বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন
Posts

ভারতীয় লোকসভা নির্বাচন সম্পর্কে আকর্ষণীয় তথ্য ...

ভারতের প্রথম লোকসভা নির্বাচন কত সালে হ​য় ? ২৫ অক্টোবর ,১৯৫১ থেকে ২১ ফেব্রুয়ারি ১৯৫২ পর্যন্ত ।৬৮টি দফায় ভোট হ​য় । প্রথম লোকসভা নির্বাচনে কতগুলি সিটে ভোট হ​য় ? ৪৮৭টি সিটে(মোট ছিল ৪৮৯টি সিট,দুজন এংলোইন্ডিয়ান মনোনীত সদস্য ছিল তার মধ্যে ) প্রথম লোকসভা নির্বাচনে জ​য়ী দল কংগ্রেস কতগুলো আসনে জয়লাভ করে? ৩৬৪টি আসনে কংগ্রেসের পর কোন দল সর্বোচ্চ আসন পায়? কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া,১৬টি আসনে জ​য়লাভ করে প্রথম লোকসভা নির্বাচনে কত গুলি দল অংশ গ্রহণ করেছিল ? ৫৩টি,তার মধ্যে ১৪টি ছিল জাতীয় দল প্রথম লোকসভা নির্বাচনে কে নির্বাচন কমিশনার ছিলেন ? সুকুমার সেন সুকুমার সেন: চিত্র তৃতীয় পক্ষের রেফারেন্স প্রথম ভোট কোন আসনে নেওয়া হ​য় ? হিমাচল প্রদেশের চিনি জেলায় প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রতীক কী ছিল ? জোয়াল বাঁধা দুটি বলদ কংগ্রেস দলের প্রথম নির্বাচনি চিহ্ন কোন দলের প্রতীক চিণ্হ এখনও পর্যন্ত অবিকৃত বা পরিবর্তন হ​য়নি ? কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া প্রথম লোকসভায় স্পিকার কে নির্বাচিত হ​য়েছিলেন ? গণেশ বাসুদেব মাভালঙ্কার গণেশ বাসুদেব মাভালঙ্কার প্রথম লোকসভা নির্বাচনে বি আর আম্বেদকর কোন দলের হয়ে ল​ড়েন ? সিডিউলড কাস্ট ফেডারেশন ,তিনি পরাজিত হোন বম্বে (উত্তর মধ্য ) সিটে ।পরে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হ​য়ে পার্লামেন্টে আসেন । সংবিধানের কোন ধারায় নির্বাচনের কথা উল্লেখ আছে ? আর্টিকল ৩২৪-৩২৯(Part XV) কোন সালে ভোটারদের নূন্যতম ব​য়স ২১ থেকে ১৮ করা হ​য়? ১৯৮৯ সালে,৬১ সংবিধান সংশোধনের দ্বারা । কোন সালে কংগ্রেস দল ভেঙে ইন্দিরা গান্ধী নতুন কংগ্রেস দল গঠন করেন ? ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধীকে কংগ্রেস দলথেকে বিতাড়িত করলে ইন্দিরা গান্ধী নিজে আর একটি কংগ্রেস দল গঠন করেন যার নাম দেন Indian National Congress (Requisitionists or R ) যা Congress (Indira or I) নামে পরিচিত । আর মূল কংগ্রেস দলটি Indian National Congress (Organisation) or Congress (O) নামে পরিচিতি লাভ করে । পরে এটি জনতা পার্টির সাথে মিশে যায় ।এবং ইন্দিরা গান্ধীর কংগ্রেস দল মূল কংগ্রেস দলে পরিনত হ​য় । কত সালে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া ভেঙে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া(মার্ক্সবাদী) গঠন হ​য়? ১৯৬৪ সালে কোথায় প্রথম Electronic Voting Machines ("EVM") -এ ভোট গ্রহণ করা হ​য়েছিল ? ১৯৮২ সালে কেরালার উত্তর পারাভুর কেন্দ্রে ভিভিপ্যাট মেসিন কী ? পুরোনাম Voter verifiable paper audit trail (VVPAT) ।এ মেসিনের দ্বারা ভোটার জানতে পারবে তাঁর ভোটটি সঠিক জায়গায় প​ড়ল কিনা । Voter verifiable paper audit trail (VVPAT VVPAT মেশিনের দ্বারা কিভাবে ভোট হয় তা দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন। VVPAT মেসিনটি কোথায় প্রথম ব্যাবহার করা হ​য় ? ২০১৩ সালে নাগাল্যান্ডের নকসেন বিধান সভা কেন্দ্রে । ২০১৯ সালের লোক সভা নির্বাচন কততম লোকসভা গঠনের জন্য করা হচ্ছে ? ১৭তম ২০১৯ সালের লোক সভা নির্বাচন কটি আসনের জন্য নেওয়া হবে ? ৫৪৩টি ২০১৯ সালের লোক সভা নির্বাচনের অফিসিয়াল লোগো কী ? দে কা মহাতৌয়েহার (দেশের বৃহত্তম উৎসব )- " Desh Ka Maha त्यौहार " 2019 ভারতীয় সাধারণ নির্বাচনের অফিসিয়াল লোগো এবারের লোক সভা নির্বাচনের সাথে কটি রাজ্যের বিধানসভা নির্বা চন অনুষ্ঠিত হবে ? ৪টি , অন্ধ্রপ্রদেশ ,অরুণাচল প্রদেশ ,ওডিশা ও সিক্কিম । বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার কারা ? মুখ্য নির্বাচন কমিশনার-সুনীল অরোরা ।নির্বাচন কমিশনার- অশোক লাভাসা ও সুশীল চন্দ্র । ভারতের 23 তম প্রধান নির্বাচন কমিশনার-সুনীল অরোরা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক কে? আরিজ আফতাব পশ্চিমবঙ্গে লোক সভার কটি আসন আছে ? ৪২টি বর্তমানে লোক সভায় কতগুলি সর্বোচ্চ আসনে সদস্য নেওয়া সম্ভব? ৫৫২টি আসনে ( ৫৩০টি রাজ্যের,২০টি কেন্দ্র শাসিত অঞ্চল ও দুজন রাষ্ট্রপতির দ্বারা এংলো ইন্ডিয়ান মনোনীত সদস্য ) লোকসভার সব থেকে বেশি আসন কোন রাজ্যে আছে ? উত্তরপ্রদেশে,৮০টি কোন কোন রাজ্যে মাত্র একটি করে লোকসভার আসন আছে ? সিক্কিম ,নাগাল্যান্ড ও মিজোরাম কোন দিনটি জাতীয় ভোটার দিবস রুপে পালিত হ​য় ? ২৫ জানুয়ারি । বিষয়: ভারতীয় লোকসভা নির্বাচন সম্পর্কে আকর্ষণীয় তথ্য
ভারতের প্রথম লোকসভা নির্বাচন কত সালে হ​য় ?

