1817 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রকাশ করেন। এই সূত্র অনুযায়ী ধর্মের সাদৃশ্য আছে এমন মৌল গুলির মধ্যে পারমাণবিক গুরুত্বের যে একটি সম্পর্ক আছে তা প্রকাশ করা হয়।

ডোবেরাইনার ত্রয়ী সূত্র:
রাসায়নিকভাবে সদৃশ এমন প্রতি তিনটি মৌলের মধ্যে দ্বিতীয়টির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে প্রথম ও তৃতীয় মৌলটির পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়।
ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের ব্যাখ্যা:
লিথিয়াম (Li), সোডিয়াম (Na) ও পটাশিয়াম (K) এর রাসায়নিক ধর্মের মিল আছে । লিথিয়াম (Li) ও পটাশিয়াম (K) এর পারমাণবিক গুরুত্ব যথাক্রমে 7, ও 39।
ডোবেরাইনার এর ত্রয়ী সূত্র অনুযায়ী সোডিয়াম (Na) এর পারমাণবিক গুরুত্ব $\left( \frac{7+39}{2} \right)=23$।
মৌল | Li | Na | K | Ca | Sr | Ba |
---|---|---|---|---|---|---|
পারমাণবিক গুরুত্ব | 7 | 23 | 39 | 40 | 88 | 137 |