ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য | The difference between diffusion and osmosis in bengali

difference between osmosis and diffusion class 9 তাহলে চলো শুরু করা যাক ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য বিস্তারিত

ব্যপন ও অভিস্রবণ হলো উদ্ভিদের দুটি খুবই গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া।এই দুই পরিবহন প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের বেঁচে থাকা অসম্ভব।ব্যাপন ও অভিস্রবণ এই দুটি প্রক্রিয়ায় নিষ্ক্রিয় পরিবহন তবে এদের মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য।তাহলে চলো শুরু করা যাক ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য (difference between osmosis and diffusion class 9) নিয়ে আজকের আলোচনা:


ব্যাপন ও অভিস্রবণ এর পার্থক্য

difference between osmosis and diffusion class 9

ব্যাপন ও অভিস্রবণ এর পার্থক্য লেখ

বিষয়ব্যাপনঅভিস্রবণ
পর্দার উপস্থিতিব্যাপন প্রক্রিয়ায় কোন পর্দার প্রয়োজন হয়না। এটি মুক্ত অবস্থায় ঘটে।অভিস্রবণ প্রক্রিয়া অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন হয়।
মাধ্যমের অবস্থাপদার্থের সব অবস্থার মধ্যেই ব্যাপন প্রক্রিয়া ঘটে। কেবলমাত্র ' কঠিনে - কঠিনে ' সবক্ষেত্রেই ব্যাপন ঘটে।অভিস্রবণ প্রক্রিয়া কেবলমাত্র তরলের মধ্যে সীমাবদ্ধ এবং শুধুমাত্র দ্রাবক অণুর ক্ষেত্রেই ঘটে।
প্রক্রিয়ার অভিমুখএই প্রক্রিয়ায় পদার্থের গতিশীল অনুকূলে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়।এই প্রক্রিয়ায় দ্রাবক অনু কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে।
দ্রবণের প্রকৃতিভিন্নপ্রকৃতির দ্রবণের মধ্যেও ব্যাপন ঘটতে পারে।কেবলমাত্র সমপ্রকৃতির দ্রবণের মধ্যে অভিস্রবণ ঘটে।

1 comment

  1. খুব ভালো
Please Comment , Your Comment is Very Important to Us.