সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব ।আজকের টপিক Class 7 Science Question Answer 2020 .
এছাড়াও আমাদের ওয়েবসাইটে আমরা পঞ্চম থেকে দশম , এছাড়াও অন্যান্য উঁচু ক্লাসের সমস্যার উত্তর লিখে থাকি। তোমার সমস্যার কথা আমাদের জানাও উত্তর পাবে তাড়াতাড়ি।

সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান
1. লীন তাপ পদার্থের - অবস্থান্তর ঘটায় /উষ্ণতার পরিবর্তন ঘটায় /উভয়েই /কোনোটিই নয়।
উত্তর: অবস্থান্তর ঘটায় ।
2. অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সংকেত কি?
উত্তর: $A{{l}_{2}}C{{l}_{3}}$
3. একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা (-১ ডিগ্রি সেলসিয়াস) ও সবচেয়ে বেশি উষ্ণতা (৯৯ ডিগ্রি সেলসিয়াস) মাপা যায়। থার্মোমিটারে 1° করে মোট কয়টি ঘর পাওয়া যাবে?
উত্তর: 100 টি।
4. জলের বাষ্পীভবনের লীন তাপ কত?
উত্তর: 537 ক্যালোরি প্রতি গ্রাম।
5. পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন দুটি মৌলের নাম লেখ।
উত্তর: লোহা (Fe) ও তামা (Cu)।
6. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তর: $\frac{C}{5}=\frac{F-32}{9}$
7. সমতাবিধান করো: $Pb(N{{O}_{3}}){}_{2}\to PbO+N{{O}_{2}}+{{O}_{2}}$
উত্তরঃ $2Pb{{(N{{O}_{3}})}_{2}}=2PbO+4N{{O}_{2}}+{{O}_{2}}$
8. প্রতিস্থাপন বিক্রিয়া এর একটি উদাহরণ সহ সমীকরণ লেখ।
উত্তরঃ জিঙ্ক এর সাথে কিউপ্রিক ক্লোরাইড এর বিক্রিয়ায় জিংক ক্লোরাইড ও তামা উৎপন্ন হয়।
বিক্রিয়ার সমীকরণ: $Zn+CuC{{l}_{2}}=ZnCl+Cu$
সপ্তম শ্রেণী জিবনবিজ্ঞান।
9. দেহের রক্ত চাপও হঠাৎ বেড়ে বা কমে গেলে দেহে কার অভাব হয়েছে ধরা যেতে পারে?
উত্তরঃ খনিজ মৌলের।
10. নকল হলুদ রং যুক্ত খাবার খেলে কী সমস্যা হতে পারে?
উত্তরঃলিভার ক্যান্সার হতে পারে।
11. কোষে গ্লুকোজের দহনে কি তৈরি হয়?
উত্তরঃ শক্তি ও কার্বন-ডাই-অক্সাইড তৈরি হয়।
12. মানবদেহে যকৃতের জল কি রূপে অবস্থান করে?
উত্তরঃ পিত্ত রূপে।
13. তোমার দেহে হিমোগ্লোবিন কোথায় থাকে?
উত্তরঃ রক্তের লোহিত রক্তকণিকায়।
সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান
14. 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালরি তাপ লাগবে?
উত্তরঃ 160 ক্যালোরি।
15. ভুতের দ্রবন থেকে কিছুটা তামা লোহার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করে এক্ষেত্রে কোন বিক্রিয়াটি হয়?
উত্তরঃ প্রতিস্থাপন বিক্রিয়া।
16. শক্তি উৎপাদন করে না এমন একটি খাদ্য উপাদানের নাম লেখ।
উত্তরঃ ভিটামিন
17. এসআই পদ্ধতিতে তাপের একক কি?
উত্তরঃ জুল
18. আমি পরমাণুর ভারী কনা। আমি নিস্তড়িত। আমি পরমাণুর কেন্দ্রকে থাকি।- আমি কে?
উত্তরঃ নিউট্রন
19. ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিলে তৈরি হওয়া আয়নের চিহ্ন কি হবে?
উত্তরঃ $C{{u}^{2+}}$
সপ্তম শ্রেণী জীবনবিজ্ঞান
20. মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় কোন উপাদান?
উত্তরঃ ভিটামিন A
21. 1 থেকে 4 বছরের শিশুদের যে অপুষ্টিজনিত রোগ হয় তার নাম কি?
উত্তরঃ কোয়াশিয়রকর।
22. কিসের অভাবে বেরিবেরি রোগ হয়?
উত্তরঃ ভিটামিন ${{B}_{1}}$
22. সোডিয়াম জিংকেট এর সংকেত কি?
উত্তরঃ $N{{a}_{2}}Zn{{O}_{2}}$
23. মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে?
উত্তর: রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে।
24. রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে।
উত্তরঃ
- রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালী বেশ কমে যেতে পারে এর ফলে হৃৎপিণ্ডের নানান সমস্যা হতে পারে।
- অস্থিসন্ধিতে ব্যথা ও কানসার হতে পারে।
25. চাওমিন এর মধ্যে কি ক্ষতিকারক কৃত্রিম পদার্থ মিশে থাকতে পারে?
উত্তরঃ আজিনোমোটো।
26. মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ কোন খনিজ মৌল নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ জিংক।
27. রক্তের প্লাজমায় বর্তমানে একটি প্রোটিন এর নাম লেখ।
উত্তরঃ প্রথমবিন।
28. তেল বা ফেটে যায় এমন দুটি ভিটামিনের নাম লেখ।
উত্তরঃ ভিটামিন-A ও ভিটামিন-D।