আমাদের চারপাশের ঘটনা সমূহ | একমুখী ও উভমুখী | অভিপ্রেত ও অনভিপ্রেত | প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট | পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা

আমাদের চারপাশের ঘটনা সমূহ | একমুখী ও উভমুখী | অভিপ্রেত ও অনভিপ্রেত | প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট | পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা

আমাদের চারিদিকে ঘটে যাওয়া ঘটনায় কোন পদার্থ বা বস্তুর পরিবর্তন কখনো স্থায়ীভাবে আবার কখনো অস্থায়ীভাবে ঘটে। আজকে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ধরন সম্পর্কে জানব। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে আমরা এগুলোই জানবো।

ষষ্ঠ শ্রেণী পরিবেশ মক টেস্ট


একমুখী ও উভমুখী ঘটনা

1. একমুখী ঘটনা কাকে বলে?

উত্তরঃ-  কোন বস্তুতে যে পরিবর্তন একবার ঘটে গেলে তাকে আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, এই ঘটনাকে একমুখী ঘটনা বলে। যেমন কয়লা পুড়ে ছাই হয়ে যাওয়া।

2. একমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য লেখ।

উত্তরঃ- 

  • একমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য হলো:
  • একমুখী ঘটনা সাধারণত দ্রুত ঘটে।
  • একমুখী ঘটনায় পদার্থের স্থায়ী পরিবর্তন ঘটে।

3. উভমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য লেখ।

উত্তরঃ-

  • উভমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য হলো
  • উভমুখী ঘটনা সাধারণত ধীরগতিতে ঘটে।
  • উভমুখী ঘটনার ক্ষেত্রে পদার্থের অস্থায়ী পরিবর্তন ঘটে অর্থাৎ পুনরায় আগের অবস্থায় ফিরে পাওয়া যায়।

4. নিচের ঘটনা গুলির মধ্যে কোনটি একমুখী ও কোনটি উভমুখী তা লেখ।

ঘটনাকি ধরনের ঘটনা
গরমকালের রোদের রাস্তার পিচ গলে গেলউভমুখী
চাল ফুঁটিয়ে ভাত রান্না করা হলোএকমুখী
খাবার খেয়ে হজম হয়ে গেলএকমুখী

5. একটি একমুখী ঘটনার নাম লেখ।

উত্তরঃ- একটি একমুখী ঘটনা হলো চাল ফুটে ভাত রান্না করা।

6. খাবার খেয়ে হজম করা একমুখী না অভিমুখী প্রক্রিয়া?

উত্তরঃ- একমুখী প্রক্রিয়া।

7. বরফ গলে জল হওয়া কি ধরনের ঘটনা?

উত্তরঃ- উভমুখী ঘটনা।

 

পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা

8. পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে?

উত্তরঃ- একটি নির্দিষ্ট সময় অন্তর যে ঘটনা পুনরায় ঘটে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন প্রতি চার বছর অন্তর লিপ ইয়ার হয়।

 

9. অপর্যায়বৃত্ত ঘটনা কাকে বলে?

উত্তরঃ- যে ঘটনাগুলি কোন নির্দিষ্ট সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাপ্ত ঘটনা বলে। যেমন বন্যা বা সুনামি ।

10. নিচের ঘটনা গুলির মধ্যে কোনটি পর্যাবৃত্ত ও কোনটি অপর্যায়বৃত্ত তা লেখ।

কি ঘটনাপর্যাবৃত্ত না অপর্যাপ্ত?
সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্লেড ঘোরাপর্যাবৃত্ত
রাস্তায় গাড়ি আসা যাওয়াঅপর্যাবৃপ্ত
গাছের পাতা ঝরে পড়াপর্যাবৃত্ত
জোয়ার ভাটাপর্যাবৃত্ত
সাপের খোলস ত্যাগপর্যাবৃত্ত
সুনামিঅপর্যাবৃপ্ত
লিপ ইয়ারপর্যাবৃত্ত
সমুদ্রের জলের ঢেউঅপর্যাবৃপ্ত
স্কুলের বিভিন্ন বিষয়ের পিরিয়ডপর্যাবৃত্ত
আকাশে ধুমকেতু দেখতে পাওয়াঅপর্যাবৃত্ত

অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা

11. অভিপ্রেত ঘটনা কাকে বলে উদাহরণ দাও।

উত্তরঃ-  যে সমস্ত ঘটনা প্রকৃতির মানুষের কোন ক্ষতি করেনা সেগুলিকে অভিপ্রেত ঘটনা বলে।যেমন বীজ অঙ্কুরিত হয়ে নতুন চারা গাছ সৃষ্টি।

