বাংলা (Bengali) | গণিত (Math) | ইংরেজি (English) | ইতিহাস (History) |
---|---|---|---|
পরিবেশ ও ভূগোল | পরিবেশ ও বিজ্ঞান | মক টেস্ট (MCQ) | অ্যাপ ডাউনলোড |
ছাত্র-ছাত্রীদের পোড়ানোর সাথে সাথে মাঝে মাঝে তাদের পরীক্ষা নেওয়া উচিত যে তারা কতটা শিখলো। কিন্তু সব সময় প্রশ্নপত্র তৈরি করা সময় সাপেক্ষ হয়ে পড়ে।তাই শিক্ষকদের তথা ছাত্রদের সুবিধার্তে প্রশ্নপত্র গুলোকে এইভাবে আপলোড করা হলো যাতে আপনারা এগুলো প্রিন্ট করে আপনাদের ছাত্রদের পরীক্ষা নিতে পারেন। ছাত্রদের সার্বিক উন্নয়ন হোক এই কথা ভেবেই এই প্রচেষ্টা।

ZERO TO INFINITY
Class – 5 Full Mark -10
Subject- Mathematics Time – 20 MIN
১ . স্থানীয় মানে বিস্তার করে যোগ কর । - ১ ৮৫২১ + ২৮১২
২ . স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ কর । - ১
৬৫৭ – ৪৮২
৩ . স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ কর । - ১
৪৭০ ×১৫
৪ . ৭৬২৫ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত ? - ১
Class – 5 Full Marks -10
Subject-পরিবেশ ও বিজ্ঞান TIME – 20 Min
১ . ত্বককে শরীরের বর্ম বলে কেন ? - ১ ২ . পূড়ে গেলে ফোসকা পড়ে কেন ? - ১
৩ . কোন জিনিসের জন্য শরীরের রঙ কালো হয় ? - ১
৪. শরীরের কোন স্তরে পালক আটকানো থাকে ? - ১
৫. নখের কাজ কি ? - ১
৬. গণ্ডারের খড়গ আসলে ----------। - ১
৭. রোদ লাগলে শরীরে কি তৈরি হয় ? - ১
৮. ত্বকের নীচে কি থাকে ? - ১
৯. বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন ? - ১
এ সমস্ত প্রশ্ন গুলিতে প্রিন্ট দিতে অথবা পিডিএফ হিসেবে সেভ করতে নিচের বাটন ব্যবহার করতে হবে