বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

রেচন কাকে বলে | রেচন এর গুরুত্ব উল্লেখ কর । রেচনকে অপচিতি বিপাক বলে কেন importance of excretion. Why excretion is called excretory metabolism

রেচন কাকে বলে | রেচন এর গুরুত্ব উল্লেখ কর । রেচনকে অপচিতি বিপাক বলে কেন দেহের জলের সাম্যতা রক্ষায় রেচনের ভুমিকা কি ? রেচন এর ফলে দেহে তৈরি হওয়া বি

 আজকের এই পর্বে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের  'রেচন' নিয়ে। রেচন এর গুরুত্ব ও রেচন কে অপচিতি বিপাক বলার কারণ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমাদের ওয়েবসাইটে আমরা নবম শ্রেণীর সঙ্গে সঙ্গে অন্যান্য ক্লাসেরও বিভিন্ন বিষয়ের সাজেশন , মডেল অ্যাক্টিভিটি টাস্কমক টেস্ট পাবলিশ করে থাকি । তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাঃ


রেচন কাকে বলে। রেচন এর গুরুত্ব


রেচন কাকে বলে । রেচন এর গুরুত্ব । রেচন অপচিতি বিপাক


রেচন কাকে বলে?

যে জৈবিক প্রক্রিয়ায় জীব দেহকোষে উৎপন্ন হওয়া বিপাকীয় দূষিত পদার্থ গুলি দেহকোষে অদ্রাব্য কেলাস রূপে সাময়িক ভাবে সঞ্চিত থাকে (উদ্ভিদের ক্ষেত্রে) কিংবা দেহ থেকে নির্গত হয়ে যায় (প্রাণীদের ক্ষেত্রে) , তাকে রেচন বলে।


দেহের জলের সাম্যতা রক্ষায় রেচনের ভুমিকা কি ?

অথবা,  জলসাম্য রক্ষায় রেচন এর ভূমিকা কি ?


জল সাম্য রক্ষায় রেচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহকোষ , রক্ত , লসিকা প্রভৃতিতে জলের পরিমাণ সুনির্দিষ্ট মাত্রায় থাকা সুস্থ দেহের সংকেত। অধিক জল পাণের পর দেহের জলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। ঘাম ও মূত্রের মাধ্যমে সেই অতিরিক্ত জল দেহ থেকে বেরিয়ে যায়, ফলে দেহে জলের সাম্যতা বজায় থাকে।


রেচন এর গুরুত্ব লেখ।

জীবদেহে রেচনের গুরুত্ব অপরিসীম। নিচে রেচন এর গুরুত্ব গুলি উল্লেখ করা হলো:

(i) দেহের সুস্থতা বজায় রাখা: জীবদেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন দূষিত পদার্থ গুলি দেহ থেকে বের না হলে বিষক্রিয়া ঘটতে পারে। রেচন এর ফলে ওইসব পদার্থ গুলি দেহ থেকে অপসারিত হয় এবং দেহ সুস্থ থাকে।

(ii) জল সাম্য বজায় রাখা: রেচন প্রক্রিয়ার অতিরিক্ত জল ঘাম ও মূত্রের মাধ্যমে বের হয়ে যায় ফলে দেহে জল সাম্য বজায় থাকে।

(iii) দেহতরল এর উপাদানের ভারসাম্য রক্ষা: রক্ত লসিকা প্রভৃতির মধ্যে উপস্থিত আয়ন লবণ ও অ্যাসিড - ক্ষারের ভারসাম্য রক্ষায় রেচন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

(iv) প্রোটোপ্লাজমিয় বস্তুর সাম্যতা রক্ষা: রেচন প্রক্রিয়া প্রোটোপ্লাজমীয় বস্তুর পরিমাণগত সমতা বজায় থাকে।

(v) প্রাকৃতিক সম্পদের সমতা রক্ষা: রেচন প্রক্রিয়ায় অপসারিত রেচন পদার্থ গুলির মাধ্যমে প্রকৃতিতে পুনরায় প্রাকৃতিক উপাদান ফিরে যায়।

(vi) আর্থিক গুরুত্ব: বিভিন্ন উদ্ভিদ রেচন পদার্থ গুলি দৈনন্দিন জীবনে মানুষের অনেক কাজে লাগে। যেমন ঔষধ হিসাবে।


রেচন কে অপচিতি বিপাক বলে কেন?

রেচন এর ফলে দেহে তৈরি হওয়া বিপাকীয় ক্ষতিকারক পদার্থ গুলি দেহ থেকে বের হয়ে যায়। রেচনের ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায় ও দেহে সঞ্চিত শক্তির ক্ষয় হয়। তাই রেচনকে অপচিতি বিপাক বলে।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.