Class 8 | প্রশ্ন ও উত্তর পর্ব । প্রশ্ন বিচিত্রা | BISHNUPUR HIGH SCHOLL

Class 8 | প্রশ্ন ও উত্তর পর্ব । প্রশ্ন বিচিত্রা | BISHNUPUR HIGH SCHOLL কোন পদার্থের নির্দিষ্ট গলনাংক ও থাকে না ? উত্তরঃ মম ও মাখন এর নির্দিষ্ট গলনাংক ও থাকে না। দহন কি জাতীয় প্রক্রিয়া ? উত্তরঃ দহন এক প্রকারের জারণ প্রক্রিয়া। কোন পদ্ধতিতে তাপ প্রবাহের সময় মাধ্যমের প্রয়োজন হয় না। উত্তরঃ বিকিরণ পদ্ধতিতে তাপ প্রবাহের সময় কোন মাধ্যমের প্রয়োজন হয় না। জল ইউরিয়া ও অড়হড় ডাল এর গুরুই কোন গ্যাস তৈরি হয় ? উত্তরঃ অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় । হিম মিশ্রণ কাকে বলে ? উত্তরঃ যেসব মিশ্রণে সাহায্যে মূল উপাদান পদার্থের গলনাঙ্ক এর চেয়ে অনেক কম সৃষ্টি করা যায় সেইসব মিশ্রণকে হিম মিশ্রণ বলে যেমন বড় ও সাধারণ লবণের 3:1 অনুপাতে মেশালে মিশ্রণ এর উচ্চতা প্রায় -23 ডিগ্রী সেলসিয়াস হয় এটি একটি হিম মিশ্রণ। হিম মিশ্রণ এর ব্যবহার মাছ মাংস সংরক্ষণ আইসক্রিম কুলফি ইত্যাদি প্রস্তুতিতেও হিম মিশ্রণ ব্যবহার করা হয়। ওয়েল্ডিং এ কোন গ্যাস পড়ানো হয় ? উত্তরঃ ওয়েল্ডিং এ হাইড্রোজেন অ্যাসিটিলিন ইত্যাদি গ্যাস পোড়ানো হয়। দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। থার্মোফ্লাস্ক একইভাবে বিকিরণ পদ্ধতি প্রতিহত করা হয় ? উত্তরঃ থার্মোফ্লাক্স এর পাত্রের দেওয়ালের উপর চকচকে প্রলেপ দেওয়া থাকে। বিকিরণ প্রক্রিয়ায় বাইরের তার ভেতরে প্রবেশ করার সময় প্রথম দেওয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায় ভেতর থেকে বাইরে যাবার সময় দুই দেওয়ালের চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যে ফিরে যায়। জারণ বিজারণ একই সাথে ঘটে উদাহরণ দিয়ে বোঝাও। উত্তরঃ ক্লোরিন জলের মধ্য দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হলুদ বর্ণের সালফার উৎপন্ন হয়। বিক্রিয়াটিতে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন অপসারিত হয় এবং সালফার উৎপন্ন হয়। এক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড জারিত হয় এবং এক্ষেত্রে ক্লোরিন জারক পদার্থ হিসেবে কাজ করে। অপরপক্ষে ক্লোরিন এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ ক্লোরিন বিজারিত হয়। এক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড বিজারক পদার্থ হিসেবে কাজ করে। উত্তরঃ গ্যালভানাইজেশন কাকে বলে? লোহার দন্ডের উপর নিকেলের প্রলেপ দিতে গেলে অ্যানোড রূপে কি ব্যবহার করবে ? লোহার উপর জিংক এর আস্তরণ দিলে লোহায় মরচে পড়ে না এ পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে । উত্তরঃ লোহার দন্ডের উপর নিকেলের প্রলেপ দিতে গেলে এন্ড রূপে নিকেল ব্যবহার করতে হবে। বজ্র নিরোধক কি ? এটি কিভাবে কাজ করে ? উত্তরঃ বজ্রপাতের সময় তড়িতাহিত মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে তড়িৎ মোক্ষণ হয়। এই সময় প্রবল তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তড়িৎ প্রবাহের হাত থেকে বজ্রপাতের সময় বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক যন্ত্রগুলি কে রক্ষা করার জন্য বজ্র নিরোধক ব্যবহার করা হয়।