শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে ঠান্ডার প্রকোপ বেশি হয় কেন ?শীতকালে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে ঠান্ডা কেন কম হয় ?

দশম শ্রেণীর ভূগোল: শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে ঠান্ডার প্রকোপ বেশি হয় কেন ? অথবা, শীতকালে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে ঠান্ডা কেন কম হয় ?
আপনারা কি জানেন দক্ষিণ ভারতে শীতকালে উত্তর ভারতে তুলনায় তুলনামূলক ভাবে কম শীত পড়ে।আজকে আমরা সেটাই আলোচনা করব কেন উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের ঠাণ্ডা কম হয়।

বাংলা (Bengali) গণিত (Math) ইংরেজি (English) ইতিহাস (History)
ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান মক টেস্ট (MCQ)

উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের ঠাণ্ডা কম


শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে ঠান্ডার প্রকোপ বেশি হয় কেন ?

অথবা, 

শীতকালে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে ঠান্ডা কেন কম হয় ?


 উত্তর :  শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের ঠান্ডার প্রকোপ বেশি কারণ - 

  • 1. ভারতেরর দক্ষিণাংশ কর্কটক্রান্তি রেখার নীচের দিকে অর্থাৎ, ক্রান্তীয় অঞ্চল বা উয়ুমণ্ডলে অবস্থিত হওয়ায় শীতকালে গড় উষ্ণতা তেমন হ্রাস পায় না। 
  • 2. দক্ষিণ ভারতে সমুদ্রের প্রভাবে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। তাই শীতের তীব্রতা সমুদ্র থেকে দূরে থাকা উত্তর ভারতের তুলনায় কম হয়। 
  • 3.  উত্তর ভারতে শীতকালে হিমালয় থেকে আসা শীতল বায়ুর প্রকোপ বেশি পড়ে। তাই উত্তর ভারতে ঠান্ডার প্রকোপ বেশি।

ট্যাগ: উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে কম ঠান্ডা অনুভূত হয় | উত্তর ভারত ও দক্ষিণ ভারতের উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা | দক্ষিণ ভারত কেন উত্তর ভারতের তুলনায় উষ্ণ