যোগ্যতমের উদবর্তন কাকে বলে । প্রাকৃতিক নির্বাচন বাদ ও যোগ্যতমের উদবর্তন এর সম্পর্ক । যোগ্যতমের উদ্বর্তন । Survival of the fittest । দশম শ্রেণীর জীবন বিজ্ঞান

যোগ্যতমের উদবর্তন কি? প্রাকৃতিক নির্বাচন বাদ কাকে বলে? প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতার উদবর্তন এর ব্যাখ্যা ও সম্পর্ক Survival of the fittest

যোগ্যতমের উদবর্তন চার্লস ডারউইন এর প্রতিপাদ্য বিষয় গুলির মধ্যে অন্যতম । ডারউইনের 1859 খ্রিস্টাব্দে লেখা অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে তিনি জৈব অভিব্যক্তি বা বিবর্তনবাদের ব্যাখ্যা করার সময় তিনি কতগুলি প্রতিপাদ্য বিষয় এর কথা উল্লেখ করেন। তার মধ্যে প্রাকৃতিক নির্বাচন বাদ ও যোগ্যতমের উদবর্তন খুবই গুরুত্বপূর্ণ।

যোগ্যতমের উদবর্তন

যোগ্যতমের উদবর্তন কি? প্রাকৃতিক নির্বাচন বাদ কাকে বলে?

চার্লস ডারউইন এর মতে জীবন সংগ্রামের ফলে জীবদেহে যে সমস্ত ভেদ বা প্রকরণ তৈরি হয় সেগুলির মধ্যে কিছু প্রকরণ ওই জিবের জন্য অনুকূল ও কিছু প্রকরণ প্রতিকূল হয়ে দাঁড়ায়। অনুকূল প্রকরণ গুলি জীবকে অভিযোজনে সাহায্য করে কিন্তু প্রতিকূল প্রকরণ গুলি অভিযোজনে সাহায্য করতে পারে না।ফলে প্রতিকূল প্রকরণ যুক্ত জীব ধীরে ধীরে অবলুপ্ত হয় এবং অনুকূল প্রকরণ যুক্ত যে পৃথিবীতে টিকে থাকার জন্য নির্বাচিত হয়। একেই যোগ্যতমের উদবর্তন বা যােগ্যতমের বেঁচে থাকা বলে। উপযুক্ত প্রকরণ যুক্ত জীবকে প্রাকৃতি নিজেই পরিবেশে টিকে থাকার  জন্য নির্বাচিত করে। একেই প্রাকৃতিক নির্বাচন বলা হয়।

এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ্য যে বিজ্ঞানী হার্বাট স্পেন্সার সর্বপ্রথম যোগ্যতমের উদবর্তন বা Survival of the fittest কথাটি ব্যবহার করেন। পরবর্তীকালে চার্লস ডারউইন তত্ত্বের মধ্যে কথাটি ব্যবহার করেন।


প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতার উদবর্তন এর সম্পর্ক

প্রাকৃতিক নির্বাচন হল প্রকৃতির দ্বারা অনুকূল প্রকরণ যুক্ত জীবের নির্বাচন যার মাধ্যমে জীব পরিবেশে সুষ্ঠুভাবে অভিযোজিত ও বেঁচে থাকতে পারে। অন্যদিকে যোগ্যতমের উদবর্তন হলো প্রাকৃতিক নির্বাচন এর মাধ্যমে যোগ্য অনুকূল প্রকরণ যুক্ত জীবের নির্বাচন। সহজ ভাষায় বলতে গেলে প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতমের উদবর্তন একটি বিষয়ের আলাদা নাম।


ডারউইনের যোগ্যতমের উদবর্তন ও প্রাকৃতিক নির্বাচনবাদ এর ব্যাখ্যা

ডারউইনের মতে প্রত্যেকটি জীব নিজের অস্তিত্বের জন্য সংগ্রাম করে। তাদের নির্দিষ্ট ভেদ বা প্রকরণ থাকে।এই প্রকরণ গুলির মধ্যে কিছু প্রকরণ থাকে পরিবেশের সাথে মানানসই বা অনুকূল আবার কিছু প্রকরণ থাকে যা পরিবেশের সাথে মানানসই নয় বা প্রতিকূল।যেমন লম্বা গলা যুক্ত জিরাফ গুলি বেশি খাবার খেতে অতিরিক্ত সুবিধা পায় বলে তারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় অন্যদিকে প্রতিকূল প্রকরণ যুক্ত ছোট গলা বিশিষ্ট জিরাফ ও অন্যান্য প্রাণীগুলি সেই সুবিধা না পাওয়ায় তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এর ফলে প্রকৃতিতে অনুকূল প্রকরণ বিশিষ্ট জীবগুলি প্রতিষ্ঠা পায় এবং তাদের প্রাকৃতিক নির্বাচন হয়। বিজ্ঞানী হার্বাট স্পেন্সার একেই যোগ্যতমের উদবর্তন বলে ব্যাখ্যা করেছিলেন।

আরও পড় |  Class 10 life science suggestion new দশম শ্রেণীর অভিব্যাক্তি ও অভিযোজন অধ্যায়ের সাজেশন মুলক প্রশ্ন উত্তর 

যোগ্যতমের উদবর্তন থেকে কিছু ছোট প্রশ্ন- উত্তর

1. যোগ্যতমের উদবর্তন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর- বিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

2.  প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য উক্তিটি ঠিক না ভুল?

উত্তর- উক্তিটি ঠিক

3. শূন্যস্থান পূরণ করো: 

যোগ্যতমের উদবর্তন: ________ ::  অঙ্গের ব্যবহার এবং অব্যবহার : ল্যামার্ক।

উত্তর- চার্লস ডারউইন।

4. প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা কে?

উত্তর- বিজ্ঞানী চার্লস ডারউইন।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.