Class9 life scinece model activity task answer । জীবন বিজ্ঞান- নবম- অ্যাকটিভিটি টাস্ক । সবাত শ্বসন এর রাসায়নিক সমীকরণ

Class9 life scinece model activity task answer । জীবন বিজ্ঞান- নবম- অ্যাকটিভিটি টাস্ক সবাত শ্বসন ও কোহল সন্ধানের রাসায়নিক সমীকরণ
নবম শ্রেনি জীবন বিজ্ঞান  মডেল অ্যাকটিভিটি টাস্ক । জীবদেহে শ্বসন এর গুরুত্ব । Class9 life scinece model activity task answer on school basis: 


Class9 life scinece model activity task answer



Class9 life scinece model activity task answer

1. সবাত শ্বসন, অবাত শ্বসন, কোহল সন্ধানের রাসায়নিক সমীকরণ গুলি লেখো। জীবদেহে শ্বসন এর গুরুত্ব উল্লেখ করো।

উত্তর: 

সবাত শ্বসন এর  রাসায়নিক সমীকরণ হলো:

\[{{C}_{6}}{{H}_{12}}{{O}_{6}}+6{{O}_{2}}\xrightarrow{\text{engyme}}\text{ 6C}{{\text{O}}_{\text{2}}}\text{ + 6}{{\text{H}}_{\text{2}}}\text{O + 686 K cal}\]

                           

[ C6H12O6=গ্লুকোজ, 6O2=অক্সিজেন, 6CO2=কার্বন ডাই অক্সাইড, 6H2O=জল, 686Kcal=শক্তি , engyme=উৎসেচক ]


▣  অবাত  শ্বসন এর রাসায়নিক সমীকরণ হলো

\[{{C}_{6}}{{H}_{12}}{{O}_{6}}+\left[ 12N{{O}_{3}} \right]\xrightarrow[bacteria]{denitrofying}\text{ 6C}{{\text{O}}_{\text{2}}}\text{ + 6}{{\text{H}}_{\text{2}}}\text{O +}\left[ 12N{{O}_{3}} \right]+\text{ 50 K cal}\]

 

[ C6H12O6=গ্লুকোজ, 12NO3=নাইট্রেট,6CO2=কার্বন ডাই অক্সাইড,6H2O=জল,12NO2=নাইট্রাইট , 50Kcal=শক্তি, bacteria=ব্যাক্টেরিয়া , denitrofying=ডিনাইট্রিফাইং ]

 

▣  কোহল সন্ধানের রাসায়নিক সমীকরণ হলো

\[{{C}_{6}}{{H}_{12}}{{O}_{6}}\xrightarrow{engyme}\text{ 2C}{{\text{H}}_{3}}\text{COCOOH}\to 2{{C}_{2}}{{H}_{5}}OH+2C{{O}_{2}}+50Kcal\]


[ C6H12O6=গ্লুকোজ, 2CH3COCOOH=পাইরুভিক অ্যাসিড, 2C2H5OH=ইথাইল অ্যালকোহল,2CO 2 =কার্বন ডাই অক্সাইড,engyme=উৎসেচক ,50Kcal=শক্তি ]


▣ জীবদেহে শ্বসন এর গুরুত্ব:

A) শক্তির মুক্তি এবং রূপান্তর(Release of energy and its transformation):

(i). সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় , তা শ্বসন প্রক্রিয়ায় মুক্ত হয়ে জীবের পুষ্টি, রেচন, বৃদ্ধি, চলন, গমন প্রভৃতি নানান শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোষের আয়তন বৃদ্ধি এবং বিভাজন প্রক্রিয়ার জন্য ও এই শক্তি ব্যয়িত হয়।

(ii). শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তিই স্তন্যপায়ী এবং পক্ষিশ্রেনির প্রাণীদের রক্তকে গরম রাখতে সাহায্য করে।

(iii). জোনাকি এবং কোনো কোনো সামুদ্রিক প্রাণীর শরীর থেকে যে আলো বিকীর্ণ হয়, তাও শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির রূপান্তর মাত্র।

(iv). ইলেকট্রিক রে (Electric Ray) নামক মাছের দেহ থেকে যে বিদ্যুত উৎপন্ন হয়, তাও শ্বসন এর ফলে উৎপন্ন শক্তির রূপান্তর। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন প্রায় 2500- 3000 Kcal শক্তির প্রয়োজন হয় এবং এই শক্তি শ্বসন এর ফলে উৎপন্ন হয়।


B) অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের সমতা রক্ষা (Maintenance of O2 And CO2 balance):

সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমন্ডলে র CO2 গৃহীত হয় এবং O2   পরিত্যক্ত হয়, ফলে বায়ুমণ্ডলের CO2  এর পরিমাণ কমে যায় এবং O2 এর পরিমান বেড়ে যায়। কিন্তু শ্বসন প্রক্রিয়ার  সময় জীব বায়ুমণ্ডল থেকে O2 গ্রহণ করে এবং CO2 বর্জন করে বায়ুর O2 এবং CO2 এর সমতা বা ভারসাম্য রক্ষা করে।


2. ধূমপান জনিত কারণের জন্য মানুষের শ্বাসযন্ত্রে কোন কোন রোগ দেখা যায়? মানুষের শ্বাসপেশিগুলির নাম লেখো।

উত্তর: ধূমপান জনিত কারনে মানুষের এমফাইসিমা, ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ হয়।

▣ মানুষের শ্বাস পেশি গুলির নাম হলো মধ্যচ্ছদা ও ইন্টারকস্টাল ( পঞ্জর পেশি)।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.