ঘর্ষণ | এর বৈশিষ্ট্য | সুবিধা অসুবিধা | স্থিত ঘর্ষণ ও গতীয় ঘর্ষণ এর পার্থক্য | Class 8 friction

ঘর্ষণ | এর বৈশিষ্ট্য | সুবিধা অসুবিধা | স্থিত ঘর্ষণ ও গতীয় ঘর্ষণ এর পার্থক্য | Class 8 friction

ঘর্ষণ হলো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়- "বল ও চাপ" এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা ঘর্ষণ সম্পর্কিত পাঠ্যপুস্তক এর অন্তর্গত প্রায় সবরকম প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই পাঠ থেকে প্রতিবছর কমপক্ষে দুইটি প্রশ্ন অবশ্যই পরীক্ষার্থীরা পাবে বলে আশা রাখছি। তাহলে শুরু করা যাক অষ্টম শ্রেণীর ঘর্ষণ বিষয়ে আজকের এই পাঠ।

ঘর্ষণ | এর বৈশিষ্ট্য  | সুবিধা অসুবিধা

ঘর্ষণ | এর বৈশিষ্ট্য  | সুবিধা অসুবিধা

1. ঘর্ষণ কাকে বলে?

উত্তর: সংস্পর্শে থাকা দুটি দলের মধ্যে যখন একটি অপরটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখনতো এটির গতির বিরুদ্ধে অপলজিজে বলপ্রয়োগ করে তাকে ঘর্ষণ বল বলে।

2. ঘর্ষণ বলের বৈশিষ্ট্য লেখ।

উত্তর: ঘর্ষণ বলের বৈশিষ্ট্য:

  1. ঘর্ষণ বল সবসময় গতির অভিমুখে এর বিপরীত দিকে ক্রিয়া করে।
  2. ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে।
  3. ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না।
  4. ঘর্ষণ বল স্পর্শ তলের প্রকৃতির উপর নির্ভর করে।
  5. স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান গতীয় ঘর্ষণ বলের মান এর চেয়ে কিছু বেশি।
  6. স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা গতীয় ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক।

3. স্থিত ঘর্ষণ ও গতীয় ঘর্ষণ এর পার্থক্য লেখ।

স্থিত ঘর্ষণগতীয় ঘর্ষণ
1. কোন দল সংস্পর্শে থাকা অপর তলের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে না পারলে সৃষ্টি হওয়া ঘর্ষণ হলো স্থিত ঘর্ষণ।1. কোন দল সংস্পর্শে থাকা একটি তলের সাপেক্ষে গতিশীল হলে সৃষ্টি হওয়া ঘর্ষণ বল হল গতীয় ঘর্ষণ।
2. প্রযুক্ত বাহ্যিক বলের মান সীমাস্থ ঘর্ষণের সমান না হওয়া পর্যন্ত বাহ্যিক বল বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থিত ঘর্ষণ এর মান বৃদ্ধি পায়।2. গতীয় ঘর্ষণ এর মান সচল বস্তুর ওপর প্রযুক্ত বাহ্যিক বলের মানের ওপর নির্ভরশীল নয়।
3. স্প্রিং তুলার সাহায্যে পরিমাপ করা হয়।3. স্প্রিং তুলার সাহায্যে পরিমাপ করা যায় না


4. ঘর্ষণ এর দুটি অসুবিধা লেখ।

উত্তর: ঘর্ষণের অসুবিধা হলো-
(i) ঘর্ষণ গতির বিরুদ্ধে কাজ করে বলে ঘর্ষণ কে অতিক্রম করে গতি সৃষ্টি করতে হলে কাজ করতে হয়। ফলে আমাদের কষ্ট হয়।
(ii) যন্ত্রপাতির বিভিন্ন অংশগুলির মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করে অংশগুলোকে ক্ষয় করে। ফলে যন্ত্রপাতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ।

5. ঘর্ষণের দুটি সুবিধা লেখ।

উত্তর: ঘর্ষণ এর দুটি সুবিধা:
(i) ধর্ষণের জন্য আমরা কোন বস্তুকে হাতে ধরে রাখতে পারি। ঘর্ষণ না থাকলে বস্তুটি হাত থেকে পিছলে পড়ে যেত।
(ii) ঘর্ষণ আছে বলে আমরা হাটতে পারি ,রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে।