বজ্র নিরোধক একটি বাড়ির বাইরের দেওয়ালে আটকানো লম্বা তামার পাত যা মাটির নীচে প্রায় 5 থেকে 6 ফুট পোতা থাকে। মাটির উপরের অংশ বাড়ির সবচেয়ে উচু অংশে থেকেও উঁচুতে রাখা হয়।হাতের উপরের দিকে কয়েকটি সূচিমুখ থাকে।বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা তামার পাত দিয়ে মাটিতে চলে যায় ফলে বাড়ি বা বাড়ির মধ্যে বৈদ্যুতিক যন্ত্রের কোন ক্ষতি হয় না। তন্দুল জাতীয় ফসল এর একটি উদাহরণ দাও । উত্তরঃ ধান হল এই ধরনের ফসল। মিথোজীবী ব্যাকটেরিয়ার একটি উদাহরণ দাও। উত্তরঃ রাইজোবিয়াম হলো এই ধরনের ব্যাকটেরিয়া। রক্তে কোলেস্টেরল এর মাত্রা কমায় এমন একটি পদার্থের উদাহরণ দাও। উত্তরঃ চায়ে উপস্থিত পলিফেনোল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। শুধু মাংসের জন্য প্রতিপালন করা হয় এমন পোল্ট্রি বোর্ড এর উদাহরণ দাও। উত্তরঃ আসিল মুরগি হল এই ধরনের পোল্ট্রি বোর্ড যা শুধু মাংসের জন্যই প্রতিপালন করা হয়। আমের প্রজাতির নয় এর মধ্যে কোনটি পেয়ারাফুলী / রানী পছন্দ / ঝিঙ্গাসাল । উত্তরঃ ঝিঙ্গা সাল আমির কোন প্রজাতি নয় । কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা সংগ্রহ করতে যে গ্রন্থের নির্যাস ব্যবহার করা হয় তার নাম কি ? উত্তরঃ পিটুইটারি গ্রন্থি । কোন প্রাণীকে কৃষকের পরম বন্ধু বলা হয় ? উত্তরঃ কিছু কে কৃষকের পরম বন্ধু বলা হয় । সস্যগারে শস্য সংরক্ষণের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ? উত্তরঃ সস্যগরে শস্য সংরক্ষণের জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় । ভিটামিন এ সমৃদ্ধ ধানের নাম কি । উত্তরঃ গোল্ডেন রাইস হলো Vita-A সমৃদ্ধ ধান । ব্রয়লার মুরগি তৈরিতে কোন জাতের স্ত্রী মুরগি ব্যবহার করা হয়? উত্তরঃ সাদা প্লাইমাউথ জাতের স্ত্রী মুরগি ব্যবহার করা হয়। মৌমাছিরা মৌচাকে মধু কিভাবে তৈরি করে? মধুতে উপস্থিত ভিটামিন গুলি কি কি ? উত্তরঃ মৌমাছিরা ফুল থেকে যে মকরন্দ সংগ্রহ করে তা নিজেদের দেহের মধু থলিতে জমা রাখে। মধু থলিতে মকরন্দ এর সঙ্গে লালা রস মেশে । এর ফলে মকরন্দ থাকা শর্করার কিছু অংশ পরিবর্তন হয়। শ্রমিক মৌমাছি এরপর এই মিশ্রণ মধু প্রকোষ্ঠের ল উগরে দেয়। আর দানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে। হলি জল বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয়। মধুতে উপস্থিত ভিটামিন গুলো হলো ভিটামিন A ভিটামিন B কমপ্লেক্স ও ভিটামিন C স্টক ও সিয়ন কি ? শাখা কলম এর যে উন্নত অংশটি অপর কাছ থেকে কেটে আনা হয় সেটিকে সিয়ান বলে । এবং আঁটি থেকে চারা গাছ বের হওয়ার পর যে নিচের অংশটি কে ব্যবহার করা হয় সেটিকে স্টক বলে । চায়ে উপস্থিত দাঁতের ক্ষয় রোধ কারী পদার্থ কি ? উত্তরঃ চায়েউপস্থিতি দাঁতের ক্ষয় রোধ কারী পদার্থ হল ফ্লুওরাইড । বিষয় : Class 8 | প্রশ্ন ও উত্তর পর্ব । প্রশ্ন বিচিত্রা | BISHNUPUR HIGH SCHOLL

