class 6 science question answer । পরিমাপের প্রয়োজনীয়তা গুলি লেখো । নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন । ঘর্ষণ বলের সুবিধা গুলি লেখো । যন্ত্রের আয়ুষ্কাল কিভাবে বাড়ানো যায় www.abvrp.com

1. পরিমাপের প্রয়োজনীয়তা গুলি লেখো।
উত্তর: কোনো প্রাকৃতিক ঘটনার বর্ণনা বা রাশির সঠিক পরিচয় জানার জন্য তার পরিমাপের প্রয়োজন। যেমন:
(i). কোনো গাড়ির গতিবেগ নির্ণয়, গাড়িটি অন্য গাড়ির তুলনায় কতটা জোরে যায় বা কতটা আস্তে যায় এবং কোনো নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে গাড়িটির কত সময় লাগবে তা আমরা জানতে পারি পরিমাপের সাহায্যে।
(ii). কোনো দুটি ব্যক্তির মধ্যে কে লম্বা এবং কে বেঁটে এই ধরনের হিসাব ও আমরা করতে পারি।
(iii). কারুর বয়স জানতে পরিমাপের প্রয়োজন।
2. বল কাকে বলে? SI পদ্ধতিতে বলের একক কি?
উত্তর: বাইরে থেকে প্রযুক্ত যে কারণে র ফলে স্থির বস্তু সচল হয় এবং সমবেগে গতিশীল বস্তু সরলরেখা বরাবর চলতে থাকে বা থেমে যায়, তাকে বল বলে।
▣ SI পদ্ধতিতে বলের একক হলো নিউটন।
3. লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো।
উত্তর: বাস্তুতন্ত্রের প্রতিটি ট্রফিক স্তরের বা পুষ্টিস্তরে যে শক্তি এসে পৌঁছায় তার 10% পরবর্তী স্তরে যায়।
এইভাবে আবার পরবর্তী স্তরে পূর্ববর্তী স্তরের 10% শক্তি প্রবাহিত হয়। বিজ্ঞানী লিন্ডেম্যান এই সূত্রের প্রবক্তা বলে একে শক্তির বা লিন্ডেম্যান এর 10% সূত্র বলে।
4. নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন?
উত্তর: আমরা জানি তরলের চাপ গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ গভীরতা যত বৃদ্ধি পায়, চাপ ও তত বাড়ে।এর ফলস্বরূপ বাঁধের উপরের অংশের তুলনায় নিচের অংশে জল বেশি পার্শ্বচাপ প্রদান করে। জলের এই চাপ যাতে বাঁধ সহ্য করতে পারে তার জন্য নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয়।
5. হৃৎপিণ্ড কোথায় অবস্থিত? মানুষের প্রধান শ্বাসঅঙ্গে র নাম কি?
উত্তর:বুকের মধ্যে অবস্থিত বিশেষ পেশি দ্বারা নির্মিত স্পন্দনশীল রক্তসঞ্চালনকারী শঙ্কু আকৃতির হৃৎপিণ্ড বক্ষগহ্বরে ফুসফুস দুটির মাঝখানে সামান্য বাঁদিক ঘেঁসে অবস্থিত।
▣ মানুষের প্রধান শ্বাস অঙ্গের নাম ফুসফুস।
6. মানবদেহে সবচেয়ে বড় অস্থি কি? কয়েকটি অস্থিবিহীন প্রাণীর নাম লেখো।
উত্তর: মানবদেহে সবচেয়ে বড় অস্থি হল ফিমার।
▣ কয়েকটি অস্থিবিহীন প্রাণীর নাম হলো কেচো, কেন্নো।
7. ঘর্ষণ বলের সুবিধা গুলি লেখো ।
উত্তর: ঘর্ষণ বলের সুবিধা গুলি হলো:
1. ঘর্ষন জনিত বাধার জন্য রাস্তায় হাঁটা , কাঠে স্ক্রু পুঁতে রাখা, বেল্টের সাহায্যে যন্ত্রপাতি ঘোরানো, দেওয়ালে ঠেস দিয়ে মাটিতে মই রাখা, ম্যাচ স্টিক থেকে আগুন পাওয়া, সেতারে ঝংকার তোলা, যাঁতায় গম পেষা সম্ভব হয়।
2. কোনো কোনো ক্ষেত্রে যেমন উঁচু রাস্তায় বালি ছড়িয়ে যানবাহন উঠাতে, ব্রেক চেপে গাড়ি থামাতে ঘর্ষণ বল বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ে।
8. মানুষের অস্বাভাবিক বৃদ্ধিজনিত একটি রোগের নাম লেখো। কোন ভিটামিনের অভাবে ঠোঁটের কোণে ও জিভে ঘা হয়?
উত্তর: মানুষের অস্বাভাবিক বৃদ্ধিজনিত একটি রোগের নাম হলো ডাউন সিনড্রোম।
▣ ভিটামিন- B2 এর অভাবে ঠোঁটের কোণে ও জিভে ঘা হয়।
9. একটি ভারী ড্রামকে খাড়াভাবে চাগিয়ে লরিতে তোলা সহজ নাকি লরির সঙ্গে হেলানো কাঠের উপর ঠেলে দিয়ে গড়িয়ে তোলা বেশি সহজ যুক্তি দাও।
উত্তর: লরির সঙ্গে হেলানো কাঠের উপর ঠেলে দিয়ে গড়িয়ে তোলা বেশি সহজ। কারণ আনত তল ( লরির সঙ্গে হেলানো কাঠের পাটাতন) একটি যন্ত্র। যন্ত্রে কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। এর ফলে এইভাবে ভারী ড্রামটিকে সহজে তোলা যায়।
10. যন্ত্রের আয়ুষ্কাল কিভাবে বাড়ানো যায়?
উত্তর: যন্ত্রের আয়ুষ্কাল নিম্নলিখিত উপায়ে বাড়ানো যায়:
(i). যন্ত্রের যে অংশ চলমান বা ঘুর্নায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়। ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে। তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিস লাগানো উচিত
(ii). লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার। তা না হলে মরচে (জং) ধরে তা ক্ষতিগ্রস্ত হবে। তেল রং ( সিন্থেটিক এনামেল) করেও মরচে র হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশ কে রক্ষা করা যায়।
(iii). কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার।
[Answer written by Dipshikha , Science Dep, Bsc . ]