6. টেবিলের ওপর স্থির অবস্থায় রাখা একটি বস্তুকে কোন বলপ্রয়োগ করে টানা হচ্ছে না এমন অবস্থায় ঘর্ষণ বলের মান কত?
যেহেতু বস্তুটিকে কোন বল দ্বারা টানা হচ্ছে না তাই এক্ষেত্রে ঘর্ষণ বলের মান শূন্য হবে।

7. টেবিলের ওপর স্থির অবস্থায় রাখা একটি বস্তুকে 10 নিউটন বল দ্বারা টানা হচ্ছে কিন্তু তাও বস্তুটি স্থির অবস্থায় আছে। এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত?
এক্ষেত্রে যেহেতু 10 নিউটন বল দ্বারা টানার পর বস্তুটি স্থির অবস্থায় থাকে তাই বলা যায় যে ঘর্ষণ বলের মান 10 নিউটন।

8. ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দল দুটির সঙ্গে-
(A) আনতভাবে ক্রিয়া করে
(B) সমান্তরালে ক্রিয়া করে
(C) অভিলম্ব ভাবে ক্রিয়া করে
(D) যে কোন অভিমুখে ক্রিয়া করে
উত্তর: সমান্তরালে ক্রিয়া করে।


9. স্পর্শ দল দুটির ক্ষেত্রফল বৃদ্ধি করলে ঘর্ষণ বল-
বাড়ে / কমে / একই থাকে / প্রথমে বাড়ে পরে কমে
উত্তর: বাড়ে

10. দুটি দলের মধ্যে উলম্বভাবে ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত-
(A) বেশি হবে
(B) কম হবে
(C) একই হবে
(D) প্রথমে বাড়বে পরে কমবে
উত্তর: (A) বেশি হবে।

11. স্থির অবস্থায় ঘর্ষণ এর সর্বোচ্চ মান চল ঘর্ষণ এর মান এর থেকে -
(A) বেশি
(B) কম
(C) একই
(D) কম বা একই হয়
উত্তর: (A) বেশি

12. ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শ যুক্ত দুটি দলের মধ্যে গতির ____ ক্রিয়া করে।
উত্তর : বিরুদ্ধে

13. ঘর্ষণ বল স্পর্শ তলের ____ ওপর নির্ভর করে কিন্তু স্পর্শ তলের _____ ওপর নির্ভর করে না।
উত্তর: প্রকৃতির ,ক্ষেত্রফলের।

14. অসম্পূর্ণ তলে ঘর্ষণ বল _____ হয়।
উত্তর:বেশি।

15. একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর দিয়ে গড়িয়ে চলার সময় ____ ঘর্ষণ কার্যকরী হয়।
উত্তর: আবর্ত।

16. ___ বলের জন্য আমরা হাটতে পারি।
উত্তর: ঘর্ষণ।

17. স্থিত ঘর্ষণ এর সম্ভাব্য সর্বাধিক মান কে কি বলে?
উত্তর: স্থিত ঘর্ষণ এর সম্ভাব্য সর্বাধিক মানকে সীমাস্থ ঘর্ষণ বলে।

18. স্থির অবস্থায় ঘর্ষণ কাকে বলে?
উত্তর: বল প্রয়োগ করা সত্ত্বেও একটি বস্তু যখন কোন দলের ওপর স্থির থাকে তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থির অবস্থায় ঘর্ষণ বলে।

19. গতীয় ঘর্ষণ কাকে বলে?
উত্তর: বলপ্রয়োগ করে টানার ফলে যখন কোন বস্তু গতিশীল হয় তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে, তাকে গতীয় ঘর্ষণ বলে।

20. গাড়ির চাকা খাঁজকাটা করা হয় কেন?
উত্তর: গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল বাড়ানোর জন্য গাড়ির চাকা খাঁজকাটা করা হয়।

21. একটি বলকে মাটিতে গড়িয়ে দিলে কিছুক্ষণ পর সেটি থেমে যায় কেন?
উত্তর: মাটি বোল্টের গতির বিরুদ্ধে ঘর্ষণ বল প্রয়োগ করে বলে বলটি কিছুক্ষণ পরে থেমে যায়।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.