আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অংকের 3 নম্বর মডেল একটিভিটি টাস্ক এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই মডেল অ্যাক্টিভিটি টি পাঠ্য বইয়ের অধ্যায় 11: সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতির ধারণা নামক অধ্যায় থেকে গৃহীত। আমাদের ওয়েবসাইটে সমস্যা ও মতামত জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব:
ষষ্ঠ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ:
১. (a) শূন্যস্থান পূরণ করো:
(i) লুডুর ছক্কা আকারের ঘনবস্তু হলো _____।
উত্তর: ঘনক।
(ii) একটি আয়তনের তল সংখ্যা _____।
উত্তর: 6 টি।
2(i) একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তল এর আকার কিরূপ ?
উত্তর: একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার আয়তকার। অবশ্য তলটি বক্রতল।
(ii) একটি মুখবন্ধ শঙ্কুর কয়টি তল আছে ?
উত্তর: একটি মুখবন্ধ শঙ্কুর 2 টি তল আছে।
৩. পাশের চিত্রের আকারের একটি কাগজকে ফুটকি বরাবর ভাজ করলে যে ঘনবস্তুর টি পাওয়া যায় তার নাম কি?
(i) ওই ঘনবস্তুর তল সংখ্যা লেখ।
উত্তর: পাশের চিত্রের আকারের একটি কাগজকে ফুটকি বরাবর ভাঁজ করলে প্রিজম পাওয়া যায়।
◾ ওই ঘনবস্তুর তল সংখ্যা 5 টি।