কিছু গুরুত্বপূর্ণ তাপমাত্রা এর সংজ্ঞা -সন্ধি তাপমাত্রা কী ?
- সন্ধি তাপমাত্রা কী ?
- অথবা, ক্রান্তি তাপমাত্রা কাকে বলে ?
- অথবা , Tc কাকে বলে ?
উ: যে তাপমাত্রায় বা তাপমাত্রার কম তাপমাত্রায় কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায়, সেই তাপমাত্রাকে ঐ গ্যাসের সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা Tc বলে।
- ইনভার্সন তাপমাত্রা কী ?
- বিপর্জয় তাপমাত্রা কাকে বলে ?
উ: যেসব গ্যাসের সম্প্রসারণে তাপমাত্রা বৃদ্ধি পায় সেসব গ্যাসকে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও এর নিচের তাপমাত্রায় শীতল করে তরল করা যায় সেই তাপমাত্রাকে সেসব গ্যাসের ইনভার্সন তাপমাত্রা বা বিপর্জয় তাপমাত্রা বলে।
- সন্ধি আয়তন কী?
উ: সন্ধি তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের দখলীকৃত আয়তনকে সন্ধি আয়তন বলে।
- সংকোচন গুণাঙ্ক কী?
- অথবা, পেষণ গুণাঙ্ক কি ?
উ: আমরা জানি,আর্দশ গ্যাসের সমীকরণ Pv=nRT. Pv এবং nRT এর অনুপাতকে পেষণ গুণাঙ্ক বলে। Z=Pv/nRT. পেষণ গুনাঙ্কের মান বুঝা যায় বাস্তব গ্যাস আর্দশ গ্যাসের আচরণ থেকে কতটুকু বিচ্যুতি প্রদর্শন করে।
- বয়েল তাপমাত্রা কি ?
- অথবা, বয়েল রেখা কী?
উ:যে তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ বৃদ্ধির ফলে PV এর পরিবর্তন হয় না অর্থাৎ PV এর মান ধ্রুবক থাকে সেই তাপমাত্রাকে বয়েলের তাপমাত্রা বলে। এর ক্যালকুলাস সমীকরন:
(PV÷P)T=0 যখন তাপমাত্রা স্থির।
- NH3 লুইস ক্ষার কিন্তুু NCl3 লুইস ক্ষার নয় কেন?
উ: NH3 এ ১টি মুক্তজোড় e রয়েছে তাই এটি লুইস ক্ষার কিন্তুু NCl3 এ ১টি মুক্তজোড় e থাকা স্বত্ত্বে ও এটি লুইস ক্ষার হিসেবে কাজ করে না কারণ F এর তড়িৎঋণাত্মকতার দরুন NF3 এর মুক্তজোড় e দান করার ক্ষমতা হ্রাস পায়।