ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর সেট - 1 । Class 6 science Question And Answer set -1 । লোহার একটি আকরিকের নাম লেখো। Kankandighi Babujan Sepai High School । abvrp.com

ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর সেট - 1 Kankandighi Babujan Sepai High School লোহার একটি আকরিকের নাম লেখো

 আজকে আমরা kankandighi Babujan Sepai High School এর ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর এর একটি সেট নিয়ে আলোচনা করব। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে প্রশ্ন পাঠিয়ে তোমরাও উত্তর পেতে পার। তাহলে চলো শুরু করা যাকঃ


ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর সেট - 1


 ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর সেট - 1 Kankandighi Babujan Sepai High School


1.লোহার একটি আকরিকের নাম লেখো ।

উত্তর:লোহার একটি আকরিকের নাম হল রেড হেমাটাইট (Fe2O3)।

2.ম্যাগমা কী?

উত্তর: পৃথিবীর গভীরে চাপ ও তাপমাত্রা অত্যন্ত বেশি, ফলে সেখানে শিলা তরল অবস্থায় থাকে । একে ম্যাগমা বলে । ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে,  তখন তাকে লাভা বলে ।

3. ফুসফুসীয় শিরায় কি ধরনের রক্ত থাকে?

উত্তর: ফুসফুসীয় শিরায় অধিক O2 যুক্ত বিশুদ্ধ রক্ত থাকে ।

4. একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো ও তার দুটি ব্যবহার লেখো ।

উত্তর: একটি জীবাশ্ম জ্বালানির নাম হলো কয়লা।

কয়লার ব্যবহার:

  • 1. যানবাহন চলাচলে: বাষ্পচালিত রেল ইঞ্জিন, স্টীমার ও জাহাজ চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয় ।
  • 2. রান্নার কাজে: বাড়িতে ও দোকানে বিভিন্ন রান্নার কাজে জ্বালানি হিসেবে কয়লা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় ।
  • 3. বিদ্যুত উৎপাদনে: কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় । বর্তমানে ভারতে কয়লার সব থেকে বেশি ব্যবহার হয় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ।


5. প্রশ্বাসকালে বুকের খাঁচা সংকুচিত হয়- উক্তিটি সত্য না ? মিথ্যা

উত্তরঃ উক্তিটি মিথ্যা। 

6. আগ্নেয়শিলা কিভাবে তৈরি হয়?

উত্তর: ভূগর্ভে গলিত আগ্নেয় পদার্থ ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে ও জমাট বেঁধে সর্বপ্রথম আগ্নেয়শিলা র সৃষ্টি করে। এজন্য এই শিলার আর এক নাম প্রাথমিক শিলা । আগ্নেয়শিলায় কোনো স্তরভাগ বা স্তরবিন্যাস থাকে না বলে, একে অস্তরীভূত শিলা ও বলে ।

▣ এই শিলা তুলনামূলক ভাবে বেশি কঠিন ।

▣গ্রানাইট,  ব্যাসল্ট হল এইপ্রকার শিলার উদাহরণ

7. একজন প্রাপ্তবয়স্ক মানুষের অস্থির সংখ্যা কত?

উত্তর: একজন প্রাপ্তবয়স্ক মানুষের অস্থির সংখ্যা 206 টি।

8. কুমড়োর বীজে বীজপত্রের সংখ্যা কত?

উত্তর: কুমড়োর বীজে বীজপত্রের সংখ্যা দুটি ।

9. বাঘের বিজ্ঞানসম্মত নাম কি?

উত্তর: বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যানথেরা টাইগ্রিস (Panthera tigris) ।

10. হৃৎস্পন্দন কাকে বলে? মানবদেহে হৃৎস্পন্দন মিনিটে কতবার হয় ?

উত্তর: হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণজনিত ছন্দবদ্ধ স্পন্দনকে অর্থাৎ একবার সিস্টোল ও ডায়াস্টোল কে একত্রে হৃৎস্পন্দন বলে ।

মানবদেহে হৃৎস্পন্দন মিনিটে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 70-80 বার ( গড়ে 72 বার) হয়।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.