অষ্টম শ্রেণী ভৌত বিজ্ঞান BANERJEEDANGA HIGH SCHOOL 2020 । Class 8 physical and life science
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
(i) তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান - (a) কমে, (b) বাড়ে, (c) একই থাকে, (d) প্রথমে কমে ও পরে বাড়ে।
উত্তর: তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান বাড়ে।
(ii) প্রশম অক্সাইডের একটি উদাহরণ হল – (a) Al2O3 (b) CO2 (c) CO (d) NiO
উত্তর: CO
2 .শূন্যস্থান পূরণ করে :
(i) পৃথিবীতে কোনাে বস্তুর ওজন 58.8 N হলে, তার ভর হবে _____________Kg ।
উত্তর: (58.8÷9.8) কেজি = 6 কেজি।
(ii) স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান হল ________|
উত্তর: স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান হলো লোহা।
3. নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও :
টেবিলের উপর রাখা একটি বস্তুকে 5 N বল দিয়ে ঠেলা হলে সেটি সরার উপক্রম হয়। এই ঘটনার ওপর ভিত্তিকরে নিচের ছকটি পূরণ করাে ।
উত্তর:
🔸 প্রযুক্ত বল যখন শুনি তখন স্থিত ঘর্ষণ এর মান শূন্য।
🔸 প্রযুক্ত বল যখন 2N তখন স্থিত ঘর্ষণ এর মান 2N
(ii) ফেরাস সালফাইডের সঙ্গে যুক্ত H2SO4 এর বিক্রিয়ায় কোন গ্যাস পাওয়া যায় ?
উত্তর: হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাস উৎপন্ন হয়।
(5) 5 kg ভরের একটি বস্তুর ওপর 10 N বল প্রয়ােগ করা হল। বস্তুটির ত্বরণ কত হবে?
উত্তর: বস্তুটির ত্বরণ = (10 ÷ 5) মি/সে2 = 2 মি/সে2
অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন বিচিত্রা এর উত্তর 2020
(i) কত খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী কোশ আবিষ্কার করেন?
উত্তর: 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন।
(ii) একটি এককোষী জীবের নাম লেখা।
উত্তরঃ একটি এককোষী জীব হলো অ্যামিবা।
(iii) সবচেয়ে বড় কোষের নাম কী?
উত্তর: সবচেয়ে বড় কোষ উট পাখির অনিষিক্ত ডিম।
(iv) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কত?
উত্তর: ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বস্তুকে 100 থেকে 40 লক্ষ গুণ বড় দেখায়।
(v) শ্বেত রক্তকণিকার কাজ কী?
শ্বেত রক্ত কনিকার কাজঃ
- ii. মনোসাইট ও নিউট্রিফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে ।
- ii. নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে ।
- iii.দানাদার লিকোসাইট হিস্টাসিন সৃষ্টি করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।
- iv.লিস্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে।
(vi) রেচন বলতে কী বোঝো?
উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন ক্ষতিকারক পদার্থ গুলিকে দেহ থেকে বের করে দেয় তাকেই রেচন বলে। রেচন একটি অপচিতিমূলক বিপাক।
(vii) যোগ কলার কাজ কী?
যোগ কলার কাজ:
- যোগ্যতা বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে।
- যোগ কলার মাধ্যমে হরমোন উৎসেচক বাহিত হয়। যেমন রক্ত।
- যোগ কলা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।ত
- তরলযোগকলা শোষিত খাদ্যসহ বিভিন্ন দ্রবীভূত পদার্থ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে ।রে
- রেচন পদার্থ পরিবহন ও বহিষ্করণ করে বলে একে পরিবহন বা সংবহন কলাও বলা হয়।
(vill) ভাজক কলা ও স্থায়ী কলার প্রধান পার্থক্য লেখাে।
ভাজক কলা | স্থায়ী কলা |
---|---|
ভাজক কলার কোষ গুলি বিভাজনের সক্ষম। | স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম। |
ভাজক কলার কোষ সর্বদা জীবিত। | টিস্যুতে দু’রকম কোষ থাকে- জীবিত ও মৃত। |
ভাজক কলার কোষ গুলিতে ধাত্রের পরিমাণ বেশি। | স্থায়ী কলার কোষ গুলিতে ধত্রের পরিমাণ কম। |
মৃত কোষ থাকে না। | মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন। |
কোষগুলির প্রাচীর অপেক্ষাকৃত পাতলা । | কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল অর্থাৎ বেশ পুরু। |
কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না থাকলেও আকারে ক্ষুদ্র ও সংখ্যায় অগণিত । | কোষ গহ্বর অপেক্ষাকৃত বড় ও সংখ্যায় কম। |
বড় আকারের নিউক্লিয়াস থাকে। | নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং কোষের এক পাশে অবস্থান করে। |
টিস্যু সাধারণত মূল ও কান্ডের অগ্রভাগে অবস্থান করে। | এই কলার অবস্থান উদ্ভিদের পর্বমধ্য ফলের বীজ ইত্যাদি অংশে। |
আন্তঃকোষীয় ফাঁক থাকে । | আন্তঃকোষীয় ফাঁক থাকে না৷ |
2. নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও :
(i) নিউক্লিয়াসের কটি উপাদান ও কি কি?
উত্তর: নিউক্লিয়াসের চারটি উপাদান ।যথাক্রমে:
- নিউক্লিওলাস।
- নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস।
- নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিও পর্দা।
- নিউক্লিয় জালক।
(ii) কোষপর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য লেখা।
কোষ পর্দা | কোষ প্রাচীর |
---|---|
1. কোষ পর্দা সজীব | 1. কোষ প্রাচীর মৃত |
2. সকল উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ পর্দা থাকে। | 2. কেবলমাত্র উদ্ভিদ কোষ , ব্যাকটেরিয়া ও ছত্রাকের কোষে কোষ প্রাচীর থাকে |
3. কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা। | 3. কোষ প্রাচীর অভেদ্য শক্ত প্রাচীর। |
4. দুটি প্রোটিন স্তরের মাঝে একটি লিপিডের স্তর থাকে। | 4. তিনটি স্তরে বিন্যস্ত। |
5. প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। | 5. সেলুলোজ , হেমিসলুলোজ ইত্যাদি দ্বারা গঠিত। |
6. কোষ পর্দা থেকে বিভিন্ন কোষীয় অঙ্গানু সৃষ্টি হয়। | 6. কোষ প্রাচীর থেকে কোন কোষীয় অঙ্গানু সৃষ্টি হয় না। |
7. প্রধান কাজ হলো কুসংগন ওকে রক্ষা করা এবং বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করা। | 7. প্রধান কাজ হলো কোষের দৃঢ়তা প্রদান ,আকার ও আয়তন নিয়ন্ত্রণ। |