ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। প্রধানত পাঠ্যবইয়ের 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত পড়ার মধ্যে থেকেই প্রশ্ন গুলি রাখা হয়েছে। এই প্রশ্নগুলি ছাত্র দের অনুশীলনের মাধ্যমে আরও বেশি ভালো নাম্বার তুলতে সাহায্য করবে।
ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর
1. ভিটামিন A কোথা থেকে পাওয়া যায় ? এর কাজ লেখ।
2. ওষুধ তৈরিতে ব্যবহৃত একটি ব্যাকটেরিয়ার নাম লেখ ।
3. বাদুড় কীভাবে ফল ও বীজের বিস্তারে সাহায্য করে ?
4. দুধ দই-এ পরিণীত হয় কীভাবে ?
5. সন্ন্যাসী কাঁকড়া ও কোন প্রাণীর মধ্যে মিথােজীবী সম্পর্ক দেখা যায় ?
6. কডলিভারঅয়েল কোথায় পাওয়া যায়? এটি কী কাজে লাগে ?
7. পেন্সিলের দাগ মােছার রবার কোন গাছ থেকে পায়?
৪. রজন কোন কাজে লাগে ?
9. অ্যাজোলা আসলে কী ?
10. পিঁপড়ের মিথােজীবী জীব হল - ক্লাউন মাছ / জাব পােকা / গরু।
11. কাপড় তৈরি হয় (সুতাে / তন্তু ) দিয়ে ।
12. স্ট্রেপটোমাইসেস হল এক ধরনের ______ ।
13. ল্যাক্টোব্যাসিলাস হল এক ধরনের _____ ।
14. যথার্থ শিক্ষা দানের মাধ্যমে মানসিক বিকাশ ঘটান - (শিক্ষক/রাজমিস্ত্রি /কামার / কৃষক)।
15. মাংসাশী প্রাণী কাকে বলে ? উদাহরণ দাও।
16. সুতাে তৈরি হয় _____ থেকে।
17. মধু পাওয়া যায় - (মৌমাছি / ফড়িং/ বােলতা) থেকে।
18. হরিণ -( মাংসাশী / তৃণভােজী / সর্বভুক) প্রাণী।
19. গণ্ডার ও শালিকের মিথােজীবী সম্পর্ক লেখ ।
20. মৌমাছি ও প্রজাপতি -এদের গায়ে পায়ে কী লেগে থাকে ?
21. উল পাওয়া যায় - গরু / ভেড়া/ ছাগল / হাতি) থেকে।
22. সাগরকুসুম ও ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক কে কী বলে ? এ সম্বন্ধে ২ টি বাক্য লেখ।
23. দুধ থেকে দই তৈরি করে কোন ব্যাকটেরিয়া?
24. মাছের যকৃতে পাওয়া যায় এমন দুটি ভিটামিনের নাম লেখ।
25. একটি উপকারি পতঙ্গের নাম লেখ ।
26. কোন গাছ থেকে ম্যালেরিয়া রােগের ঔষধ তৈরি হয়?
27. যকৃতের তেলে ____ থাকে।
28. উকুন হল আসলে মানুষের _____ দেহের প্রাণী।
29. পাউরুটি তৈরিতে নামক ছত্রাক লাগে ।
30. মিথজিবিতা কাকে বলে ?
31. দুটি ভিটামিনের নাম লেখ।
32. খাদক কাকে বলে ?
33. কুইনাইন কি? কোন গাছ থেকে পাওয়া যায় ?
34. একটি পরজীবী উদ্ভিদ হল- রবার/ পাইন / স্বর্ণলতা।
35. গাছ খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহন করে?
36. ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে ?
37. সিল্ক পাওয়া যায় - মৌমাছি/ রেশম মথ / প্রজাপতি থেকে।
38. একটি এককোষী ছত্রাক হল _____ ।
39. দই -এ _______ অ্যাসিড থাকে।
40. ভিটামিন D পাওয়া যায় থেকে ।এর কাজ লেখ।
41. বাতাসের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে এর চাষ করা হয়
42. পরাগমিলন কাকে বলে ?
43. দুটি খাদকের নাম লেখ।
44. আমরা বাড়িঘর তৈরির জন্য কীভাবে গাছেদের উপর নির্ভর করি ?
45. পরজীবিতা কাকে বলে? একটি পােড়ােজীবী প্রাণী ও একটি পরজীবী উদ্ভিদের নাম লেখ ।
46. প্রাকৃতিক তন্তু কাকে বলে ? উদাহরণ দাও।