ব্যপন ও অভিস্রবণ হলো উদ্ভিদের দুটি খুবই গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া।এই দুই পরিবহন প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের বেঁচে থাকা অসম্ভব।ব্যাপন ও অভিস্রবণ এই দুটি প্রক্রিয়ায় নিষ্ক্রিয় পরিবহন তবে এদের মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য।তাহলে চলো শুরু করা যাক ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য (difference between osmosis and diffusion class 9) নিয়ে আজকের আলোচনা:

difference between osmosis and diffusion class 9
ব্যাপন ও অভিস্রবণ এর পার্থক্য লেখ
বিষয় | ব্যাপন | অভিস্রবণ |
---|---|---|
পর্দার উপস্থিতি | ব্যাপন প্রক্রিয়ায় কোন পর্দার প্রয়োজন হয়না। এটি মুক্ত অবস্থায় ঘটে। | অভিস্রবণ প্রক্রিয়া অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন হয়। |
মাধ্যমের অবস্থা | পদার্থের সব অবস্থার মধ্যেই ব্যাপন প্রক্রিয়া ঘটে। কেবলমাত্র ' কঠিনে - কঠিনে ' সবক্ষেত্রেই ব্যাপন ঘটে। | অভিস্রবণ প্রক্রিয়া কেবলমাত্র তরলের মধ্যে সীমাবদ্ধ এবং শুধুমাত্র দ্রাবক অণুর ক্ষেত্রেই ঘটে। |
প্রক্রিয়ার অভিমুখ | এই প্রক্রিয়ায় পদার্থের গতিশীল অনুকূলে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়। | এই প্রক্রিয়ায় দ্রাবক অনু কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। |
দ্রবণের প্রকৃতি | ভিন্নপ্রকৃতির দ্রবণের মধ্যেও ব্যাপন ঘটতে পারে। | কেবলমাত্র সমপ্রকৃতির দ্রবণের মধ্যে অভিস্রবণ ঘটে। |