CLASS 9 PHYSICS | পদার্থের গঠন ও ধর্ম । পীড়ন ও বিকৃতি । হুকের সূত্র। ইয়ং গুণাঙ্ক।

CLASS 9 PHYSICS | পদার্থের গঠন ও ধর্ম । পীড়ন ও বিকৃতি । হুকের সূত্র। ইয়ং গুণাঙ্ক।

 1. পীড়নের মাত্রা লেখ ।
 2. বিকৃতির মাত্রা কি ?
 3. ইয়ং গুণাঙ্ক কাকে বলে?
 4. ইয়ং গুনাঙ্কের মাত্রা লেখ।
 5. ইয়ং গুনাঙ্কের একক লেখ।
 6. অনুদৈর্ঘ্য ব্রন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত কে কি বলে?
 7. বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করে না কেন?
 8. বার কিসের একক?
 9. আপেক্ষিক গুরুত্বের একক নেই উক্তিটি ঠিক না ভুল?
 10. জলে জৈব লবণ মেশালে পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে?
 11. 1 মিটার দৈর্ঘ্যের কোন স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন 2 সেমি হলে বস্তুটির দৈর্ঘ্য  বিকৃতি কত?
 12. অনুদৈর্ঘ্য পীড়ন ও বিকৃতি ও ইয়ং গুণাঙ্ক এর সি জি এস এস আই একক গুলি লেখ।
 13. বার্নোলির উপপাদ্য টি বিবৃত করো।
 14. ক্ষুদ্র বৃষ্টির ফোটার গোলাকার হওয়ার কারণ কি।
 15. আদর্শ তরলের বৈশিষ্ট্য গুলি লেখ।