বস্তুর ভর ও ভারের মধ্যে পার্থক্য কি । Difference between mass and weight new | ভর ও ওজনের পার্থক্য

বস্তুর ভর ও ভারের মধ্যে কার ১০ টি পার্থক্য ছক সহ ।ভর একটি স্কেলার রাশি। ওজন একটি ভেক্টর রাশি অভিমুখ পৃথিবীর কেন্দ্রের দিকে। ভর ও ওজনের পার্থক্য

বস্তুর ভর ও ভারের পার্থক্য চিরচরিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা একাধিকবার বিভিন্ন শ্রেণীর পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের লিখতে হয়েছে।আজকের আলোচনা পর্বে আমরা বস্তুর ভর ও ওজনের মধ্যেকার দশটি পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব।

সংজ্ঞা: কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ওজন বা ভার বলে। বস্তুটির ভর m এবং কোন স্থানের অভিকর্ষজ ত্বরণ g হলে , ওই স্থানে বস্তুর ওজন W= mg ।

ভর ও ওজনের পার্থক্য

ভর ও ভারের পার্থক্য
আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে কোন বস্তুর বেগ কত আলোর বেগ এর কাছাকাছি হয় ততই তার ভর বৃদ্ধি পায়। 

কোন বস্তুর ভর যদি 5 কিলোগ্রাম হয় তাহলে ভূপৃষ্ঠে থাকাকালীন তার ওজন হবে 5 × 9.8 নিউটন = 5 কিলোগ্রাম-ভার। অনেক সময় বস্তুর ওজন 5 কিলোগ্রাম ভার না লিখে সংক্ষেপে কিলোগ্রাম বলা হয়। কোন বস্তুর ওজন ও ভর উভয়কে এই একই এককে প্রকাশ করা সম্ভব। কিন্তু প্রকৃতপক্ষে এই রাশির দুটি সম্পূর্ণ আলাদা। এইজন্যই ভর ও ওজনের পার্থক্য গুলো ভালো ভাবে আলোচনা করার দরকার আছে।


বস্তুর ভর ও ভারের পার্থক্য: ( ভর ও ওজনের পার্থক্য )


বস্তুর ভরবস্তুর ভার বা ওজন
1. কোন বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ভর বলা হয়।1. কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে তার ওজন বলা হয়।
2. ভর হলো বস্তুর পরিমাণ।2. ভার হল আসলে বলের ভিন্নরূপ।
3. ভর একটি স্কেলার রাশি।3. ওজন একটি ভেক্টর রাশি অভিমুখ পৃথিবীর কেন্দ্রের দিকে।
4. বস্তুর ভর কোন কিছুর উপর নির্ভর করে না।ওজন হলো বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণের গুনফল সুতরাং বস্তুর ভরের উপর নির্ভরশীল।
5. ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্র দিয়ে।5. বস্তুর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্র দিয়ে।
6. CGS পদ্ধতি ও SI তে ভরের একক যথাক্রমে গ্রাম ও কিলোগ্রাম।6. CGS ও SI পদ্ধতিতে ওজনের একক যথাক্রমে ডাইন ও নিউটন।
7. কোন বস্তুর অবস্থান যাই হোক না কেন তার ভর একই থাকে।7. স্থান ভেদে অভিকর্ষজ ত্বরণের ভিন্নতার জন্য বস্তুর ওজন ভিন্ন হয়।
8. ভূ কেন্দ্রের সাপেক্ষে বস্তুর ভর প্রভাবিত হয় না বলে বস্তুর ভর কে স্বকীয় ধর্ম বলে।8. বস্তুর ওজন কোন স্বকীয় ধর্ম নয়।
9. বস্তুর ভর ও ওজনের উপর নির্ভরশীল নয়।9. বস্তুর ওজন ভরের উপর নির্ভরশীল।
10. ভরের একক একটি মৌলিক একক।10. ওজনের একক একটি লব্ধ একক।

আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে কোন বস্তুর বেগ কত আলোর বেগ এর কাছাকাছি হয় ততই তার ভর বৃদ্ধি পায়। তবে সুবিধার জন্য ভরকে একটি ধ্রুবক রাশি বলে গণ্য করা হয়।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.