Class 8 | প্রশ্ন  ও উত্তর পর্ব । প্রশ্ন বিচিত্রা | BISHNUPUR HIGH SCHOLL

  • কোন পদার্থের নির্দিষ্ট গলনাংক ও থাকে না ?
  • উত্তরঃ মম ও মাখন এর নির্দিষ্ট গলনাংক ও থাকে না।
  • দহন কি জাতীয় প্রক্রিয়া ?
  • উত্তরঃ দহন এক প্রকারের জারণ প্রক্রিয়া।  
  • কোন পদ্ধতিতে তাপ প্রবাহের সময় মাধ্যমের প্রয়োজন হয় না। 
  • উত্তরঃ বিকিরণ পদ্ধতিতে তাপ প্রবাহের সময় কোন মাধ্যমের প্রয়োজন হয় না।

  • জল ইউরিয়া ও অড়হড় ডাল এর গুরুই কোন গ্যাস তৈরি হয় ?
  • উত্তরঃ অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় ।
  • হিম মিশ্রণ কাকে বলে ?
  • উত্তরঃ যেসব মিশ্রণে সাহায্যে মূল উপাদান পদার্থের গলনাঙ্ক এর চেয়ে অনেক কম সৃষ্টি করা যায় সেইসব মিশ্রণকে হিম মিশ্রণ বলে যেমন বড় ও সাধারণ লবণের 3:1 অনুপাতে মেশালে মিশ্রণ এর উচ্চতা প্রায় -23 ডিগ্রী সেলসিয়াস হয় এটি একটি হিম মিশ্রণ।
                   হিম মিশ্রণ এর ব্যবহার মাছ মাংস সংরক্ষণ আইসক্রিম কুলফি ইত্যাদি প্রস্তুতিতেও হিম মিশ্রণ ব্যবহার করা হয়।
  •  ওয়েল্ডিং এ কোন গ্যাস পড়ানো হয় ?
  •  উত্তরঃ ওয়েল্ডিং এ হাইড্রোজেন অ্যাসিটিলিন ইত্যাদি গ্যাস পোড়ানো হয়।
  •  দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
  •  উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
  •  থার্মোফ্লাস্ক একইভাবে বিকিরণ পদ্ধতি প্রতিহত করা হয় ?
  • উত্তরঃ থার্মোফ্লাক্স এর পাত্রের দেওয়ালের উপর চকচকে প্রলেপ দেওয়া থাকে। বিকিরণ প্রক্রিয়ায় বাইরের তার ভেতরে প্রবেশ করার সময় প্রথম দেওয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায় ভেতর থেকে বাইরে যাবার সময় দুই দেওয়ালের চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যে ফিরে যায়।
  • জারণ বিজারণ একই সাথে ঘটে উদাহরণ দিয়ে বোঝাও।
উত্তরঃ ক্লোরিন জলের মধ্য দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হলুদ বর্ণের সালফার উৎপন্ন হয়। 
           বিক্রিয়াটিতে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন অপসারিত হয় এবং সালফার উৎপন্ন হয়। এক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড জারিত হয় এবং এক্ষেত্রে ক্লোরিন জারক পদার্থ হিসেবে কাজ করে। অপরপক্ষে ক্লোরিন এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ ক্লোরিন বিজারিত হয়। এক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড বিজারক পদার্থ হিসেবে কাজ করে। 
  • উত্তরঃ গ্যালভানাইজেশন কাকে বলে? লোহার দন্ডের উপর নিকেলের প্রলেপ দিতে গেলে অ্যানোড রূপে কি ব্যবহার করবে ?
  • লোহার উপর জিংক এর আস্তরণ দিলে লোহায় মরচে পড়ে না এ পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে । 
  • উত্তরঃ  লোহার দন্ডের উপর নিকেলের প্রলেপ দিতে গেলে এন্ড রূপে নিকেল ব্যবহার করতে হবে।  
  •  বজ্র নিরোধক কি ? এটি কিভাবে কাজ করে ?
  •  উত্তরঃ  বজ্রপাতের সময় তড়িতাহিত মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে তড়িৎ মোক্ষণ হয়। এই সময় প্রবল তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তড়িৎ প্রবাহের হাত থেকে বজ্রপাতের সময় বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক যন্ত্রগুলি কে রক্ষা করার জন্য বজ্র নিরোধক ব্যবহার করা হয়।বজ্র নিরোধক একটি বাড়ির বাইরের দেওয়ালে আটকানো লম্বা তামার পাত যা মাটির নীচে প্রায় 5 থেকে 6 ফুট পোতা থাকে। মাটির উপরের অংশ বাড়ির সবচেয়ে উচু অংশে থেকেও উঁচুতে রাখা হয়।হাতের উপরের দিকে কয়েকটি সূচিমুখ থাকে।বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা তামার পাত দিয়ে মাটিতে চলে যায় ফলে বাড়ি বা বাড়ির মধ্যে বৈদ্যুতিক যন্ত্রের কোন ক্ষতি হয় না।

