বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

ক্লাস ফাইভ বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর | ঝোরা কাকে বলে | ইদুরকে তুমি কেন বন্যপ্রাণী বলবে । class-5 model question science

ক্লাস ফাইভ বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর| ঝোরা কাকে বলে। গায়ে রােদ লাগালে ভালাে কেন। পাহাড়ি অঞ্চলে ধস যাতে না নামে তার জন্য কী পদক্ষেপ ইদুরকে কেন বন্য..
পঞ্চম শ্রেণীর বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর নিয়ে আজকের পরবে আলোচনা করব । প্রথম অভীক্ষা মুল্যয়ন এর প্রশ্ন মডেল অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর রয়েছে এই পরবে।

ক্লাস ফাইভ বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর | ঝোরা কাকে বলে  | ইদুরকে তুমি কেন বন্যপ্রাণী বলবে

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর

MODEL QUESTION 1

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :

১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত অস্থি হল- (হিউমেরাস / ফিমার / লিগামেন্ট / কশেরুকা)।
উত্তর: হিউমেরাস।

১.২ হৃৎপিণ্ডের শব্দ বােঝা যায় যে যন্ত্রে তা হল – (থার্মোমিটার / স্টেথােস্কোপ / ব্যারােমিটার / ফটোমিটার)।
উত্তর: স্টেথােস্কোপ

১.৩ জৈব সারের নাম হল (নাইট্রোজেন / ফসফেট / কম্পােস্ট / পটাশিয়াম)।
উত্তর: কম্পােস্ট।

২। শূন্যস্থান পূরণ করাে :

২.১ গন্ডারের খঙ্গ আসলে _____ ।
উত্তর: জমাট বাঁধা চুল ।

২.২ যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটা হল ______।
উত্তর: দোআঁশ মাটি।

২.৩ জলদাপাড়ার জঙ্গলে বড়াে বড়াে কালাে গােরুর মতাে জন্তু আছে তার নাম ______ ।
উত্তর: গৌর।।

৩। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

৩.১ ঝোরা কাকে বলে?
উত্তর: পাহাড়ি অনেক ছোট ছোট ঝরনা থাকে তাদের বলা হয় ঝোরা।

৩.২. মাছের ঘা সারাতে এবং জলশােধন করতে কী ওষুধ ব্যবহার করা হয় ?
উত্তর: মাছের ঘা সারাতে এবং জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়।।

৩.৩ ইদুরকে তুমি কেন বন্যপ্রাণী বলবে?
উত্তর: ইঁদুর ছুঁচো কে পোষ মানানো যায়না। ইঁদুর বাড়িতে আসে খাবারের খোঁজে। মানুষ দেখলেই পালাই। তাই ইঁদুরকে আমি বন্যপ্রাণী বলবো না।


৪। নীচের যে-কোনাে একটি প্রশ্নের দুটি বাক্যে উত্তর দাও

৪.১ গায়ে রােদ লাগালে ভালাে কেন?
উত্তর: গায়ে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। তাছাড়া শরীরে রোদ লাগলে মেলালিন তৈরি করতে সাহায্য করে। মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে ক্যান্সার আটকায়।


৪.২ পাহাড়ি অঞ্চলে ধস যাতে না নামে তার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি লেখাে।
উত্তর: পাহাড়ি অঞ্চলে ধস যাতে না নামে তার জন্য নিচের জিনিস গুলি করা উচিত:-
  • (i) পাহাড়ে পলিথিন ,প্লাস্টিকের কাপ ,ওষুধের মোড়ক এইসব ফেলা যাবে না।
  • (ii) গাছ কাটা যাবে না।
  • (iii) মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে।

MODEL QUESTION 2

১। নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও :

১.১ জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তর: জলদাপাড়া অভয়ারণ্য জলপাইগুড়ি জেলায় অবস্থিত।

১.২ বীরভূম জেলার দুটি নদীর নাম লেখাে।
উত্তর: বীরভূম জেলার দুটি নদীর নাম ময়ূরাক্ষী ও অজয় নদ ।

১.৩ একটি জলবাহিত রােগের নাম লেখাে।
উত্তর: জল বাহিত একটি রোগ হল ডায়রিয়া।

১.৪ কোন্ জিনিসের জন্য চামড়ার রং কালাে হয়?
উত্তর: মেলানিন নামক রাসায়নিক পদার্থের জন্য চামড়ার রং কালো হয়।

১.৫ বিদ্যাসাগরের লেখা দুটি বইয়ের নাম লেখাে।
উত্তর: বিদ্যাসাগরের লেখা দুটি বই হল আদর্শ লিপি ও বর্ণ পরিচয়।

২। শূন্যস্থান পূরণ করাে :

২.১ সিঙ্গালিলা পর্বতশ্রেণি ____ অবস্থিত।
উত্তর: দার্জিলিঙে।

২.২ মানবদেহের সবচেয়ে বড়াে অস্থি হল _____ ।
উত্তর: ফিমার ।

২.৩ খুর আছে এমন প্রাণী হল ____ ।
উত্তর: গরু ।

২.৪ রাজা রামমােহন রায় জন্মগ্রহণ করেন _____ জেলায়।
উত্তর: হুগলি।

৩। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

৩.১ আমাদের শরীরে বর্ম হল - (হাড় / ত্বক / চুল)।
উত্তর: ত্বক।

৩.২ ত্বকে রােদ লাগলে তৈরি হয় ভিটামিন - ( A / D / C)।
উত্তর: ভিটামিন D

৩.৩ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হল - (বট / তাল / গরান)।
উত্তর: গরান।

৩.৪ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা – (গীতাঞ্জলি / আনন্দমঠ / কথামালা)।
উত্তর: গীতাঞ্জলি।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

1 comment

  1. very helpfull
Please Comment , Your Comment is Very Important to Us.