অষ্টম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন উত্তর। অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন এর উত্তরপত্র জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান

অষ্টম শ্রেণির বিজ্ঞান এর প্রশ্ন উত্তর। অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞানের সাজেশন। Class 8 science question and answer Wbbse
অষ্টম শ্রেণি জীবনবিজ্ঞান ও ভৌত বিজ্ঞান এর প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা আজকে হাজির হলাম তৃতীয় পর্বে। এই পর্বে আমরা রায় মার্টিন এর প্রশ্ন বিচিত্রা উত্তর পত্র প্রকাশ করলাম। BANKURA MISSION GIRLS' HIGH SCHOOL (H.S.)- 2020 - Science

অষ্টম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন উত্তর রায় ও মার্টিন

অষ্টম শ্রেণি ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2020।


1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ।

(i). মহাকর্ষ বলের মান - (a) ভর দুটির গুণ ফলের সমানুপাতিক, (b) ভর দুটির অনুপাতের সমানুগাতিক, (c) ভর দুটির গুণফলের ব্যস্তানুপাতিক, (d) কোনোটিই নয় ।
উত্তর: (a) ভর দুটির গুণ ফলের সমানুপাতিক

(ii) প্রদত্ত যেটি চকচকে ভারী তরল পদার্থ, সেটি হল - (a) নিশাদল, (b) ক্লোরিন, (c) পারদ, (d) ব্রোমিন।

উত্তর: পারদ।

2. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

(i). একটি ভাসমান বস্তু ওজনহীন কেন হয় ব্যাখ্যা করো।
উত্তর: ভাসমান বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী প্রবল ও বস্তুর নিম্নমুখী ওজন যখন সাম্যবস্থায় আসে তখন প্রস্তুতি ভাসে। এঅবস্থায় বস্তুর কোন নিম্নমুখী বনভোজন থাকেনা।

(ii) একটি পশম ও এবোনাইট দণ্ড দিয়ে পরস্পরকে ঘষলে কি জাতীয় তড়িতের সু্টি হয় ।
উত্তর: পশমে ধনাত্মক এবং এবোনাইট দন্ড তে - তড়িৎ উৎপন্ন হবে।

3. নিচের প্রশ্ন গুলির উত্তর দাও :

(i). জিংকের গুঁড়োর সঙ্গে লঘু H2SO4. যোগ করলে যে গ্যাস্টি উৎপন্ন হবে সেটিকে কীভাবে শনাক্ত করবে ? বিক্রিয়ার সমিত সমীকরণ দাও।
উত্তর: জিংক এর সাথে লঘু সালফিউরিক এসিডের বিক্রিয়া ঘটলে জিংক সালফিউরিক এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। বিক্রিয়ায়়় জিংক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে।

বিক্রিয়ার সমীকরণ: Zn + H2SO4 = ZnSO4 + H2 

(ii) প্লবতা কাকে বলে। এর মান কী কী বিষয়ের ওপর নির্ভর করে ?

উত্তর: কোন বস্তুকে তরলে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে ওই তরল ঐ বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বলপ্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলা হয়।

🔸 প্লবতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে যথা:

  • 1. তরলের ঘনত্ব: তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান বাড়ে।
  • 2. বস্তুর আয়তন: বস্তুর আয়তন বাড়লে প্লবতার মান বাড়ে।
  • 3. অভিকর্ষজ ত্বরণ: অভিকর্ষজ ত্বরণের মান পারলে প্লবতার মান বাড়ে।
  • 4. তরলের গভীরতা: তরলের গভীরতার প্লবতার মান বৃদ্ধি পায়।

Class 8 Life science Question Answer



1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে:

(i). প্রোটিন সংশ্লেশে অংশ নেয় - (a) রাইবোজোম, (b) লাইসোজোম, (c) মাইটোকন্ড্রিয়া
উত্তর : রাইবোজোম

(ii) প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হল -(a) ছত্রাক (b) নীলাত সবুজ শৈবাল, (c ক্ল্যামাইডোমােনাস।
উত্তর নীলাভ সবুজ শৈবাল

(iii) প্রথম সজীব কোশ আবিষ্কার করেন - (a) রবার্ট হুক, (b) লিউয়েন হক, (c) রবার্ট ব্রাউন।
উত্তর : লিউয়েন হক।

2. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

(i) গলগি বস্তু কোথা থেকে সৃষ্টি হয় ? গলগি বস্তুর কাজ লেখাে ।
উত্তর: গলগি বস্তু সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক জালিকা থেকে।

🔸 গলগি বস্তু ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
🔸 গলগি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয়।

(ii) প্রাইমরডিয়াল ইউট্রিকল কী।
উত্তর: উদ্ভিদ কোষের ভ্যাকুওল আকারে বড় হওয়ার জন্য সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস পরিধির থেকে সরে যায়।প্রোটোপ্লাজম এইরকম বিন্যাস্ত অবস্থাকেই প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।

3. নিচের প্রশ্ন গুলির উত্তর দাও :
(i) একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে অংশ দুটি চিহ্নিত করাে ?(a) ক্রোমাটিন সূত্র, (b) নিউক্লিওপ্লাজম ।

উত্তর: শীঘ্রই প্রকাশ করা হবে।

(ii) উদ্ভিদকোষ ও প্রাণী কোষের দুটি পার্থক্য লেখাে।

উদ্ভিদ কোষপ্রাণী কোষ
1. কোষগহ্বর আকারে বড় সংখ্যায় কম।1. কোষগহ্বর আকারে ছোট সংখ্যায় বেশি।
2. উদ্ভিদকোষে জড় কোষপ্রাচীর থাকায় কোষের আকার পরিবর্তন হয়না। 2. প্রাণিকোষে কোষপ্রাচীর থাকেনা বলে কোষের আকার পরিবর্তিত হয়।
3. উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম থাকে না।3. প্রাণী কোষের সেন্ট্রোজোম থাকে। ব্যাতিক্রম স্নায়ু কোষ।

iii) মেসােজোমের কাজ লেখাে?
উত্তর: ব্যাকটেরিয়া কোষে মেসোজোম শ্বসন এ অংশগ্রহণ করে।



বি: দ্র: অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিভাগের আরো প্রশ্নপত্র ও উত্তরপত্র রয়েছে আমাদের ওয়েবসাইটে সেগুলো দেখতে ভুল করবে না যেন। নিজের সহপাঠীদের সাথে অবশ্যই এগুলো শেয়ার করবে যাতে তারাও ভালো রেজাল্ট করতে পারে। আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের উত্তরপত্রের জন্য রিকোয়েস্ট করতে পারো। যত শীঘ্র সম্ভব আমরা তা প্রকাশ করব।