গ্যালভানিক কোষ ও তড়িৎ-বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য কী | Differences between galvanic cells and electrolytic cells

গ্যালভানিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষ এর পার্থক্য কি। কেন গ্যালভানিক সেল ও তড়িৎ বিশ্লেষ্য সেলের মধ্যে পার্থক্য রয়েছে।Differences between galvanic cells and electrolytic cells . গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তরিত করা হয় কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রুপান্তরিত করা হয়।
আজকে আমরা আলোচনা করব গ্যালভানিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষের পার্থক্য কি । সাধারণত শুনে অনেকটা একই রকম মনে হলেও এই দুই প্রকারের মধ্যে রয়েছে বিস্তর তফাৎ। চলো তাহলে শুরু করা যাক গ্যালভানিক কোষ ও তড়িৎ কোষ কেন আলাদা তা নিয়ে আলোচনা: 


গ্যালভানিক কোষ ও তড়িৎ-বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য

গ্যালভানিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষের পার্থক্য



গ্যালভানিক কোষতড়িৎ বিশ্লেষ্য কোষ
1. গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তরিত করা হয় ।1. তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রুপান্তরিত করা হয়।
2. গ্যালভানিক কোষে অ্যানোড নেগেটিভ ও ক্যাথোড পজিটিভ।2. তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড পজেটিভ এবং ক্যাথোড নেগেটিভ হয়।
3. অ্যানোডে অ্যানায়ন ইলেক্ট্রন ছাড়বে। ক্যাথোডে ক্যাটায়ন ইলেক্ট্রন ধরবে।3. অ্যানোডে হবে মৌলের ইলেক্ট্রন ছাড়বে। ক্যাথোডে হবে আয়নিত মৌলের ইলেক্ট্রন গ্রহন .
4.গ্যলাভানিক কোষের তড়িৎদ্বার গঠনে সক্রিয়তার মাত্রা দ্বারা দুটি তড়িৎদ্বার নিরুপিত হয় এবং এদের প্রত্যেক কেই আলাদা ভাবে নিজ নিজ লবণের ( তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ) দ্রবণে দ্রবীভুত করা হয়। 4. তড়িৎ বিশ্লেষ্য কোষের তড়িৎদ্বার গঠনে দুটি তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয় যা শুধু ইলেক্ট্রনিক পরিবাহি ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে যোগসূত্র স্থাপন করে 
5. এই কোষে উচ্চ সক্রিয় তড়িৎদ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এবং নিম্ন শক্তির তড়িৎদ্বার উক্ত তড়িৎদ্বারের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কে রাসায়ানিক বিক্রিয়ায় অংশ গ্রহনে ইলেক্ট্রন পরিবহন করে সহায়তা করে।5. তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে যোগসূত্র স্থাপন করে কিন্তু রাসায়ানিক বিক্রিয়ায় অংশ নেই না। তাই নিষ্ক্রিয় ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয় এবং সক্রিয়তার কোন পার্থক্য থাকে না তড়িৎদ্বার দুটির মধ্যে শুধুমাত্র ইলেক্ট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়।
6. গ্যালভানিক কোষে তড়িৎ শক্তি উৎপন্ন হয়।6. তড়িৎ বিশ্লেষ্য কোষ এ তড়িৎ প্রয়োগে নতুন পদার্থ উৎপন্ন হয়।
7. গ্যালভানিক কোষে ইলেকট্রন কোত্থেকে তড়িৎদ্বার এর মাধ্যমে বাইরে প্রবাহিত হয়।7. তড়িৎ বিশ্লেষ্য কোষ এর বাইরের ব্যাটারি থেকে আসা তড়িৎ দ্রবণে আয়ন তৈরি করে।


ট্যাগ: গ্যালভানিক কোষ | তড়িৎ বিশ্লেষ্য কোষ | গ্যালভানিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষের পার্থক্য বা তফাৎ | difference between galvanic cell and electrolytic cell