12. অনভিপ্রেত ঘটনা কাকে বলে উদাহরণ দাও।

উত্তরঃ- যে সমস্ত ঘটনা প্রকৃতি বা মানুষের ক্ষতি করে সেগুলিকে অনভিপ্রেত ঘটনা বলে ।

যেমন ভূমিকম্প।

13. নিচের ঘটনা গুলির মধ্যে কোনটি পর্যাবৃত্ত ও কোনটি অপর্যায়বৃত্ত তা লেখ।

যা যা ঘটতে দেখছঅভিপ্রেত না অনভিপ্রেত
ফুল ফোটাঅভিপ্রেত
বীজ থেকে নতুন চারা গাছ বেরোনোঅভিপ্রেত
গাছ কাটাঅনভিপ্রেত
প্লাস্টিক ফেলাঅনভিপ্রেত
গাড়ির ধোঁয়া বেরোনোঅনভিপ্রেত
জোরে মাইক বাজানোঅনভিপ্রেত

প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট ঘটনা

14. প্রাকৃতিক ঘটনা কাকে বলে উদাহরণ দাও।

উত্তরঃ- যে সমস্ত ঘটনা প্রকৃতির নিয়মে ঘটছে এবং মানুষের কোনো হাত নেই সেগুলিকে প্রাকৃতিক ঘটনা বলে।
যেমন দিনরাত্রি হওয়া।

15. মনুষ্যসৃষ্ট ঘটনা কাকে বলে উদাহরণ দাও।

উত্তরঃ- যেসব ঘটনা মানুষের দ্বারা ঘটে, প্রাকৃতিক নিয়মে ঘটে না সেগুলিকে মনুষ্যসৃষ্ট ঘটনা বলে।
যেমন রান্না করা।

16. নিচের ঘটনা গুলির মধ্যে কোনটি প্রাকৃতিক ও কোনটি মনুষ্যসৃষ্ট তা লেখ।


আমরা কি ঘটতে দেখিপ্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট
মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়াপ্রাকৃতিক
উনুন জ্বালিয়ে রান্না করামনুষ্য সৃষ্ট
ভূমিকম্পপ্রাকৃতিক
বাগানে ফুল ফোটেপ্রাকৃতিক
পুকুরের জলে জামা কাপড় কাচা, বাসন মাজামনুষ্য সৃষ্ট
বনের দাবানলপ্রাকৃতিক


ষষ্ঠ শ্রেণী পরিবেশ মক টেস্ট

💠 ষষ্ঠ শ্রেণী ভৌত বিজ্ঞান মকটেস্ট💠


তাহলে চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণী ভৌত বিজ্ঞান মকটেস্ট এর আজকের

প্রতিটি প্রশ্নের জন্যে 60 সেকেন্ড করে সময় দেওয়া হল।

কিভাবে শুরু করবে অনলাইন মক টেস্ট?

1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:



কি ঘটছেএকমুখী/উভমুখীপ্রাকৃতিক / মনুষ্যসৃষ্টভৌত / রাসায়নিক
১. গাছে কাঁচা ফল পেকে গেলএকমুখী প্রাকৃতিক রাসায়নিক
২. শুয়োপোকা থেকে প্রজাপতি হলোএকমুখী প্রাকৃতিক রাসায়নিক
৩. ফুটবল পাম্প দেওয়া হলউভমুখী মনুষ্য সৃষ্ট ভৌত
৪. মোমবাতি জ্বালানো হলএকমুখী ও উভমুখী মনুষ্য সৃষ্ট ভৌত ও রাসায়নিক
৫. উদ্ভিদের থেকে কয়লা তৈরি হলোএকমুখী প্রাকৃতিক রাসায়নিক
৬. দেহের ভাঙ্গা হারের ছবি এক্সরে প্লেটে তোলা হলোএকমুখী মনুষ্যসৃষ্ট রাসায়নিক
৭. দুধ থেকে ছানা কাটানো হলএকমুখী মনুষ্যসৃষ্ট রাসায়নিক
৮. মাখন গলানো হলোউভমুখী মনুষ্যসৃষ্ট ভৌত
৯. গাছের পাতার রং পাল্টে গেলএকমুখী প্রাকৃতিক রাসায়নিক
১০. চাল ফুটে ভাত রান্না হলএকমুখী মনুষ্য সৃষ্ট রাসায়নিক

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.