অ্যাপোজি কি ও পেরিজি কি | অ্যাপোজি জোয়ার ও পেরিজি জোয়ার বলতে কী বোঝায়

অ্যাপোজি কি ও পেরিজি কি : অ্যাপোজি (Apogee) অবস্থান কি গ্রিক শব্দ অ্যাপো (Apo) যার অর্থ হলো থেকে ও জিয়া (gē) যার অর্থ হলো পৃথিবী থেকে অ্যাপোজি শব্দের উৎপত্তি।অ্যাপোজি শব্দের অর্থ পৃথিবী থেকে দূরে। চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের মতােই উপবৃত্তাকার। তাই পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকে না। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক (৪.০৭ লক্ষ কিমি.) থাকে, তখন সেই অবস্থাকে অ্যাপােজি অবস্থান বলে। অ্যাপোজি জোয়ার কি এ সময় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল কম থাকে। তাই জোয়ারের প্রাবল্যও এ সময় প্রায় ২০% কম হয়। একে বলে অ্যাপোজি জোয়ার। পেরিজি অবস্থান কি গ্রিক শব্দ পেরি (Peri) যার অর্থ হলো around ও জিয়া (gē) যার অর্থ হলো পৃথিবী থেকে পেরিজি শব্দের উৎপত্তি।পেরিজি শব্দের অর্থ পৃথিবীর কাছাকাছি (close round the earth)। পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে কম দূরত্বের (৩.৫৬ লক্ষ কিমি) অবস্থাকে পেরিজি অবস্থান বলে। পেরিজি জোয়ার কি এ সময় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল অধিক কার্যকরী হয়। তাই এসময় জোয়ারের প্রাবল্য সাধারণ জোয়ার থেকেও ২০% বেশি হয়। একে বলে পেরিজি জোয়ার।
অ্যাপোজি কি ও পেরিজি অবস্থান কি? ভূগোলের একটি খুবই চর্চিত বিষয়।আজকে আমরা জানবো এই অ্যাপোজি ও পেরিজি অবস্থান আসলে কি।মহাকাশবিদ্যায় অ্যাপোজি  ওপেরিজি শব্দের অর্থ

অ্যাপোজি ও পেরিজি

অ্যাপোজি (Apogee) অবস্থান কি

গ্রিক শব্দ অ্যাপো (Apo)  যার অর্থ হলো থেকে ও জিয়া (gē) যার অর্থ হলো পৃথিবী থেকে অ্যাপোজি শব্দের উৎপত্তি।অ্যাপোজি শব্দের অর্থ পৃথিবী থেকে দূরে।

চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের মতােই উপবৃত্তাকার। তাই পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকে না। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক (৪.০৭ লক্ষ কিমি.) থাকে, তখন সেই অবস্থাকে অ্যাপােজি অবস্থান বলে।

অ্যাপোজি জোয়ার কি

 এ সময় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল কম থাকে। তাই জোয়ারের প্রাবল্যও এ সময় প্রায় ২০% কম হয়। একে বলে অ্যাপোজি জোয়ার

পেরিজি অবস্থান কি 

গ্রিক শব্দ পেরি (Peri)  যার অর্থ হলো around ও জিয়া (gē) যার অর্থ হলো পৃথিবী থেকে পেরিজি শব্দের উৎপত্তি।পেরিজি শব্দের অর্থ পৃথিবীর কাছাকাছি (close round the earth)।
পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে কম দূরত্বের (৩.৫৬ লক্ষ কিমি) অবস্থাকে পেরিজি অবস্থান বলে।

পেরিজি জোয়ার কি 

এ সময় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল অধিক কার্যকরী হয়। তাই এসময় জোয়ারের প্রাবল্য সাধারণ জোয়ার থেকেও ২০% বেশি হয়। একে বলে পেরিজি জোয়ার

ট্যাগ: অ্যাপোজি কি | পেরিজি কি |মাধ্যমিক ভূগোল