![]() |
ভিল্লি |
শোষণ আত্তীকরণ ও বহিষ্করণ ( absorption assimilation and agestion )
- শোষণ : যে পদ্ধতিতে পাচিত সরল খাদ্য উপাদান ক্ষুদ্রান্ত্রের আন্ত্রিক এপিথেলিয়াম এ অবস্থিত ভিলাই এর মাধ্যমে রক্ত প্রবাহে প্রবেশ করে তাকেই শোষণ বলে ।
- আত্তীকরণ : যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্য কোষের প্রোটোপ্লাজমের অংশীভূত হয় তাকে আত্তীকরণ বলে।
- বহিস্করণ : যে প্রক্রিয়ায় অপাচ্য খাদ্য প্রস্তুত দেহ থেকে নির্গত হয় তাকে বহিষ্করণ বলে।
- বিপাক বা মেটাবোলিজম : জীবনের প্রাণ ধারণের জন্য সজীব কোষ এর প্রোটোপ্লাজমে অবিরাম যেসব সংশ্লেষ মূলক ও ভাঙ্গন মুলক রাসায়নিক পরিবর্তন গুলি ঘটে চলেছে তাদের সমষ্টিগত ভাবে বিপাক বা মেটাবোলিজম বলে। যেমন সালোকসংশ্লেষ , শ্বসন , রেচন ইত্যাদি।
- বিপাক দু'রকমের হয় যথাক্রমে উপচিতি মূলক বিপাক ও অপচিতিমূলক বিপাক ।
- উপচিতি বিপাক : যেসব গঠন মূলক বিপাকে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাদের উপচিতি বিপাক বলে । যেমন সালোকসংশ্লেষ ।
- অপচিতি বিপাক : যেসব ভাঙ্গন মূলক বিপাকে দেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে অপচিতি বিপাক বলে । যেমন শ্বসন রেচন ইত্যাদি ।
নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
- ভিলাই কি ?
- শোষণ কাকে বলে?
- আত্তীকরণ কাকে বলে?
- পার্থক্য লেখ : উপচিতি বিপাক ও অপচিতি বিপাক।
- বিপাকের দুটি তাৎপর্য লেখ ।