বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

ইউট্রোফিকেশন কাকে বলে | ইউট্রোফিকেশন এর ফলে অক্সিজেনের হ্রাস | ইউট্রোফিকেশন এর ক্ষতিকর প্রভাব| আলগাল ব্লুম কাকে বলে

ইউট্রোফিকেশন কাকে বলে | ইউট্রোফিকেশন এর ফলে অক্সিজেনের হ্রাস | ইউট্রোফিকেশন এর ক্ষতিকর প্রভাব| আলগাল ব্লুম কাকে বলে ইউট্রোফিকেশন এর ক্ষতিকর প্রভাব গুলি লেখ। উত্তর: ইউট্রোফিক জলাশয় নিম্নলিখিত গুলি ইউট্রোফিকেশন এর জন্য ঘটে: (i) জলে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে আলগাল ব্লুম সৃষ্টি হয়। (ii) জলাশয় এর বর্ণ সবুজ হয়ে যায়। (iii) জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পায় বলে মাছ মারা যায়। (iv) শৈবালের পচনের ফলে জলে স্ট্রিকনিন নামক বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। ফলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। (v) আলগাল ব্লুম জলাশয়কে চাদরের মতো ঢেকে রাখার ফলে জল অস্বাস্থ্যকর হলে ওঠে। অ্যালগাল ব্লুম কাকে বলে? ইউট্রোফিকেশন এর ফলে জলের শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। এর ফলে জলের বর্ণ সবুজ হয়ে যায় ও ওই জলের বাস্তুতন্ত্র বিনষ্ট হয়। একে আলগাল ব্লুম বলে।
আজকে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল ইউট্রোফিকেশন, তার ফলাফল ও ক্ষতিকর প্রভাব নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক: 


বাংলা (Bengali) গণিত (Math) ইংরেজি (English) ইতিহাস (History)
ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান মক টেস্ট (MCQ)
ইউট্রোফিকেশন কাকে বলে algal bloom

ইউট্রোফিকেশন কাকে বলে | ইউট্রোফিকেশন এর ফলে অক্সিজেনের হ্রাস | ইউট্রোফিকেশন এর ক্ষতিকর প্রভাব| আলগাল ব্লুম কাকে বলে

ইউট্রোফিকেশন কাকে বলে ?

জলদূষণ জনিত কারণে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান সৃষ্টির মাধ্যমে প্লাংটন এর সংখ্যার অত্যধিক বৃদ্ধি ঘটে, যার ফলে জলের গুণমানের ঘাটতি দেখা যায়, একে ইউট্রোফিকেশন বলে।
পুকুর বা জলাশয় সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাপড় কাছে সাবান বা ডিটারজেন্ট এর পানা পুকুরে মিশলে ইউট্রোফিকেশন দেখা যায়।

ইউট্রোফিকেশন এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি দেখা যায় কেন?

উত্তর: জলে পুষ্টি উপাদানের বৃদ্ধি হওয়ার ফলে শৈবালের অত্যধিক বৃদ্ধি ঘটে। এর ফলে তাদের দুজনের মাত্রা বৃদ্ধি পায় বলে জলের সমস্ত অক্সিজেন ব্যবহৃত হয়ে যায়।ব্যাকটেরিয়া জলে দ্রবীভূত অক্সিজেন ব্যবহার করে মৃত শৈবালের বিয়োজন বা ডিকম্পোজিশন ঘটায়। হোলের জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পায়।


ইউট্রোফিকেশন এর ক্ষতিকর প্রভাব গুলি লেখ।

উত্তর: ইউট্রোফিক জলাশয় নিম্নলিখিত গুলি ইউট্রোফিকেশন এর জন্য ঘটে:

  • (i) জলে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে আলগাল ব্লুম সৃষ্টি হয়।
  • (ii) জলাশয় এর বর্ণ সবুজ হয়ে যায়।
  • (iii) জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পায় বলে মাছ মারা যায়।
  • (iv) শৈবালের পচনের ফলে জলে স্ট্রিকনিন নামক বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। ফলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।
  • (v) আলগাল ব্লুম জলাশয়কে  চাদরের মতো  ঢেকে রাখার ফলে জল অস্বাস্থ্যকর হলে ওঠে।


অ্যালগাল ব্লুম কাকে বলে?

ইউট্রোফিকেশন এর ফলে জলের শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। এর ফলে জলের বর্ণ সবুজ হয়ে যায় ও ওই জলের বাস্তুতন্ত্র বিনষ্ট হয়। একে আলগাল ব্লুম বলে।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.