ষষ্ঠ শ্রেণির গণিত প্রশ্ন এবং উত্তর সেট - 1 । Class 6 MATHEMATICS Question And Answer set -1 । 11 কোন সংখ্যার গুণনীয়ক -। Kankandighi Babujan Sepai High School । abvrp.com

ষষ্ঠ শ্রেণির গণিত প্রশ্ন এবং উত্তর সেট - 1 । Class 6 MATHEMATICS Question And Answer set -1 । 11 কোন সংখ্যার গুণনীয়ক Kankandighi Babujan Sepai High

 আজকে আমরা kankandighi Babujan Sepai High School এর ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর এর একটি সেট নিয়ে আলোচনা করব। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে প্রশ্ন পাঠিয়ে তোমরাও উত্তর পেতে পার। তাহলে চলো শুরু করা যাকঃ


ষষ্ঠ শ্রেণির গণিত প্রশ্ন এবং উত্তর সেট - 1 Kankandighi Babujan Sepai High School


 ষষ্ঠ শ্রেণির গণিত প্রশ্ন এবং উত্তর সেট - 1 Kankandighi Babujan Sepai High School

1. নিচের প্রশ্নের উত্তর দাও ঃ

(i) 11 কোন সংখ্যার গুণনীয়ক - (a) 101 (b) 111 (c) 121 (d) 112

উত্তর: 121

(ii) কোনটি একটি সূক্ষ্মকোণ (i) 90° (ii) 120° (c) 180° (d) 45°

উত্তর: 45°

2. মান নির্ণয় করো : 

76-4-[6+{19-(48-57-17)}]

উত্তর :
= 76-4-[6+{19-(48-40)}]
=76-4-[6+{19-8}]
=76-4-[6+11]
=76-4-17
=72-17
=55

3. $\frac{2}{5}$  এর তিনটি সমতুল্য ভগ্নাংশ লেখো ।

উত্তর : $\frac{4}{10}$  , $\frac{6}{15}$ , $\frac{8}{20}$

4. $\frac{2}{3}$  এর সাথে কত যোগ করলে 2 পাবো ?

সমাধান :
$2-\frac{2}{3}$
=$\frac{6-2}{3}$
= $\frac{4}{3}$
=$1\frac{1}{3}$

উত্তরঃ $\frac{2}{3}$  এর সাথে $\frac{4}{3}$ যোগ করলে 2 পাবো।

5. 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4 টি ট্রাক্টর লাগে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কতগুলি ট্রাক্টর লাগবে ?

সমাধান :

360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4 টি ট্রাক্টর লাগে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কতগুলি ট্রাক্টর লাগবে


সমাধান = $\frac{\overset{2}{\mathop{{\not{4}}}}\,\times 20\times \not{1}\not{8}\not{0}\not{0}}{\underset{{\not{2}}}{\mathop{\not{3}\not{6}}}\,\not{0}\times 1\not{0}}$ টি
= 40 টি
উত্তরঃ 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40 টি ট্রাক্টর লাগবে।


6. 27946138 সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মান এর পার্থক্য কত ?

সমাধান : 9 এর স্থানীয় মান 900000 এবং প্রকৃত মান 9

অর্থাৎ 9 এর স্থানীয় মান ও প্রকৃত মান এর পার্থক্য

=(900000-9)

=899991

উত্তরঃ সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মান এর পার্থক্য 899991 । 



7. দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে 252 ও 6 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে?

সমাধান : আমরা জানি দুটি সংখ্যার ল.সা.গু × গ.সা.গু = সংখ্যা দুটির গুণফল ।

 $\therefore $  সংখ্যা দুটির গুণফল = (256×6) =1512



8. একটি শহরের লোকসংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো । এদের মধ্যে পুরুষ 12500500 ও মহিলা 8872435 জনসংখ্যা হলে শিশুদের সংখ্যা কত হবে?

সমাধান :

শহরটির লোকসংখ্যা=29872600 জন

পুরুষ ও মহিলা মোট= -(12500500+8872435) জন

=21372935 জন

$\therefore $  শিশুদের সংখ্যা
=(29872600-21372935) টি। 
= 8499665 টি।

উত্তরঃ ওই শহরের শিশুদের সংখ্যা  8499665 টি।


2 comments

  1. Thanks sir ☺️☺️
  2. match
Please Comment , Your Comment is Very Important to Us.