অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর মডেল প্রশ্ন উত্তর | মেসােজোম | তড়িৎ আধান পরিমাপের 'গাউস-এর উপায়
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :(b) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী
(c) বইটির তলদেশে টেবিলের দেওয়া কোনাে ঘর্ষণ বল কাজ করছে না
(d) বইটির ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়ার চেয়ে বেশি।
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) কার্বন মনােক্সাইড
(d) জিংক অক্সাইড।
(a) 1 (b) 2 ( c) 3 ( d ) 4
উত্তর: (b) 2
(i) দুটি ধাতুর নাম লেখাে, যারা কোনাে অবস্থাতেই জলের সঙ্গে বিব্রিয়া করে না।
উত্তর: জলের সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না এমন ধাতু হলো তামা, সোনা ইত্যাদি।
(ii) একটি জলে দ্রাব্য পদার্থের নাম ও একটি কেরােসিনে দ্রাব্য পদার্থের নাম লেখাে।
উত্তর: একটি জলে দ্রাব্য পদার্থ হল চিনি এবং একটি কেরোসিনের দ্রাব্য পদার্থ হল কর্পূর।
(iii) দাঁত ও হাড়ের বিভিন্ন অংশের গঠনে একটি ধাতু ও একটি অধাতুর নাম লেখাে।
উত্তর: দাঁত ও হাড়ের বিভিন্ন অংশের গঠনে ব্যবহৃত একটি ধাতু হলো ক্যালসিয়াম এবং অধাতু হল ফসফরাস।
2. নীচের যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও
(i) একটি 10 kg ভরের বস্তুর ওজন কত? পৃথিবী পৃষ্ঠে কোনাে বস্তুর ওজন 49 N হলে, তার ভর কত? g = 9.8 m/s2।
উত্তর: যদি একই পরিমাণ আধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্যস্থানে পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখা হয় তবে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে।যদি এই বিকর্ষণ বলের মান এক ডাইন হয় তবে বলা হয় যে বস্তু দুটির প্রতিটির আধানের পরিমাণ এক esu বা এক স্ট্যাট কুলম্ব। তড়িৎ আধান পরিমাপের এই উপায়কে গাউস এর উপায় বলে।
(i) কোন কোশীয় অঙ্গাণু কোশের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়?
(ii) ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অবুদে বসবাসকারী মিথােজীবী ব্যাকটেরিয়া ____ নাইট্রোজেন স্থিতিকরনে এর সমর্থ।
মেসােজোম | মেসােজোমের কাজ
(২) ব্যাকটেরিয়ার কোষ এর শ্বসনে সাহায্য করে।
(v) বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
(vi) শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখাে।
(২) শৈবাল দের কোষে কোষপ্রাচীর নিউক্লিয়াস ও নানান অঙ্গানু থাকে।
(৩) কোষে ক্লোরোপ্লাস্ট থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য এদের আলোর প্রয়োজন হয়।