কিভাবে আপনার খাদ্য সুরক্ষা কার্ড বা রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখবেন
নিচের বাটনে ক্লিক করলেই আপনি পৌছে যাবেন অফিশিয়াল ওয়েবসাইটে। কিন্তু তার আগে সম্পূর্ণ বিষয়টি পড়ে নিন যাতে আপনি সহজেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টি দেখতে পারেন।অফিশিয়াল পেজটি দেখতে ঠিক এইরকম হবে।
👉 প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ফর্ম নং।(আপনি কি ফর্ম জমা করেছেন তা বুঝতে না পারলে এই পেজের নিচের দিকে কোন কাজে কি ফর্ম ব্যবহার করা হয় তা দেওয়া আছে তা দেখে নিন।)
👉 দ্বিতীয় টেক্সটবক্স টিপে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নম্বর 10 সংখ্যা কিংবা 16 সংখ্যা পূরণ করতে হবে। (আপনার বার কোড এর উপর লেখা সব সংখ্যাগুলি লিখতে হবে। আপনার বারকোড 10 সংখ্যা কিংবা 16 সংখ্যা হতে পারে।)
👉 বার কোডের সংখ্যা জানা না থাকলে আপনার ফর্ম এর লেখা মোবাইল নম্বরটি ও লিখতে পারেন।
👉 তারপর নিচের ক্যাপচা কোড টি হুবহু দেখে লিখতে হবে শেষের টেক্সট বক্সে ।
👉তারপর সার্চ বাটনে ক্লিক দিলেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন।
আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি ঠিক নিচের মত দেখাবে।
ইনফরমেশন কি আপনার ভাল লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ।
কোন কাজে কোন ধরনের ফরম পূরণ করবেন তা দেখতে নিচের বাটনে ক্লিক করুন (Rural/গ্রামাঞ্চলের জন্য)
ফর্ম-3 -(শহর) সম্পূর্ণ নতুন পরিবার যুক্ত করার আবেদন
ফর্ম-4 (গ্রাম ও শহর) অতিরিক্ত সদস্য যুক্ত করার আবেদন
ফর্ম-5 - কার্ডের ভুল তথ্য সংশোধন এর আবেদন
ফর্ম-6 -সম্পূর্ণ রেশন দোকান / ডিলার পরিবর্তন এর আবেদন
ফর্ম-7 - রেশন কার্ড সারেন্ডার এর আবেদন
ফর্ম-8 R- গ্রামাঞ্চলে RKSY 2 থেকে RKSY 1 এ পরিবর্তন
ফর্ম 8U- পৌরসভা এলাকায় RKSY2 ও non-subsidized কার্ড থেকে RKSY 1 এ পরিবর্তন
ফর্ম-9 - হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ,নকল রেশন কার্ড এর আবেদন
ফর্ম-10 (সাবসিডি ভুর্তুকি ছাড়) বিশিষ্ট ডিজিটাল রােশন কার্ড এর নতুন কিংবা পরিবর্তন এর আবেদন
ফর্ম 11 -রেশন এর সাথে মোবাইল ও আধার লিঙ্ক আছে তার আপডেট এর আবেদন
ফর্ম 12 -ডিজিটাল রেশন কার্ড আনলক এর আবেদন
ফর্ম 13 -আংশিক পরিবারের রেশনের ডিলার বা কেরসিন ডিলার আবেদন
ফর্ম 14 - নতুন পরিবারে শিফট বা স্থানান্তর এর পর কার্ড এর স্থানান্তর এর আবেদন
SR0001 -রেশনের ডিলার নেওয়ার আবেদন-
আরও পড়ুন এই গুরুত্বপূর্ণ:মোবাইল থেকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড করুন 100% কাজ হবে!
NFSA Food and Price Per card
Category | কি পরিমান দ্রব্য পাবেন |
---|---|
AAY | Rice -15 kg per family per month Fortified Atta-19 Kg per family per month / Wheat 20 kg per family per month PMGKAY - Rice- 2Kg & wheat-3kg per Head per month upto December, 2020 and Bengal Gram (Chola)- 1kg per family per month upto January, 2021 |
PHH | Rice 2 kg per Ration Card per Month Fortified Atta - 2.85 kg per Ration Card per month/ Wheat - 3 Kg per Ration Card per month PMGKAY - Rice-2Kg & wheat - 3kg per head per month upto December, 2020 and Bengal Gram (Chola) - 1kg per family |
SPHH | |
RKSY-I | Rice – 2 Kgs, Wheat – 3 Kgs |
RKSY-II | Rice – 1 Kg, Wheat – 1 Kg |
Sheme | Category | Food Grain | Monthly Alloted | Price |
---|---|---|---|---|
NFSA | AAY | RICE | 15 KG / FAMILY | RS 2 / KG |
NFSA | AAY | WHEAT | 20 KG / FAMILY | RS 2 / KG |
NFSA | AAY | SUGAR | 50GRAM / CARD | RS 13.5 / KG |
NFSA | SPHH | RICE | 15 KG / FAMILY | RS 2 / KG |
NFSA | SPHH | WHEAT | 20 KG / FAMILY | RS 2 / KG |
NFSA | SPHH | SUGAR | 50GRAM / CARD | RS 13.5 / KG |
NFSA | PHH | RICE | 2 KG / HEAD | RS 2 / KG |
NFSA | PHH | WHEAT | 3 KG / HEAD | RS 2 / KG |
RKSY | RKSY-1 | RICE | 2 KG / HEAD | RS 2 / KG |
RKSY | RKSY-1 | WHEAT | 3 KG / HEAD | RS 2 / KG |
RKSY | RKSY-2 | RICE | 1 KG / HEAD | RS 13 / KG |
RKSY | RKSY-2 | WHEAT | 1 KG / HEAD | RS 9 / KG |
Click Bellow TO KNOW ABOUT YOUR RATION CARD Details: |