QUESTION PAPER FOR ASSIGNMENT U.G. PART-II, 2020
1. Answer any ten questions:
যে-কোন দশটি প্রশ্নের উত্তর দাও।
a) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল?
উত্তর: ১৯১৯ সালের ১৩ এপ্রিল ।
b) রাওলাট আইন কখন প্রবর্তিত হয়?
১৯১৯ খ্রিষ্টাব্দের ১৮ই মার্চ ব্রিটিশ সরকার এক সন্ত্রাসবাদ বিরোধী এবং দমনমূলক আইন প্রণয়ন করেন
c) গদর কথাটির অর্থ কি?
উত্তর: গদর কথাটির অর্থ বিপ্লব।
d) হিন্দ স্বরাজ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: হিন্দ স্বরাজ গ্রন্থটি মহাত্মা গান্ধী লিখেছেন।
e) হােমরুল আন্দোলনের দুজন নেতার নাম উল্লেখ কর।
উত্তর: বালগঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পাল ।
f) কখন ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ২৫ ডিসেম্বর ১৯২৫।
g) সীমান্ত গান্ধী' কে ছিলেন?
উত্তর: খান আবদুল গফফর খান কে সীমান্ত গান্ধী বলা হয়।h) আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর কি নাম ছিল?
উত্তর: ঝাঁসির রানী লক্ষ্মী সৈন্যদল (The Rani of Jhansi Regiment)
i) ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড ওয়ারেন হেস্টিংস।
j) স্বাধীন ভারতবর্ষে কোন সালে সর্বপ্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: 1952 সালে।
k) ট্রুম্যান নীতি কখন ঘােষণা করা হয়?
উত্তর: ট্রুম্যান নীতি 1947 সালের 12 মার্চ ঘোষণা করা হয়।
l) পঞ্চশীল নীতির প্রধান দুই প্রবক্তা কারা ছিলেন?
উত্তর: জওহরলাল নেহরু এবং চিনা প্রধানমন্ত্রী চৌ-এন-লাই ছিলেন এই নীতির অন্যতম প্রবক্তা।
m) উত্তর আটলান্টিক জোট কবে গঠিত হয়েছিল?
উত্তর: ১৯৪৯ সালের ৪ এপ্রিল ।
2. Answer any five questions:
যে-কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।
a) লক্ষ্ণৌ চুক্তি কবে এবং কাদের মধ্যে গঠিত হয়?
উত্তর: লখনৌ চুক্তি ১৯১৬ সালে গঠিত হয়।
◾ ভারতীয় জাতীয় কংগ্রেস ও নিখিল ভারত মুসলিম লীগের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। লখনৌয়ে দুই দলের যৌথ অধিবেশনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মুহাম্মদ আলি জিন্নাহ কংগ্রেস ও লীগ উভয় দলের সদস্য হিসেবে দুই দলকে চুক্তিতে উপনীত করাতে সক্ষম হন।
b) অসহযোগ আন্দোলন কবে এবং কেন প্রত্যাহার করা হয়?
উত্তর: 7 ফেব্রুয়ারি 1922 তারিখে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়।
◾ 4 ফেব্রুয়ারি, 1922 তারিখে চৌরি চৌরায় প্রতিবাদী জনতা ও স্থানীয় পুলিশের হিংসাত্মক সংঘর্ষে পুলিশের গুলিতে তিনজন আন্দোলনকারী নিহত হন। গান্ধীজি অনুভব করেন আন্দোলন বিপথে চালিত হচ্ছে। তিনি চাইতেন না আন্দোলনে জনতা ও পুলিশ মারমুখী হয়ে পরস্পর পরস্পরকে আক্রমণ করুক ও সাধারণ নাগরিকগণ তাতে নিহত হন।
গান্ধীজি তিনদিন অনশন পালন করেন। ভারতীয় জনগণকে সংগ্রাম বন্ধ করার অনুরোধ জানান ও গণ-অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন।
c) কবে, কার নেতৃত্বে ডাণ্ডি অভিযান শুরু হয়?
উত্তর: 12 হাজার 930 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়।
d) কখন এবং কার নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল?
উত্তর: 1942 সালে গান্ধীজীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল।
e) আজাদ হিন্দ ফৌজের তিনজন সেনাধ্যক্ষের নাম উল্লেখ কর।
উত্তর: মেজর জেনারেল মুহাম্মদ, জামান কিয়ানি
ও মেজর জেনারেল শাহ।
f) নির্জোট আন্দোলনের প্রতিষ্ঠাতা কারা ছিলেন?
উত্তর: নির্জোট আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
g) ঠাণ্ডা লড়াই বলতে কি বােঝ?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের (১৯৪৫) পর পৃথিবীর অধিকাংশ দেশ পরস্পর দুটি রাষ্ট্রজোটের অন্তর্ভুক্ত হয়ে যায়। একটি আমেরিকার নেতৃত্বে পশ্চিমি ধনতান্ত্রিক রাষ্ট্রজোট অন্যটি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট। এই দুই রাষ্ট্রজোট কোন প্রত্যক্ষ যুদ্ধ না করেও দীর্ঘকাল ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের আবহ বা ছায়াযুদ্ধ চালাতে থাকে।
এই ছায়াযুদ্ধই ইতিহাসে ঠান্ডা লড়াই' নাম পরিচিত।
মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান (Walter Lippmann) ১৯৪৭ সালে তাঁর The Cold War গ্রন্থে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন।
বি: দ্র: প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন উত্তরের জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যুক্ত হও।