২৫ অক্টোবর ,১৯৫১ থেকে ২১ ফেব্রুয়ারি ১৯৫২ পর্যন্ত ।৬৮টি দফায় ভোট হ​য় ।

প্রথম লোকসভা নির্বাচনে কতগুলি সিটে ভোট হ​য় ?
৪৮৭টি সিটে(মোট ছিল ৪৮৯টি সিট,দুজন এংলোইন্ডিয়ান মনোনীত সদস্য ছিল তার মধ্যে )

প্রথম লোকসভা নির্বাচনে জ​য়ী দল কংগ্রেস কতগুলো আসনে জয়লাভ করে?
 ৩৬৪টি আসনে

কংগ্রেসের পর কোন দল সর্বোচ্চ আসন পায়?
কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া,১৬টি আসনে জ​য়লাভ করে

প্রথম লোকসভা নির্বাচনে কত গুলি দল অংশ গ্রহণ করেছিল ?
 ৫৩টি,তার মধ্যে ১৪টি ছিল জাতীয় দল

প্রথম লোকসভা নির্বাচনে কে নির্বাচন কমিশনার ছিলেন ?
সুকুমার সেন

সুকুমার সেন: চিত্র তৃতীয় পক্ষের রেফারেন্স

প্রথম ভোট কোন আসনে নেওয়া হ​য় ?
 হিমাচল প্রদেশের চিনি জেলায়

প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রতীক কী ছিল ? 
জোয়াল বাঁধা দুটি বলদ

কংগ্রেস দলের প্রথম নির্বাচনি চিহ্ন

কোন দলের প্রতীক চিণ্হ এখনও পর্যন্ত অবিকৃত বা পরিবর্তন হ​য়নি ?
 কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া

প্রথম লোকসভায় স্পিকার কে নির্বাচিত হ​য়েছিলেন ?
 গণেশ বাসুদেব মাভালঙ্কার

গণেশ বাসুদেব মাভালঙ্কার

প্রথম লোকসভা নির্বাচনে বি আর আম্বেদকর কোন দলের হয়ে ল​ড়েন ?

সিডিউলড কাস্ট ফেডারেশন ,তিনি পরাজিত হোন বম্বে (উত্তর মধ্য ) সিটে ।পরে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হ​য়ে পার্লামেন্টে আসেন ।

সংবিধানের কোন ধারায় নির্বাচনের কথা উল্লেখ আছে ?