  • তন্দুল  জাতীয় ফসল এর একটি উদাহরণ দাও ।
     উত্তরঃ ধান হল এই ধরনের ফসল।
  • মিথোজীবী ব্যাকটেরিয়ার একটি উদাহরণ দাও।
  • উত্তরঃ রাইজোবিয়াম হলো এই ধরনের ব্যাকটেরিয়া।
  • রক্তে কোলেস্টেরল এর মাত্রা কমায় এমন একটি পদার্থের উদাহরণ দাও।
  • উত্তরঃ চায়ে উপস্থিত পলিফেনোল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়।
  • শুধু মাংসের জন্য প্রতিপালন করা হয় এমন পোল্ট্রি বোর্ড এর উদাহরণ দাও। 
  • উত্তরঃ আসিল মুরগি হল এই ধরনের পোল্ট্রি বোর্ড যা শুধু মাংসের জন্যই প্রতিপালন করা হয়।
  • আমের প্রজাতির নয় এর মধ্যে কোনটি পেয়ারাফুলী / রানী পছন্দ / ঝিঙ্গাসাল । 
  • উত্তরঃ ঝিঙ্গা সাল আমির কোন প্রজাতি নয় ।
  • কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা সংগ্রহ করতে যে গ্রন্থের নির্যাস ব্যবহার করা হয় তার নাম কি ?
  • উত্তরঃ পিটুইটারি গ্রন্থি ।
  • কোন প্রাণীকে কৃষকের পরম বন্ধু বলা হয় ?
  • উত্তরঃ কিছু কে কৃষকের পরম বন্ধু বলা হয় ।
  • সস্যগারে শস্য সংরক্ষণের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?
  • উত্তরঃ সস্যগরে শস্য সংরক্ষণের জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় ।
  • ভিটামিন এ সমৃদ্ধ ধানের নাম কি ।
  • উত্তরঃ গোল্ডেন রাইস হলো Vita-A সমৃদ্ধ ধান ।
  • ব্রয়লার মুরগি তৈরিতে কোন জাতের স্ত্রী মুরগি ব্যবহার করা হয়?
  • উত্তরঃ সাদা প্লাইমাউথ জাতের স্ত্রী মুরগি ব্যবহার করা হয়।
  • মৌমাছিরা মৌচাকে মধু কিভাবে তৈরি করে? মধুতে উপস্থিত ভিটামিন গুলি কি কি ?
  • উত্তরঃ মৌমাছিরা ফুল থেকে যে মকরন্দ সংগ্রহ করে তা নিজেদের দেহের মধু থলিতে জমা রাখে। মধু থলিতে মকরন্দ এর সঙ্গে লালা রস মেশে । এর ফলে মকরন্দ থাকা শর্করার কিছু অংশ পরিবর্তন হয়। শ্রমিক মৌমাছি এরপর এই মিশ্রণ মধু প্রকোষ্ঠের ল উগরে দেয়। আর দানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে। হলি জল বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয়।                          মধুতে উপস্থিত ভিটামিন গুলো হলো ভিটামিন A ভিটামিন B কমপ্লেক্স ও ভিটামিন C
  • স্টক ও সিয়ন কি ? 
  • শাখা কলম এর যে উন্নত অংশটি অপর কাছ থেকে কেটে আনা হয় সেটিকে সিয়ান বলে । এবং আঁটি থেকে চারা গাছ বের হওয়ার পর যে নিচের অংশটি কে ব্যবহার করা হয় সেটিকে স্টক বলে ।
  • চায়ে  উপস্থিত দাঁতের ক্ষয় রোধ কারী পদার্থ কি ? 
  • উত্তরঃ চায়েউপস্থিতি দাঁতের ক্ষয় রোধ কারী পদার্থ হল ফ্লুওরাইড  ।

বিষয়  : Class 8 | প্রশ্ন  ও উত্তর পর্ব । প্রশ্ন বিচিত্রা | BISHNUPUR HIGH SCHOLL


Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.