পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এর মানবদেহ অধ্যায়ের শরীরের বর্ম । মানুষ চামড়ার ব্যবহার কমালো কেন । ত্বককে শরীরে বর্ম বলে কেন

শরীরের বর্মঃ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ - অধ্যায়ঃ মানব দেহ 1. চামড়ার ব্যবহার লেখ ত্বককে শরীরে বর্ম বলে কেন? মানুষ চামড়ার ব্যবহার কমালো কেন?



পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এর মানবদেহ  অধ্যায়ের  শরীরের বর্ম উপ অধ্যায় এর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক: 


শরীরের বর্মঃ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ -  অধ্যায়ঃ মানব দেহ


শরীরের বর্মঃ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ -  অধ্যায়ঃ মানব দেহ

1. চামড়ার ব্যবহার লেখ । 

উত্তরঃ বর্তমানে চামড়ার অনেক ব্যবহার আছে যেমন

  • (i) পশুর চামড়া শুকিয়ে তা দিয়ে চটি,  জুতো ,বেল্ট, ব্যাগ ইত্যাদি তৈরি হয়।
  • (ii) চামড়া দিয়ে বর্তমানে পোশাকের বিভিন্ন অংশ জ্যাকেট ইত্যাদি তৈরি হয়।
  • (iii) ফুটবল তৈরি করতে চামড়া ব্যবহার করা হয়।
  • (iv) আগেকার দিনে পশুর চামড়াতে মানুষ লিখব তবে বর্তমানে আর তা হয় না।
  • (v) আগে যোদ্ধাদের ঢাল বা বর্ম তৈরি করা হতো গন্ডারের চামড়া দিয়ে ।


2. মানুষ চামড়ার ব্যবহার কমালো কেন?

উত্তরঃ চামড়া ব্যবহার করলে পশুরা মারা পরেই তার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানা নোংরা করে জল দূষিত হয়। চামড়া কারখানা থেকে হাওয়াই দুর্গন্ধ ছড়ায়। তাই আস্তে আস্তে মানুষ চামড়ার ব্যবহার কমিয়েছে।


3.  আমাদের শরীরের বর্ম হলো _______।

উত্তরঃ ত্বক বা চামড়া । 


4. ত্বককে শরীরে বর্ম বলে কেন?

উত্তরঃ বর্ম যেমন বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে ঠিক তেমনি আমাদের শরীরের চামড়া বা ত্বক বাইরের আঘাত থেকে চামড়ার নিচে থাকা শিরা ধমনী মাংসপেশি ইত্যাদি কে রক্ষা করে।বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে ত্বক আমাদের বাঁচায়।ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত বের হতো। তাই ত্বককে শরীরে বর্ম বলা হয়।


5. শিরা ও ধমনীর মধ্যে কোনটি ভালো বোঝা যায়?

উত্তরঃ শিরা ভালো বোঝা যায়।


6. গন্ডারের চামড়া দিয়ে কি বানানো হতো?

উত্তরঃ গন্ডারের চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো।


7. আমাদের শরীরে চামড়ার নিচে কি থাকে?

উত্তরঃ আমাদের শরীরের চামড়ার নিচে রয়েছে মাংসপেশি নার্ভ শিরা ধমনী হাড় ইত্যাদি।


8. ত্বক আমাদের সূর্যের ______ রশ্মি থেকে বাঁচায়।

উত্তরঃ অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট।



শরীরের অংশ চামড়া কেমন চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়
গাল টান টান
গলা দেখা যায় ,নীল রঙের
হাতের তালু


💠 পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এর মানবদেহ অধ্যায়ের শরীরের বর্ম মকটেস্ট পর্ব-1💠

তাহলে চলো শুরু করা যাক পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এর মানবদেহ-শরীরের বর্ম অধ্যায়ের মক টেস্ট এর আজকের পর্বঃ

কিভাবে শুরু করবে অনলাইন মক টেস্ট?

1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।

প্রতিটি প্রশ্নের জন্যে ২০ সেকেন্ড করে সময় দেওয়া হল।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.