বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

ডোবেরাইনার ত্রয়ী সূত্র টি লেখ ও ব্যাখ্যা দাও। Write and explain Dobereiner's trilogy in bengali । abvrp.com

ডোবেরাইনার ত্রয়ী সূত্র: রাসায়নিকভাবে সদৃশ এমন প্রতি তিনটি মৌলের মধ্যে দ্বিতীয়টির পারমাণবিক গুরুত্ব .. ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের ব্যাখ্যা:



1817 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রকাশ করেন। এই সূত্র অনুযায়ী ধর্মের সাদৃশ্য আছে এমন মৌল গুলির মধ্যে পারমাণবিক গুরুত্বের যে একটি সম্পর্ক আছে তা প্রকাশ করা হয়।


ডোবেরাইনার ত্রয়ী সূত্র টি লেখ ও ব্যাখ্যা দাও

ডোবেরাইনার ত্রয়ী সূত্র:

রাসায়নিকভাবে সদৃশ এমন প্রতি তিনটি মৌলের মধ্যে দ্বিতীয়টির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে প্রথম ও তৃতীয় মৌলটির পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়।


ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের ব্যাখ্যা:

লিথিয়াম (Li), সোডিয়াম (Na) ও পটাশিয়াম (K) এর রাসায়নিক ধর্মের মিল আছে । লিথিয়াম (Li) ও পটাশিয়াম (K) এর পারমাণবিক গুরুত্ব যথাক্রমে 7, ও 39।

ডোবেরাইনার এর ত্রয়ী সূত্র অনুযায়ী সোডিয়াম (Na) এর পারমাণবিক গুরুত্ব $\left( \frac{7+39}{2} \right)=23$

মৌলLiNaKCaSrBa
পারমাণবিক গুরুত্ব723394088137

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.