Whatsapp চ্যানেলে আমাকে ফলো করতে পারো ❤️→ Follow ❤️

CLASS 9 PHYSICS | পদার্থের গঠন ও ধর্ম ।ইয়ং গুণাঙ্ক কাকে বলে । পীড়ন ও বিকৃতি । Elastic modulus কাকে বলে | হুকের সূত্র ...

ইয়ং গুণাঙ্ক কাকে বলে ইয়ং গুণাঙ্ক এর মাত্রা লেখ ইয়ং গুণাঙ্ক কি ইয়ং গুণাঙ্ক CLASS 9 PHYSICS | পদার্থের গঠন ও ধর্ম । পীড়ন ও বিকৃতি । হুকের সূত্র। ইয়ং গুণাঙ্ক। পীড়নের মাত্রা লেখ ।

ইয়ং গুণাঙ্ক কাকে বলে ? পদার্থের গঠন ও ধর্ম । পীড়ন ও বিকৃতি । হুকের সূত্র। সবকিছু খুব সহজে জানুন

  1. পীড়নের মাত্রা লেখ ।
  2. বিকৃতির মাত্রা কি ?

3. ইয়ং গুণাঙ্ক কাকে বলে?
অথবা, ইয়ং গুণাঙ্ক কি ?


Ans. স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ণ এবং বিকৃতির অণুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে ইয়ং-এর গুনাঙ্ক বলা হয় ।।S.I. পদ্ধতিতে নিউটন প্রতি বর্গ মিটার (প্যাসকেল)। তবে ব্যবহারিক ক্ষেত্রে একক হিসেবে মেগা প্যাসকেল এবং গিগা প্যাসকেল ব্যবহৃত হয়। C G S পদ্ধতিতে dyne/বর্গ cm

প্রশ্ন: ইয়ং গুনাঙ্কের মাত্রা লেখ।

উত্তর: ইয়ং গুনাঙ্কের মাত্রা হল ML-1T-2

প্রশ্ন: ইয়ং গুনাঙ্কের একক লেখ।

SI পদ্ধতিতে ইয়ং গুনাঙ্কের একক নিউটন / বর্গ মিটার (প্যাসকেল)। তবে ব্যবহারিক ক্ষেত্রে একক হিসেবে মেগা প্যাসকেল এবং গিগা প্যাসকেল ব্যবহৃত হয়। CGS পদ্ধতিতে dyne/বর্গ cm.

  • অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত কে কি বলে?
  • বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করে না কেন?
  • বার কিসের একক?
  • আপেক্ষিক গুরুত্বের একক নেই উক্তিটি ঠিক না ভুল?
  • জলে জৈব লবণ মেশালে পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে?
  • 1 মিটার দৈর্ঘ্যের কোন স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন 2 সেমি হলে বস্তুটির দৈর্ঘ্য  বিকৃতি কত?
  • অনুদৈর্ঘ্য পীড়ন ও বিকৃতি ও ইয়ং গুণাঙ্ক এর সি জি এস এস আই একক গুলি লেখ।
  • বার্নোলির উপপাদ্য টি বিবৃত করো।
  • ক্ষুদ্র বৃষ্টির ফোটার গোলাকার হওয়ার কারণ কি।
  • আদর্শ তরলের বৈশিষ্ট্য গুলি লেখ।

প্রশ্ন: উষ্ণতা বৃদ্ধিতে ইয়ং গুনাঙ্কের কি পরিবর্তন হবে?

উত্তর: উষ্ণতা বৃদ্ধিতে ইয়ং গুণাঙ্ক হ্রাস পায়।

Tag: elastic modulus in bebgwli | ইয়ং গুণাঙ্ক কাকে বলে | ইয়ং এর গুণাঙ্ক | নবম শ্রেণী ভৌত বিজ্ঞান | পদার্থের গঠন ও ধর্ম