পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর পার্ট 2 | class 5 environment and Science model activity task answer Part 2

আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর উত্তর নিয়ে আলোচনা করব।১. ORS তৈরিতে কি কি উপাদান প্রয়োজন? ২. কি কি কারণে ভূমিক্ষয় হয় ? ৩. মানবদেহের তিনটি বড় হাড়ের নাম লেখ সেগুলি কোথায় পাওয়া যায় লেখ। ৪. মাটির একটি উপকারী ও দুটি উপকারী উপাদানের নাম লেখ। ৫. তোমার জানা তিনটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখ।

বাংলা (Bengali) গণিত (Math) ইংরেজি (English) ইতিহাস (History)
পরিবেশ ও ভূগোল পরিবেশ ও বিজ্ঞান মক টেস্ট (MCQ) অ্যাপ ডাউনলোড

আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর উত্তর নিয়ে আলোচনা করব।পাঠ্যবইয়ে উত্তর গুলো আলোচনা আকারে দেওয়া থাকায় অনেকেরই উত্তর লিখতে অসুবিধা হচ্ছে তাই আমরা সেগুলো কে সাজিয়ে গুছিয়ে উত্তর হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

class 5 environment and Science model activity task answer Part 2

পঞ্চম শ্রেণির মডেল একটিভিটি টাস্ক পার্ট 2


নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

১. ORS তৈরিতে কি কি উপাদান প্রয়োজন?
উত্তর: এক গ্লাস ORS তৈরিতে প্রয়োজন
(i) এক গ্লাস ফোটানো জল (কুড়ি মিনিট ধরে)
(ii) এক চামচ চিনি ।
(iii) এক চিমটে লবণ।

২. কি কি কারণে ভূমিক্ষয় হয় ?

উত্তর: নিম্নলিখিত কারণে ভূমিক্ষয় হয়:
(i) মাটির ভিতর পলিথিন প্লাস্টিক ইত্যাদি থাকলে ভূমিক্ষয় হয়।
(ii) গাছপালা না থাকলে সেই অঞ্চলে মাটি ক্ষয় হয়।
(iii) ভূমির উপরে ঘাসের আচ্ছাদন না থাকলে ভূমিক্ষয় হয়।
(iii) বৃষ্টির জল খাড়া ভাবে প্রবাহিত হলে ভূমিক্ষয় হয়।

৩. মানবদেহের তিনটি বড় হাড়ের নাম লেখ সেগুলি কোথায় পাওয়া যায় লেখ।

উত্তর: 

হাড়ের নামসেগুলি কোথায় পাওয়া যায়
(ক) ফিমারকোমর থেকে হাঁটু পর্যন্ত
(খ) হিউমেরাসকাঁধ থেকে কনুই পর্যন্ত
(গ) আলনা ও রেডিয়াসকনুই থেকে কব্জি পর্যন্ত


৪. মাটির একটি উপকারী ও দুটি উপকারী উপাদানের নাম লেখ।

উত্তর: উপকারী : কেঁচো ।
অপকারী : প্লাস্টিক ও পলিথিন।

আরোও পড়: | পঞ্চম শ্রেণীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর উত্তর পার্ট 4 

৫. তোমার জানা তিনটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখ।

উত্তর: তিনটি অমেরুদন্ডী প্রাণীর নাম হল কেঁচো, আরশোলা ও উইপোকা।

Tag: Class 5 environment and Science model activity task answer Part 2    |   Class 5 Amader Poribesh Model activity answer