাক । 

অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর মডেল প্রশ্ন উত্তর | মেসােজোম কি ও মেসােজোমের কাজ

অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর মডেল প্রশ্ন উত্তর | মেসােজোম | তড়িৎ আধান পরিমাপের 'গাউস-এর উপায়

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : 

(i) টেবিলের উপর একটি বই স্থির অবস্থায় রয়েছে। বইটি স্থির থাকার কারণ -
(a) বইটির ওপর কোনাে বল কাজ করছে না
(b) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী
(c) বইটির তলদেশে টেবিলের দেওয়া কোনাে ঘর্ষণ বল কাজ করছে না
(d) বইটির ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়ার চেয়ে বেশি।
উত্তর: (b) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী

(ii) প্রদত্ত কোন্ অক্সাইডটি প্রশম অক্সাইড? -
(a) ক্যালশিয়াম অক্সাইড
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) কার্বন মনােক্সাইড
(d) জিংক অক্সাইড।
উত্তর: (c) কার্বন মনােক্সাইড

(iii) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব – (a) বাড়ে, (b) কমে, (c) একই থাকে, (d) শূন্য হয়।
উত্তর: (a) বাড়ে।

(iv) ফেরাস যৌগে আয়রনের যােজ্যতা -
(a) 1 (b) 2 ( c) 3 ( d ) 4
উত্তর: (b) 2

2. নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও :

(i) দুটি ধাতুর নাম লেখাে, যারা কোনাে অবস্থাতেই জলের সঙ্গে বিব্রিয়া করে না।
উত্তর: জলের সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না এমন ধাতু হলো তামা, সোনা ইত্যাদি।

(ii) একটি জলে দ্রাব্য পদার্থের নাম ও একটি কেরােসিনে দ্রাব্য পদার্থের নাম লেখাে।
উত্তর: একটি জলে দ্রাব্য পদার্থ হল চিনি এবং একটি কেরোসিনের দ্রাব্য পদার্থ হল কর্পূর।

(iii) দাঁত ও হাড়ের বিভিন্ন অংশের গঠনে একটি ধাতু ও একটি অধাতুর নাম লেখাে।
উত্তর: দাঁত ও হাড়ের বিভিন্ন অংশের গঠনে ব্যবহৃত একটি ধাতু হলো ক্যালসিয়াম এবং অধাতু হল ফসফরাস।

2. নীচের যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও
(i) একটি 10 kg ভরের বস্তুর ওজন কত? পৃথিবী পৃষ্ঠে কোনাে বস্তুর ওজন 49 N হলে, তার ভর কত? g = 9.8 m/s2।
উত্তর: একটি 10 কেজি ভরের বস্তুর ওজন = 10×9.8 নিউটন = 98 নিউটন।
▣ পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন 49 নিউটন হলে , তার ভর = (49 ÷ 9.8) কিলোগ্রাম = 5 কিলোগ্রাম।

(ii) তড়িৎ আধান পরিমাপের 'গাউস-এর উপায়টি লেখাে।
উত্তর: যদি একই পরিমাণ আধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্যস্থানে পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখা হয় তবে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে।যদি এই বিকর্ষণ বলের মান এক ডাইন হয় তবে বলা হয় যে বস্তু দুটির প্রতিটির আধানের পরিমাণ এক esu বা এক স্ট্যাট কুলম্ব। তড়িৎ আধান পরিমাপের এই উপায়কে গাউস এর উপায় বলে।

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(i) কোন কোশীয় অঙ্গাণু কোশের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়?
উত্তর: কোষের মাইটোকনড্রিয়া শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়।

(ii) ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অবুদে বসবাসকারী মিথােজীবী ব্যাকটেরিয়া ____ নাইট্রোজেন স্থিতিকরনে এর সমর্থ।
উত্তর: রাইজোবিয়াম।

(iii) পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন্ হরমােন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে?
উত্তর: থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH)

মেসােজোম | মেসােজোমের কাজ


(iv) মেসােজোম কি ? মেসােজোমের কাজ লেখাে।
উত্তর: ব্যাকটেরিয়ার অন্তঃকোশপর্দা বর্ধিত ও কুণ্ডলীকৃত হয়ে যে অঙ্গাণুর ন্যায় গঠন তৈরি করে, তাকে মেসােজোম বলে। 

মেসােজোম এর চিত্র


মেসােজোমের কাজ:- 
(১) ব্যাকটেরিয়ার কোষ বিভাজনের সময় কোষ প্রাকার গঠন করে।
(২) ব্যাকটেরিয়ার কোষ এর শ্বসনে সাহায্য করে।

(v) বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে সমস্ত গ্রন্থির ক্ষরিত রস সরাসরি রক্তে মিশে কোন নালীর মাধ্যমে দূরে বাহিত হয় সেই সব গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি বলে। যেমন : লালাগ্রন্থি।

(vi) শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর: শৈবালের দুটি বৈশিষ্ট্য:- 
(১) শৈবাল দের দেহ এককোষী।
(২) শৈবাল দের কোষে কোষপ্রাচীর নিউক্লিয়াস ও নানান অঙ্গানু থাকে।
(৩) কোষে ক্লোরোপ্লাস্ট থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য এদের আলোর প্রয়োজন হয়।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.