আর্টিকল ৩২৪-৩২৯(Part XV)

কোন সালে ভোটারদের নূন্যতম ব​য়স ২১ থেকে ১৮ করা হ​য়?

১৯৮৯ সালে,৬১ সংবিধান সংশোধনের দ্বারা ।

কোন সালে কংগ্রেস দল ভেঙে ইন্দিরা গান্ধী নতুন কংগ্রেস দল গঠন করেন ?

১৯৬৯ সালে ইন্দিরা গান্ধীকে কংগ্রেস দলথেকে বিতাড়িত করলে ইন্দিরা গান্ধী নিজে আর একটি কংগ্রেস দল গঠন করেন যার নাম দেন Indian National Congress (Requisitionists or R ) যা Congress (Indira or I) নামে পরিচিত । আর মূল কংগ্রেস দলটি Indian National Congress (Organisation) or Congress (O) নামে পরিচিতি লাভ করে । পরে এটি জনতা পার্টির সাথে মিশে যায় ।এবং ইন্দিরা গান্ধীর কংগ্রেস দল মূল কংগ্রেস দলে পরিনত হ​য় ।

কত সালে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া ভেঙে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া(মার্ক্সবাদী) গঠন হ​য়?
 ১৯৬৪ সালে
কোথায় প্রথম Electronic Voting Machines ("EVM") -এ ভোট গ্রহণ করা হ​য়েছিল ?
১৯৮২ সালে কেরালার উত্তর পারাভুর কেন্দ্রে
ভিভিপ্যাট মেসিন কী ?
 পুরোনাম Voter verifiable paper audit trail (VVPAT) ।এ
মেসিনের দ্বারা ভোটার জানতে পারবে তাঁর ভোটটি সঠিক জায়গায় প​ড়ল কিনা ।
Voter verifiable paper audit trail (VVPAT


VVPAT মেশিনের দ্বারা কিভাবে ভোট হয় তা দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন।


VVPAT মেসিনটি কোথায় প্রথম ব্যাবহার করা হ​য় ?
২০১৩ সালে নাগাল্যান্ডের নকসেন বিধান সভা কেন্দ্রে ।
২০১৯ সালের লোক সভা নির্বাচন কততম লোকসভা গঠনের জন্য করা হচ্ছে ?
১৭তম
২০১৯ সালের লোক সভা নির্বাচন কটি আসনের জন্য নেওয়া হবে ?
 ৫৪৩টি
২০১৯ সালের লোক সভা নির্বাচনের অফিসিয়াল লোগো কী ? 
দেশ কা মহাতৌয়েহার (দেশের বৃহত্তম উৎসব )- " Desh Ka Maha त्यौहार "

2019 ভারতীয় সাধারণ নির্বাচনের অফিসিয়াল লোগো

এবারের লোক সভা নির্বাচনের সাথে কটি রাজ্যের বিধানসভা নির্বা চন অনুষ্ঠিত হবে ?
৪টি , অন্ধ্রপ্রদেশ ,অরুণাচল প্রদেশ ,ওডিশা ও সিক্কিম ।
বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার কারা ?

মুখ্য নির্বাচন কমিশনার-সুনীল অরোরা ।নির্বাচন কমিশনার- অশোক লাভাসা ও সুশীল চন্দ্র ।
ভারতের 23 তম প্রধান নির্বাচন কমিশনার-সুনীল অরোরা

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক কে?
আরিজ আফতাব
পশ্চিমবঙ্গে লোক সভার কটি আসন আছে ?
৪২টি
বর্তমানে লোক সভায় কতগুলি সর্বোচ্চ আসনে সদস্য নেওয়া সম্ভব?
৫৫২টি আসনে ( ৫৩০টি রাজ্যের,২০টি কেন্দ্র শাসিত অঞ্চল ও দুজন রাষ্ট্রপতির দ্বারা এংলো ইন্ডিয়ান মনোনীত সদস্য )
লোকসভার সব থেকে বেশি আসন কোন রাজ্যে আছে ? 
উত্তরপ্রদেশে,৮০টি
কোন কোন রাজ্যে মাত্র একটি করে লোকসভার আসন আছে ?
সিক্কিম ,নাগাল্যান্ড ও মিজোরাম
কোন দিনটি জাতীয় ভোটার দিবস রুপে পালিত হ​য় ?
 ২৫ জানুয়ারি ।

বিষয়: ভারতীয় লোকসভা নির্বাচন সম্পর্কে আকর্ষণীয় তথ্য


About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.